বর্তমান সময়ে দাঁড়িয়ে ডিজিটালাইজেশনের উন্নতির সাথে সাথে ভারতের বিভিন্ন ক্ষেত্রের ছোট ব্যবসায়ীদের ব্যবসারও উন্নতি ঘটেছে। আর তাই সমগ্র দেশের যুবক-যুবতীদের ব্যবসা ক্ষেত্রে উৎসাহ প্রদানের জন্য এবং নাগরিকদের সুবিধার্থে কেন্দ্রীয় সরকারের তরফে এক নতুন ই-কমার্স ওয়েবসাইট কার্যকর করা হয়েছে, যার মাধ্যমে যুবক-যুবতীরা নিজেদের ব্যবসাকে সমগ্র দেশের নানা প্রান্তে ছড়িয়ে দেওয়ার সুযোগ পাবেন।
কেন্দ্রীয় সরকারের গৃহীত পদক্ষেপ – সমগ্র দেশে বসবাসকারী ছোট ব্যবসায়ীদের ব্যবসা ক্ষেত্রে আরও উৎসাহ প্রদানের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে Open Network for Digital Commerce বা ONDC নামক এক বিশেষ ই-কমার্স ওয়েবসাইট কার্যকর করা হয়েছে। প্রাথমিকভাবে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, এই বিশেষ ওয়েবসাইটটির মাধ্যমে সমগ্র দেশের ক্রেতা এবং বিক্রেতাকে একত্রিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনে ভারতের বিভিন্ন প্রান্তে বসবাসকারী ছোট ব্যবসায়ীরা তাদের ব্যবসাকে সমগ্র ভারতে পৌঁছে দেওয়ার সুযোগ পেয়ে যাবেন।
আরও পড়ুন – বিশ্বকর্মা যোজনার আওতায় কেন্দ্রীয় সরকার দিচ্ছে ১৫ হাজার টাকা। শুধু মাত্র মহিলারা আবেদন করতে পারবে।
কেন চালু করা হলো এই ওয়েবসাইট – বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, সমগ্র ভারতে প্রায় ৬ কোটিরও বেশি ছোট ব্যবসায়ী রয়েছেন। আর এই সমস্ত ব্যবসায়ীদের মধ্যে থেকে খুব কম মানুষই নিজস্ব ব্যবসা ই-কমার্স ওয়েবসাইট গুলির সঙ্গে যুক্ত করেছেন। মূলত Amazon এবং Flipkart এর মতো নামকরা ই-কমার্স ওয়েবসাইট গুলির সঙ্গে যুক্ত হওয়ার ক্ষেত্রে এই সমস্ত ব্যবসায়ীদের নানাবিধ শর্ত পূরণ করতে হয়, আর বহু এমন ব্যবসায়ী রয়েছে যারা এই সমস্ত শর্তগুলি পূরণ করতে পারেন না।
আর তাই ভারতীয় নাগরিকদের সুবিধার দিকটি মাথায় রেখে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ONDC নামক এই বিশেষ ই-কমার্স ওয়েবসাইটটি কার্যকর করার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, শুধুমাত্র রেজিস্ট্রেশনের করলেই ONDC -এর মাধ্যমে যেকোনো ছোট ব্যবসায়ী তার নিজস্ব ব্যবসাজাত দ্রব্যকে অনলাইনে বিক্রি করার অনুমতি পেয়ে যাবেন। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কার্যকরী এই বিশেষ ওয়েবসাইটে নিজের ব্যবসাজাত দ্রব্যকে বিক্রি করার ক্ষেত্রে ছোট ব্যবসায়ীদের বিশেষ কোনো শর্ত পূরণ করতে হবে না। ফলত তারা কোনোরকম সমস্যা ছাড়াই নিজের ব্যবসাকে বৃদ্ধি করার জন্য এক বিশেষ প্ল্যাটফর্ম পেয়ে যাবেন।

কোথায় কোথায় সুবিধা উপলব্ধ রয়েছে – কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জারি করা তথ্য অনুসারে জানা গিয়েছে যে, বর্তমানে ভোপাল, দিল্লি, কোয়েম্বাটোর, শিলং এবং বেঙ্গালুরু মত হাইটেক শহরগুলিতেই শুধুমাত্র ONDC -এর সুবিধা উপলব্ধ রয়েছে। তবে এই চলতি বছরের অর্থাৎ ২০২৪ সালের আগস্ট মাসের মধ্যেই সমগ্র দেশের ১০০ টি শহরের মধ্যে ONDC -এর সুবিধা উপলব্ধ করতে চলেছে কেন্দ্রীয় সরকার।
সুবিধা – এর মাধ্যমে গ্রাহকরা কি সুবিধা পাবেন? এই প্রশ্নের উত্তরে বলতে হয় যে, ফ্লিপকার্ট, অ্যামাজন কিংবা জ্যোমাটো, সুইগির মতো ওয়েবসাইট গুলিতে যেকোনো ধরনের পণ্য অর্ডার করা হলে তাতে জিএসটি থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের পরিষেবা কর যোগ করা হয় যার ফলে যেকোনো পণ্যের দাম তার আসল দামের তুলনায় যথেষ্ট বেড়ে যায়। কিন্তু ONDC -এর মাধ্যমে পণ্য বিক্রয় করার ক্ষেত্রে গ্রাহক এবং বিক্রেতা বিভিন্ন ক্ষেত্রে ছাড় পাবেন।