রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক কিভাবে করবেন? পদ্ধতি জেনে নিন।

আপনার রেশন কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তবে আপনি আজই রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করুন। রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার অনলাইনে এবং অফলাইনে দুইভাবে লিঙ্ক করা সম্ভব। নীচে দুটি পদ্ধতিই বিস্তারিত ভাবে আলোচনা করা হলো।

রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকার সুবিধা : রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা খুবই জরুরি। কারণ বর্তমান সময়ে রেশন সংক্রান্ত বিভিন্ন রকম আপডেট সরকার দ্বারা মোবাইলে মেসেজ এর মাধ্যমে পাঠানো হয়ে থাকে। যদি আপনার রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তবে আপনি সরকারের এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট পাবেন না। এছাড়াও আপনি যদি রেশন কার্ডে যেকোনো ধরনের আপডেট করাতে চান তবে সেটা ঘরে বসে মোবাইলের মাধ্যমে করিয়ে নিতে পারবেন। কিন্তু আপনার রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে আপনাকে সমস্ত রেশন কার্ডের কাজ অফলাইনে করাতে হবে।

রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক : রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক অনলাইন এবং অফলাইন দুই উপায়েই করা যায়।

(ক) অনলাইনে রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক : অনলাইনে এই কাজটি করতে হলে আপনাকে সর্বপ্রথম রাজ্য সরকারের খাদ্যদপ্তরের ওয়েবসাইটে চলে যেতে হবে। এরপর পেজটি স্ক্রল করে কিছুটা নীচে আসলে আপনি Special Services বলে একটি অপশন পাবেন। তার আন্ডারে আপনি বিভিন্ন অপশন দেখতে পাবেন। সেখান থেকে Link Ration Card with Mobile অপশনে ক্লিক করবেন।

এরপর আপনার সামনে একটি নতুন পেজ চলে আসবে সেখানে আপনাকে আপনার রেশন কার্ড নাম্বার টাইপ করতে বলা হবে। আপনি সঠিক ভাবে আপনার রেশন কার্ড নাম্বারটি টাইপ করুন এবং পাশে থাকা Search অপশনে ক্লিক করুন।

Link Ration Card with Mobile

এরপর আপনার সামনে আপনার রেশন কার্ড সংক্রান্ত সমস্ত তথ্য চলে আসবে। কিছুটা নীচে আপনি আরো দুটো অপশন দেখতে পাবেন Link Aadhar and mobile number এবং Update only mobile number। আপনি সেকেন্ড অপশনটি ক্লিক করবেন। এরপর আপনার সামনে আরো দুটো অপশন আসবে। Mobile already linked with Ration Card এবং Linked with Aadhaar Card। এখানেও আপনি সেকেন্ড অপশনটিতে ক্লিক করবেন। প্রথম অপশনটি তখনই সিলেক্ট করবেন যখন আপনার অলরেডি একটি মোবাইল নাম্বার রেশন কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে আপনি সেই নাম্বারটি পরিবর্তন করতে চাচ্ছেন।

এরপর আপনার আধার কার্ড নাম্বারের শেষ চারটি সংখ্যা দেখতে পাবেন এবং তার পাশে থাকা Send OTP তে ক্লিক করবেন। এরপর আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি OTP আসবে। সেই OTP টি আপনাকে নির্দিষ্ট স্থানে বসাতে হবে। এরপর আপনার সামনে আপনার আধার কার্ডের বিস্তারিত তথ্য চলে আসবে। এবং আপনি সমস্ত কিছু চেক করে ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করবেন।

আরও পড়ুন : হাসির আলো প্রকল্পে আবেদন করলে পাওয়া যাবে ৭৫ ইউনিট পর্যন্ত ফ্রী বিদ্যুত। আবেদন করবেন কিভাবে?

এরপর আপনার কাছে আপনার মোবাইল নাম্বার চাওয়া হবে। আপনি যে মোবাইল নাম্বারটি যুক্ত করতে চান সেটা টাইম করে Send OTP তে ক্লিক করুন। এবার সেই মোবাইল নাম্বারে একটি OTP পাঠানো হবে সেটা সঠিক ভাবে লিখে সাবমিট করলেই আপনার মোবাইল নাম্বার পরিবর্তনের আবেদন জমা হবে যাবে। তারপর ২৪ ঘন্টা থেকে ৭২ ঘন্টার মধ্যে আপনার মোবাল নাম্বার লিঙ্ক হয়ে যাবে।

খাদ্যদপ্তরের ওয়েবসাইটLink
Link Ration Card with MobileLink

(খ) অফলাইনে রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক : অফলাইনে যদি আপনি আপনার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করাতে চান সেক্ষেত্রে আপনাকে খাদ্য দপ্তরের অফিসে যোগাযোগ করতে হবে এবং সেখান থেকে নির্দিষ্ট ফর্ম পূরণ করে জমা দিলে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করে দেওয়া হবে।