তৎকালে টিকিট বুক করবার নতুন নিয়ম জেনে নিন। এখন ট্রেনের টিকিট বুক করা আরো সহজ।

সমগ্র ভারতের সাধারণ জনগণের কাছে সবথেকে সহজলভ্য যাতায়াতের মাধ্যম হলো ট্রেন। আর তাই প্রত্যেক দিন বহু সংখ্যক মানুষ নিজেদের কাজের প্রয়োজনে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ট্রেনের মাধ্যমে যাতায়াত করে থাকেন। কিন্তু মুশকিল হলো দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে সবসময় কনফার্ম টিকিট পাওয়া যায় না আর তখন ভরসা একমাত্র Tatkal Ticket। কিন্তু বহু মানুষই মনে করেন যে, সাইবার ক্যাফে ছাড়া কোনোভাবেই ট্রেনের তৎকাল টিকিট কাটা সম্ভব নয়। আর তাই আজকের এই প্রতিবেদনে আমরা এমন এক বিশেষ পদ্ধতি নিয়ে হাজির হয়েছি যার মাধ্যমে আপনি বাড়িতে বসে নিজের ফোনের মাধ্যমে তৎকাল টিকিট বুক করে নিতে পারবেন।

তৎকাল টিকিট বুকিং এর অ্যাপ – ভারতের সাধারণ জনগণের সুবিধার্থে ভারতীয় রেলের তরফে IRCTC Rail Connect নামক একটি বিশেষ অ্যাপ কার্যকর করা হয়েছে। এই অ্যাপটির মাধ্যমে আপনারা বাড়িতে বসে যেকোনো ট্রেনের তৎকাল টিকিট কেটে নিতে পারবেন। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি যে, আপনি গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন।

IRCTC Rail Connect AppLink
IRCTC WebsiteLink

রেজিস্ট্রেশন – গ্রাহকদের সুবিধার্থে জানিয়ে রাখি যে, তৎকাল টিকিট বুক করবার পূর্বে আপনাকে প্রথমে উপরোক্ত অ্যাপটির রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। আর রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এই অ্যাপটির হোম পেজের একেবারে নিচের দিকে থাকা Account অপশনে ক্লিক করতে হবে। পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে থাকা Register user অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার ইমেইল অ্যাড্রেস, ফোন নম্বর, জন্ম তারিখ, পাসওয়ার্ড সহ একাধিক তথ্য সঠিকভাবে পূরণ করে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করার পর Login করে নিলেই আপনি যেকোন সময় আপনার প্রয়োজন অনুসারে টিকিট কেটে নিতে পারবেন।

তৎকাল টিকিট বুক করবেন কিভাবে – তৎকাল টিকিট বুক করবার ক্ষেত্রে আপনাকে IRCTC Rail Connect অ্যাপটির হোম পেইজের Account অপশনে যেতে হবে। এরপর আপনার সামনে যে অপশনগুলি আসবে তার মধ্যে থেকে My Master List অপশনটি নির্বাচন করে নিন। পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তার উপরে ডানদিকে থাকা Add Passenger অপশনে ক্লিক করার মাধ্যমে আপনি যে যে ব্যক্তির জন্য টিকিট কাটতে চাইছেন তাদের সমস্ত ডিটেইলস সঠিকভাবে পূরণ করে রাখুন। এক্ষেত্রে আপনাকে যে যে ব্যক্তি জন্য টিকিট কাটতে চাইছেন তাদের নাম, জেন্ডার, বয়স, জন্ম তারিখ, আইডি এবং আইডি নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে। এইভাবে Add Passenger অপশনে ক্লিক করে আপনি একাধিক যাত্রীর নাম অ্যাড করতে পারবেন।

Tatkal Train Ticket Booking Time

মূলত তৎকাল টিকিট কাটার সময় যাতে কোনোরকম অসুবিধা না হয় তা নিশ্চিত করার জন্যই এইভাবে প্যাসেঞ্জারের সমস্ত ডিটেইলস সম্পন্ন করে রাখা হয়ে থাকে। নাগরিকদের সুবিধার্থে আরও জানিয়ে রাখি যে সকাল ১১ টা থেকেই তৎকাল টিকিট বুকিং -এর প্রক্রিয়া শুরু হয়ে যায়। সকাল ১১ টায় পূর্বেই মাস্টার লিস্ট অর্থাৎ সমস্ত প্যাসেঞ্জারের ডিটেইসল সঠিকভাবে পূরণ করে রাখুন এবং ১১ টা বাজার অন্তত ১০ থেকে ১৫ মিনিট পূর্বে অ্যাপে লগইন করে রাখুন। ১১ টা বাজার পর অ্যাপটির হোম পেইজের একেবারে বাঁদিকে থাকা Train অপশনে ক্লিক করে আপনার বোর্ডিং স্টেশন এবং ডেস্টিনেশন স্টেশন সঠিকভাবে নির্বাচন করে নিন। আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, যারা AC তে তৎকাল টিকিট বুক করতে চায় তাদের ১০ টা থেকেই তৎকাল টিকিট বুকিং এর প্রক্রিয়া শুরু হয়ে যায়।

এরপর Quota অপশনে ক্লিক করে তৎকাল নির্বাচন করুন এবং সঠিকভাবে তারিখ নির্বাচন করে নিয়ে Search Trains অপশনে ক্লিক করুন। উপরোক্ত অপশনে ক্লিক করলে ওই রুটের সমস্ত ট্রেন আপনি দেখতে পারবেন, তার মধ্যে থেকে আপনি যে ট্রেনটিতে যাত্রা করতে চাইছেন সেটি বেছে নিন এবং আপনি কোন কোচে যাত্রা করতে চাইছেন তা নির্বাচন করে নিন। এরপর আপনাকে উক্ত ট্রেনের নির্বাচিত কোচে কতোগুলি সিট খালি রয়েছে তা দেখাবে।

আরও পড়ুন – রাজ্য সরকারের এই স্কলারশিপে আবেদন করলেই পাওয়া যাবে সর্বোচ্চ ৯৬,০০০ টাকা। যোগ্যতা মাধ্যমিক পাশ।

এক্ষেত্রে সিট নাম্বারের উপর ক্লিক করলে আপনার সামনে একটি মেসেজ আসবে তাতেI Agree অপশনে ক্লিক করুন। পূর্বোক্ত অপশনে ক্লিক করলে আপনার সামনে প্যাসেঞ্জার লিস্ট চলে আসবে তার মধ্যে থেকে সিলেক্ট প্যাসেঞ্জার অপশনে ক্লিক করে যেসমস্ত যাত্রীদের জন্য টিকিট কাটতে চাইছেন সেই সমস্ত যাত্রীদের নির্বাচন করে নিন। এরপর Payment Mode নির্বাচন করে নিয়ে Review Passenger Details অপশনে ক্লিক করুন এবং সবশেষে Proceed to Pay অপশনে ক্লিক করুন। এরপর পেমেন্টের প্রক্রিয়াটি সম্পন্ন করলেই তৎকাল টিকিট বুকিংয়ের প্রক্রিয়াটি সম্পন্ন হবে।