আধার কার্ড লক ও আনলক করবেন কিভাবে? পুরো পদ্ধতি জেনে নিন।

আধার কার্ড সমস্ত ভারতবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ ডকোমেন্স। স্কুল-কলেজ থেকে শুরু করে অফিস আদালত সমস্ত জায়গায় যেকোনো অফিসিয়াল কাজ করবার জন্য এই ডকোমেন্টটির প্রয়োজন পড়ে। কিন্তু আপনি কি জানেন আপনার আধার কার্ডকে কাজে লাগিয়ে অসাধু ব্যাক্তিরা বিভিন্ন রকম খারাপ কাজ করতে পারে এবং তার দায়িত্ব আপনার ঘাড়ে আসতে পারে। এরজন্য আপনাকে আপনার আধার কার্ড লক করে রাখা উচিৎ। কিভাবে আধার কার্ড লক করবেন? লক না করলে কি কি সমস্যায় পড়তে পারেন সব নিয়েই আজকের প্রতিবেদন।

আধার কার্ড বায়োমেট্রিক লক-আনলকের সুবিধা:-

আপনারা যখন পাড়ার কোনো দোকান থেকে টাকা তুলতে যান বা নতুন সিম কিনতে যায় তখন খেয়াল করে দেখবেন সেখানে আপনার আঙ্গুলের ছাপ নেওয়া হয়ে থাকে। যার মাধ্যমে আধার কার্ডে থাকা ব্যাক্তির বিবরন আপনার সঙ্গে ম্যাচ করা হয় এবং সেটি ম্যাচ করলেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা অথবা নতুন সিম আপনাকে তুলে দেওয়া হয়। সাধারণ ভাবে আমাদের সকলের আধার কার্ডের বায়োমেট্রিক আনলক অবস্থায় থাকে এবং কোনো অসাধু ব্যাক্তির পাল্লায় পড়লে সে সেই সুযোগ কাজে লাগিয়ে আপনার ব্যাঙ্ক থেকে টাকা হাতিয়ে নিতে পারে অথবা আপনার নামে একাধিক সিম তুলে নিতে পাবে। কিন্তু আধার কার্ডের বায়োমেট্রিক লক করা থাকলে কোনো ব্যাক্তি অসাধু পদ্ধতিতে আপনার কোনো ক্ষতি করতে পারবে না।

আরও পড়ুন:- ডিপফেক ভিডিও কি? কিভাবে আপনি এর থেকে বাঁচবেন।

আধার কার্ডে বায়োমেট্রিক লক অন করবেন কিভাবে?

  • আধার কার্ডের বায়োমেট্রিক লক অন করবার জন্য আপনাকে সবার প্রথমে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এরপর Aadhaar Services এর আন্ডারে থাকা Lock/Unlock Biometric এ ক্লিক করতে হবে।
  • এরপর আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে যেখানে আপনি অনেক কটা অপশন দেখতে পাবেন, তার মধ্যে থেকে Lock / Unlock Aadhaar অপশনে ক্লিক করুন।
  • এরপর আরো একটা নতুন পেজ ওপেন হবে সেই পেজে আপনি আরো বিস্তারিত ভাবে জেনে নিতে পারবেন কিভাবে আপনি আধার লক কিংবা আনলক করবেন। (এখানে বলে রাখি আধার কার্ড লক বা আনলক করার জন্য ১৬ সংখ্যার VID আইডির প্রয়োজন পরে যেটি আপনি আধার কার্ডের হোমপেজ থেকে খুব সহজে জেনারেট করে নিতে পারবেন)। এরপর ডানদিকে নীচে থাকা Next বাটনে ক্লিক করুন।
  • এর পরের পেজে আপনাকে আপনার VID নাম্বার, আপনার পুরো নাম, পিন কোড এবং ক্যাপচা সঠিক ভাবে পূরণ করতে হবে।
  • এরপর আপনার মোবাইলে একটি OTP আসবে। মনে রাখবেন, আপনার আধার কার্ড লক বা আনলক করার জন্য আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা জরুরি। সঠিক জায়গায় OTP বসিয়ে দিয়ে লক বায়োমেট্রিক আধার কার্ড সিলেক্ট করে Submit অপশনে ক্লিক করলেই আপনার আধার কার্ড লক হয়ে যাবে।
How to lock and unlock Aadhaar Card

লক করা আধার কার্ড কিভাবে আনলক করবেন?

আনলক করার জন্য ওপরে থাকা সমস্ত পদ্ধতি ফলো করুন। শুধু শেষে গিয়ে OTP বসিয়ে লক আধার কার্ডের বদলে আনলক আধার কার্ডের অপশন সিলেক্ট করে Submit অপশনে ক্লিক করুন।

গুরুত্বপূর্ণ পেজলিঙ্ক
আধার ওয়েবসাইটলিঙ্ক
VID জেনারেট পেজলিঙ্ক
আধার লক/আনলক পেজলিঙ্ক

আধার কার্ড বায়োমেট্রিক লক আনলকের সুবিধা

  • যেকোনো অসাধু ব্যাক্তি আপনার আঙ্গুলের ছাপকে কাজে লাগিয়ে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ওঠাতে পারবে না।
  • আপনি না চাইলে আপনার বায়োমেট্রিককে কাজে লাগিয়ে কোনো সিম কেউ তুলতে পারবে না।
  • যেকোনো অ্যাপ্লিকেশনে, যেখানে রেজিষ্ট্রেশন করার জন্য আধার বায়োমেট্রিক এর প্রয়োজন হয় সেখানে আপনার বায়োমেট্রিক ব্যবহার করে অন্য কেউ অ্যাকাউন্ট খুলতে পারবে না।