ইউটিউবে সর্ট ভিডিও আপলোড করে কিভাবে ইনকাম করবেন? জেনে নিন পুরো পদ্ধতি।

আমরা ইউটিউব খুললেই এখন সবার প্রথমে আমাদের চোখের সামনে যা আসে তা হলো সর্ট ভিডিও। ফেসবুকও এই গন্ডির বাইরে নেই। সমস্ত ইউটিউব চ্যানেলের মধ্যে কিছু বিশেষ চ্যানেল এমন দেখা যায়, যারা নিজেরা ভিডিও তৈরি করে না। বড়ো কোনো ভিডিওর থেকে কিছুটা অংশ কেটে নিয়ে সেগুলো দিয়ে সর্ট ভিডিও তৈরি করে এবং তাদের এই সব ভিডিওর ভিউজ লাখ ছাড়িয়ে যায়। আজ আমরা এই পদ্ধতিটা শেখার চেষ্টা করবো।

সর্ট ভিডিও কি?

সর্ট ভিডিও হলো এক মিনিটের ভিডিও। আরো সহজ ভাবে বলতে গেলে, ছোটোগল্প যেমন অনেকটা ছোটো হয়েও বড়ো গল্পের মতো আমাদের আনন্দ দান করে। ঠিক সেভাবেই সর্ট ভিডিও আমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা এন্টারটেইনমেন্ট করে বড়ো ভিডিওর মতো। যেহেতু এই ভিডিও ১ মিনিটের কম সময়ের হয় তারজন্য সমস্ত মানুষ কাজের ফাঁকে এই ভিডিও দেখতে বেশি উৎসাহিত থাকে।

সর্ট ভিডিও কোথায় কোথায় পোস্ট করা যায়?

আপনি একটি সর্ট ভিডিও আপনার ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে পোস্ট করতে পারেন। যেহেতু এই তিনটি প্লাটফর্ম আলাদা, তাই তিনটি প্লাটফর্মে একই ভিডিও পোস্ট করাতে আপনার ওপর কোনোরকম কপি রাইট আসার সুযোগ থাকে না।

 YouTube shorts video

সর্ট ভিডিওতে AI এর ব্যবহার

আপনারা যদি চান তবে নিজস্ব সর্ট ভিডিও করতে পারেন, কিন্তু আপনারা যদি আরো সহজ কোনো রাস্তা চান তবে AI এর সাহায্য নিয়ে কোনো বড়ো ভিডিও থেকে সর্ট ভিডিও তৈরি করে নিতে পারেন তাও আবার মাত্র ১ মিটিটে। এতে আপনার সময় বাঁচার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় সরঞ্জামও কেনার প্রয়োজন হয় না।

সর্ট ভিডিওতে কপি রাইট আসেনা?

সর্ট ভিডিও প্রচন্ড ছোটো হয় এক মিনিটেরও কম সময়ের তাই নিয়ম অনুযায়ী কোনো প্লাটফর্ম সর্ট ভিডিওর ওপর কপি রাইট দেয় না। তবে যদি কোনো ক্রিয়েটার মনে করে যে তার কনটেন্ট ব্যবহার করার জন্য সে কোনোরকম স্টেপ নেবে তবে সে সেটা করতে পারে। তবে যতোদূর দেখা গেছে এমনটা কেউ করে না। কারণ সর্ট ভিডিওতে ভিউজ অনেক আসে যার ফলে আসল কনটেন্ট মালিকের ফেস ভ্যালু বাড়তে থাকে যার ফলে সে কোনোরকম স্টেপ গ্রহন করে না।

আরও পড়ুন:- আমার বিল আমার অধিকার প্রকল্প কি? আপনি কিভাবে এই প্রকল্পে অংশগ্রহন করতে পারবেন?

AI এর মাধ্যমে কিভাবে সর্ট ভিডিও তৈরি করা যায়?

এটি করার জন্য সবার প্রথমে আপনাকে যেতে হবে Vizard ওয়েবসাইটে। ওয়েবসাইটে ঢুকে আপনাকে সবার প্রথমে জিমেইল দিয়ে লগ ইন করে নিতে হবে। তারপর একটি লং ভিডিও লিঙ্ক সার্চ বক্সে দিয়ে সার্চ করতে হবে। এরপর AI সেই ভিডিওর থেকে গুরুত্বপূর্ণ তিনটি বা চারটি ক্লিপ আপনার জন্য ক্যাপশন সহ বের করে দেবে। আপনাকে সবশেষে এক্সপোর্ট করে নিতে হবে।

সর্ট ভিডিও থেকে ইনকাম

সর্ট ভিডিও থেকে অনেক রকম ভাবে ইনকাম করা সম্ভব। সবার প্রথমে মনিটাইজ তারপর স্পনসার এবং এই ভিডিও পোস্ট করার মাধ্যমে আপনি আপনার চ্যানেল খুব সহজে গ্রো করাতে পারবেন। বড়ো ভিডিও খুব সহজে সবার কাছে পৌঁছায় না, কিন্তু সর্ট ভিডিও সবার কাছে খুব দ্রুত পৌঁছে যায়। আপনি আপনার লং ভিডিওকে সর্ট ভিডিওতে কনভার্ট করে আপনার চ্যালেন গ্রো করতে পারেন।

Leave a Comment