ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটকে ডিজিট্যাল কাস্ট সার্টিফিকেট বানাবেন কিভাবে? জেনে নিন পদ্ধতি

আগেকার সময়ে যখন কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হতো তখন হাতে লেখা বা ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট দেওয়া হতো সকলকে। বর্তমান সময়ে এই হাতে লেখা বা ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট আর দেওয়া হয় না। তার পরিবর্তে ডিজিট্যাল কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়ে থাকে। আপনার কাছে যদি ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তবে আপনি ঘরে বসে নিজের মোবাইলের মাধ্যমে ডিজিট্যাল কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন নীচে স্টেপ বাই স্টেপ বলা হলো।

ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট টু ডিজিটাল কাস্ট সার্টিফিকেট :

(ক) সবার প্রথমে আপনাকে চলে যেতে হবে Caste Certificate এর অফিসিয়াল ওয়েবসাইটে।

(খ) ওয়েবসাইটের হোমপেজে আসলেই আপনার সামনে বিভিন্ন অপশন চলে আসবে আপনাকে Backlogs Certificate এর আওতায় থাকা Apply for Digitize Certificate For SC/ST/OBC অপশনে ক্লিক করতে হবে।

Apply for Digitize Certificate For SC/ST/OBC

(গ) এরপর আপনার সামনে একটি ফর্ম ওপেন হয়ে যাবে। যেই ফর্মটি আপনাকে ফিলাপ করতে হবে। এই ফর্মে চাওয়া বেশিরভাগ তথ্য আপনার কাছে থাকা পুরোনো কাস্ট সার্টিফিকেটে পেয়ে যাবেন।

(ঘ) সঠিক ভাবে ফর্মটি পূরণ করে আপনাকে আপনার ডকোমেন্স আপলোড করতে হবে। ডকোমেন্স হিসেবে আপনার পুরোনো সার্টিফিকেটটি এবং আপনার একটি ছবি আপলোড করতে হবে। মনে রাখবেন, আপনার সার্টিফিকেট ১০০ কেবি এবং আপনার ছবি ৫০ কেবির মধ্যে হওয়া জরুরি এবং এই দুটি ডকোমেন্সই jpg ফর্মেটে হতে হবে।

(ঙ) ডকোমেন্স আপলোডের পর সবার নীচে থাকা ক্যাপচা কোড পূরণ করে Submit অপশনে ক্লিক করলে আপনার আবেদনপত্র সাবমিট হয়ে যাবে।

আরও পড়ুন : ভারতের নির্বাচন কমিশন জারি করলো সবেতন ছুটির বিজ্ঞপ্তি। গোটা ভারতের প্রত্যেক কর্মী এই ছুটি পাবে।

স্ট্যাটাস চেক : অ্যাপ্লিকেশন সাবমিট করার পর আপনাকে একটি অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া হবে। যেটি দিয়ে আপনি আপনার আবেদপত্রের স্ট্যাটাস চেক করতে পারবেন। স্ট্যাটাস চেক করার জন্য ওয়েবসাইটের হোমপেজে গিয়ে Backlogs Certificate অপশনের আওতায় থাকা Check application status for Digitize Certificate অপশনে ক্লিক করতে হবে এবং তারপর আপনার কাছে থাকা Application No বসিয়ে সার্চ অপশনে ক্লিক করলেই আপনি আপনার আবেদনপত্রের স্ট্যাটাস দেখতে পারবেন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক :

Caste CertificateLink
Apply for Digitize Certificate For SC/ST/OBCLink
Check application status for Digitize CertificateLink