Tech News

৪ ঠা জুন বন্ধ হচ্ছে গুগল পে। আপনার গুগল পে অ্যাকাউন্টের কি হবে?

বর্তমান সময়ে দাঁড়িয়ে গুগল পে জনপ্রিয়তার শীর্ষে থাকলেও এবার বন্ধ হতে চলেছে গুগল পে। গুগলের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে গুগল পে অ্যাপটি। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো? আজকের এই প্রতিবেদনটি পড়লেই আপনারা গুগল পে কেন বন্ধ হতে চলেছে, কবে থেকে বন্ধ হতে চলেছে, কোথায় কোথায় গুগল পে বন্ধ হবে তা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

কবে বন্ধ হবে Google Pay: গুগলের পক্ষ থেকে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, আগামী ৪ ঠা জুন ২০২৪ তারিখ থেকে Google Pay অ্যাপটি বন্ধ হয়ে যেতে চলেছে। সুতরাং হাতে আর মাত্র কয়েকদিন তারপর থেকেই Google Pay -এর মাধ্যমে আর কোনরকম লেনদেন করা সম্ভব নয়।

আরও পড়ুন: সরকারি কর্মীদের পৌষমাস। এই দিন থেকে অ্যাকাউন্টে আসবে অতিরিক্ত ডিএর টাকা।

কোথায় কোথায় গুগল পে বন্ধ হবে: Google pay বন্ধ হওয়ার প্রসঙ্গে সমগ্র ভারতের সাধারণ জনগণের মধ্যে থেকে যে প্রশ্নটি উঠে এসেছে তা হল, কোথায় কোথায় গুগল পে অ্যাপটি বন্ধ হয়ে যাবে? আর এই প্রসঙ্গে গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী ৪ ঠা জুন ২০২৪ তারিখ থেকেই আমেরিকাতে গুগল পে বন্ধ হয়ে যেতে চলেছে। শুধু তাই নয়, গুগলের একটি ব্লগে উল্লেখ করা হয়েছে বিশ্বের ১৮০ টি দেশে গুগল পে বন্ধ করা হবে। ফলত এই সমস্ত দেশের নাগরিকরা ৪ ঠা জুনের পর থেকে গুগল পের মাধ্যমে কোনরূপ লেনদেন করতে পারবেন না।

কোন কোন দেশে Google Pay -এর পরিষেবা পাওয়া যাবে: আগামী দিনে শুধুমাত্র ভারত এবং সিঙ্গাপুরে গুগল পে অ্যাপটির পরিষেবা উপলব্ধ থাকবে। সুতরাং বিশ্বের অন্যান্য দেশগুলিতে Google Pay বন্ধ হলেও ভারতীয় নাগরিকদের ওপর তা কোনরূপ প্রভাব ফেলবে না। সুতরাং চিন্তার কোন কারণ নেই যে ৪ ঠা জুনের পরেও আপনি অনায়াসেই গুগল পের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

Google Pay will be closed permanently (বন্ধ হচ্ছে গুগল পে)

কেন এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে: যেসমস্ত দেশে গুগল পে -এর পরিষেবা বন্ধ হয়ে যাবে, সেই দেশগুলির নাগরিকরা গুগল পে -এর মাধ্যমে কোনরকম লেনদেন করতে পারবেন না। আর তাতেই গুগল পে -এর পরিবর্তে এই সমস্ত দেশগুলিতে Google Wallet লঞ্চ করা হবে, এমনটাই জানানো হয়েছে গুগলের তরফে। মূলত এই ১৮০ টি দেশের ব্যবহারকারীদের গুগল ওয়ালেটের ট্রান্সফার করার জন্যই গুগলের তরফে এই বিশেষ পদক্ষেপটি নেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, গুগল ওয়ালেটের ব্যবহার এবং জনপ্রিয়তা বৃদ্ধি করাই গুগলের এই পদক্ষেপ গ্রহণের মূল কারণ।

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Back to top button
Join Group Join Group