এবার পিএম কিষাণের টাকা পেতে খুলতে হবে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কিভাবে খুলবেন জেনে নিন।

ভারতের বিখ্যাত কিছু প্রকল্পের মধ্যে কেন্দ্র সরকারের পিএম কিষাণ যোজনা দুই অথবা তিন নাম্বারে আসে। লাখ লাখ কৃষক এই প্রকল্পের মাধ্যমে টাকা পেয়ে থাকেন। কিন্তু এমন বহু কৃষক রয়েছে যারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যার কারনে সময় মতো তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পান না। এই সমস্যা সমাধান করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে একটি নতুন আপডেট সামনে আনা হয়েছে। যেখানে বলা হয়েছে কিভাবে সমস্ত কৃষক IPPB অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে খুব সহজে তাদের পিএম কিষাণ যোজনা টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন কোনো রকম সমস্যা ছাড়াই। আজ আমরা এই প্রতিবেদনে আলোচনা করবো, আপনি কিভাবে IPPB অ্যাকাউন্ট ওপেন করবেন।

পিএম কিষাণ যোজনা কি?

পিএম কিষাণ যোজনা বা পিএম কিষান সম্মান নিধি হলো ভারতীয় কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প। এই প্রকল্পের আওতায় থাকা কৃষকেরা বছরে তিন বার ২০০০ টাকা করে মোট ৬০০০ টাকা পেয়ে থাকেন। ভারতের প্রায় ৪ কোটির বেশি কৃষক এই প্রকল্পের সুবিধা নিয়ে থাকেন। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন। অথবা আপনার যদি জমি থেকে থাকে তবে আপনিও এই প্রকল্পের সুবিধা নিতে পারেন।

IPPB বা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি?

IPPB বা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলো ভারতীয় ডাক বিভাগের আন্ডারে তৈরি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এটি একটি ০ ব্যালেন্সের অ্যাকাউন্ট তাই এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে নূন্যতম কোনো টাকা রাখার কোনো প্রয়োজন পরে না এবং এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশেষ কোনো চার্জ নেই। আপনি ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে খুব অল্প সময়ে আপনি IPPB বা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন এরজন্য আপনাকে পোস্ট অফিসে যাবারও প্রয়োজন পরবে না।

আরও পড়ুন:- e-Pramaan পোর্টাল কি? সাধারন মানুষ কিভাবে এটির সুবিধা ওঠাবেন?

পিএম কিষাণের টাকা আটকে যাচ্ছে কেন?

কেন্দ্রীয় সরকার মূলত তার সমস্ত প্রকল্পের টাকা সরাসরি গ্রাহকের আধার লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠায়। কিন্তু বহু গ্রাহক তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে রাখে না যার ফলে কেন্দ্র সরকার টাকা পাঠালেও সেই টাকা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত পৌঁছোতে পারে না। কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা পাবার জন্য আপনাকে আপনার ব্যাঙ্কের সঙ্গে DBT লিঙ্ক এবং NPCI লিঙ্ক করতে হয় কিন্তু বহু কৃষক এই সমস্ত জিনিসের সঙ্গে ততোটা অভ্যস্থ নয়, তাই তারা এই বিষয়গুলোতে অতোটা গুরুত্ব দেয় না। যার ফলস্বরূপ তাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢোকে না।

IPPBIndia Post Payments Bank
অফিসিয়াল ওয়েবসাইটলিঙ্ক
অফিসিয়াল অ্যাপলিঙ্ক

কেন্দ্রীয় সরকারের আপডেট কি?

কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে সমস্ত পিএম কিষাণ গ্রহকদের এবার থেকে প্রকল্পের টাকা পাবার জন্য IPPB বা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট খুলতে হবে এবং তাদের প্রকল্পের সঙ্গে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক করতে হবে। যাতে কোনোরকম বাধা বিপত্তি ছাড়াই কৃষকরা এই প্রকল্পের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন।

IPPB বা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন কিভাবে?

আপনি বিভিন্ন উপায়ে IPPB বা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন,

  • প্রথমত আপনি আপনার পোস্ট অফিসে গিয়ে খুব সহজে এই অ্যাকাউন্টের জন্য আবেদন করতে পারেন।
  • দ্বিতীয়ত, আপনি আপনার আশেপাশে থাকা সাইবার ক্যাফেতে গিয়ে তাদের সাহায্যে এই অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন।
  • তৃতীয়ত আপনি যদি ঘরে বসে এই অ্যাকাউন্ট খুলতে চান তবে প্লে স্টোরে থাকা IPPB Mobile Banking অ্যাপের মাধ্যমেও আপনি এই কাজ করতে পারেন। এরজন্য আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা প্রয়োজন।
India Post Payments Bank

IPPB অ্যাকাউন্ট প্রকল্পের সঙ্গে যুক্ত করবেন কিভাবে?

আপনি যখন অনলাইনে বা অফলাইনে অ্যাকাউন্ট খুলতে যাবেন সেসময় আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার আধার কার্ডের সঙ্গে অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে কিনা। যদি লিঙ্ক না করা থাকে তবে আপনি সরাসরি এই অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন এবং এরপর আপনার প্রকল্পের টাকা সরাসরি এই অ্যাকাউন্টে ঢুকবে। কিন্তু যদি আপনার প্রকল্পের টাকা অন্য অ্যাকাউন্টে ঢোকে কিন্তু আপনি চান আপনার টাকা এই অ্যাকাউন্টে ঢুকুক তবে সেই অপশনে এসে আপনার পূর্ববর্তী ব্যাঙ্ক সিলেক্ট করবেন এবং এই অ্যাপ আপনার প্রকল্পে লিঙ্ক থাকা অ্যাকাউন্ট বদলে এই অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে।

Leave a Comment