আপনার স্বাস্থ্য সাথী কার্ডে কত টাকা রয়েছে চেক করবেন কিভাবে? পদ্ধতি জেনে নিন।

পশ্চিমবঙ্গ সরকার ২০১৬ সালে দরিদ্র মানুষদের চিকিৎসার খবর কমানোর জন্য স্বাস্থ্য সাথী প্রকল্প চালু করেন। বর্তমানে পশ্চিবঙ্গের প্রায় ৪ কোটি ৯০ লক্ষ মানুষ এই প্রকল্পের সুবিধা ভোগ করছে। এটি একটি রাজ্য সরকারের দুর্ঘটনা বীমা প্রকল্প। দরিদ্র সীমার নীচে যে সমস্ত মানুষ রয়েছে তারা যেন বিনা চিকিৎসায় মারা না যায় তারজন্যই এই প্রকল্পের সূত্রপাত।

আপনার কাছে যদি স্বাস্থ্য সাথী কার্ড থেকে থাকে তবে আপনি জানবেন এই প্রকল্পের আওতায় রাজ্য সরকার ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ বহন করে থাকে। এই প্রকল্পে আবেদন করলে আপনাকে একটি PVC Swasthya Sathi কার্ড দেওয়া হয়ে থাকে, যার মধ্যে উপভোক্তার বিস্তারিত তথ্য থাকে। কোনো কারণে হাসপাতাল বা নার্সিংহোমে ভর্তি হলে এই কার্ডের মাধ্যমে উপভোক্তা হাসপাতাল বা নার্সিংহোমের খরচ বহন করতে পারে। কিন্তু আপনার কার্ডে ৫ লক্ষ টাকা রয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন?

Swasthya Sathi Card Balance

স্বাস্থ্য সাথী কার্ডের ব্যালেন্স চেক : স্বাস্থ্য সাথী কার্ডের ব্যালেন্স চেক করবার জন্য নীচের স্টেপগুলি ফলো করুন,

(ক) সর্বপ্রথম আপনি প্লে স্টোর থেকে Swasthya Sathi অ্যাপটি ইনস্টল করুন।

(খ) অ্যাপটি ওপেন করলেই আপনি বেশ কিছু অপশন দেখতে পাবেন। এই অপশন গুলোর মধ্যে URN Verification নামে একটি অপশন দেখতে পাবেন সেটিতে ক্লিক করুন।

(গ) এরপর আপনার সামনে আরো একটি নতুন পেজ আসবে, সেখানে আপনাকে আপনার জেলার নাম এবং URN নাম্বার চাওয়া হবে। মনে রাখবেন আপনার স্বাস্থ্য সাথী কার্ডের নাম্বারটিই URN নাম্বার।

(ঘ) জেলা এবং URN নাম্বার ফিল করার পর Show Data অপশনে ক্লিক করুন।

(ঙ) এরপর আপনার বিস্তারিত তথ্য শো করবে এবং তার নীচে View Balance অপশন দেখতে পাবেন। সেই অপশনে ক্লিক করুন।

View Balance অপশনে ক্লিক করলেই আপনি আপনার স্বাস্থ্য সাথী কার্ডের ব্যালেন্স দেখতে পাবেন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক :

স্বাস্থ্য সাথী ওয়েবসাইটLink
স্বাস্থ্য সাথী অ্যাপLink

আরও পড়ুন : চাকরির পরীক্ষায় ভালো ফল কিভাবে করবেন? রইলো গুরুত্বপূর্ণ কিছু টিপস।

এই সহজ পদ্ধতি অবলম্বন করে আপনি আপনার বা আপনার পরিবারের স্বাস্থ্য সাথী কার্ডের ব্যালেন্স চেক করতে পারবেন খুব সহজে।