ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিনা কিভাবে চেক করবেন? জেনে নিন সহজ পদ্ধতি।

১৯শে এপ্রিল, ২০২৪ মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে রাজ্যে লোকসভা ভোট। আর এই ভোটে অংশগ্রহন করবার জন্য ভোটার লিস্ট ২০২৪ এ আপনার নাম থাকা বাধ্যতামূলক। আগে বছরের শুরুতে একবারই নাগরিকরা ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারতেন কিন্তু বর্তমানে সেই সংখ্যা বাড়িয়ে চারবার করে দেওয়া হয়েছে। এখন নাগরিকরা বছরে চারবার ভোটার কার্ডে আবেদনের সুযোগ পেয়ে থাকেন। আর আপনি যদি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করে থাকেন তবে মাত্র কয়েক মিনিটে আপনি দেখে নিতে পারবেন আপনার নাম ভোটার লিস্টে রয়েছে কিনা।

ভোটার লিস্টে আপনার নাম চেক করবার জন্য আপনার কাছে ভোটার কার্ড বা ভোটার কার্ডের নাম্বার থাকা বাধ্যতামূলক নয়। আপনি শুধু মাত্র নিজের নাম ও অভিভাবকের নাম দিয়ে সার্চ করে দেখে নিতে পারবেন আপনার আবেদন করা ভোটার কার্ডটি তৈরি হয়েছে কিনা। আরো ভালোভাবে বলতে গেলে নতুন ভোটার লিস্টে আপনার নাম উঠেছে কিনা।

আরও পড়ুন:- পশ্চিমবঙ্গে ভোট হতে চলেছে সাতটি দফায়। কবে কোথায় ভোট জেনে নিন।

বর্তমানে নতুন ভোটার লিস্টে আপনার নাম চেক করার জন্য আপনাকে সবার প্রথমে ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট যথা https://ceowestbengal.nic.in/ -এ যেতে হবে। এরপর কিছুটা নীচে নামলে আপনি দুটো অপশন পেয়ে যাবেন:- (ক) Search Your Name In Voter List এবং (খ) Electoral Roll (Voter List)

অফিসিয়াল ওয়েবসাইটLink
ভোটার লিস্টে নিজের নাম চেকLink
ভোটার লিস্ট ডাউনলোডLink

আপনি যদি ভোটার লিস্টে আপনার নাম চেক করতে চান তবে Search Your Name In Voter List অপশনটিতে ক্লিক করবেন এবং আপনি যদি আপনার এলাকার ভোটার লিস্ট ডাউনলোড করতে চান তবে Electoral Roll (Voter List) অপশনে ক্লিক করবেন। আমরা যেহেতু ভোটার লিস্টে নিজের নাম রয়েছে কিনা তা চেক করবো তাই আমরা প্রথম অপশনে ক্লিক করবো। প্রথম অপশনে ক্লিক করার পর আপনার কাছে একটি নতুন পেজ আসবে সেখানে আপনার কাছে কিছু তথ্য চাওয়া হবে।

Voter List 2024

সবার প্রথমে আপনাকে আপনার রাজ্য সিলেক্ট করতে হবে। এরপর আপনার নাম এবং আপনার অভিভাবকের নাম সঠিক স্থানে লিখতে হবে। তারপর আপনার জন্ম তারিখ অথবা আপনার বয়স বসাবেন এরপর আপনার জেন্ডার বসাতে হবে এবং তারপর আপনার জেলার নাম এবং বিধানসভার নাম সিলেক্ট করতে হবে এবং সবশেষে ক্যাপচা পূরণ করে সার্চ বাটনে ক্লিক করলেই আপনার তথ্য চলে আসবে। আপনি এই তথ্যে আপনার ভোটার কার্ড নাম্বার দেখতে পাবেন।