হোটেলের ব্যবসা কিভাবে শুরু করবেন? রইলো প্রথম থেকে শেষ অব্দি সমস্ত পদ্ধতি বিস্তারিত ভাবে।

আমরা যখন নতুন ব্যবসা খোলার কথা চিন্তা করি তখন একবার হলেও আমাদের মাথায় হোটেলের ব্যবসার আইডিয়া আসে। কারণ বর্তমান সময়ে হোটেল আমাদের পার্সোনাল নিড এ পরিনত হয়েছে। অফিস ট্যুর হোক বা ভ্রমণ ট্যুর যেকোনো ক্ষেত্রেই আমরা যখন একটি নতুন জায়গায় যাই তখন রাত কাটানোর জন্য আমাদের একটি হোটেলের প্রয়োজন পরে। আর এখানেই হয় হোটেল ব্যবসার সূত্রপাত। আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো আপনি কিভাবে হোটেলের ব্যবসা শুরু করবেন? আপনাকে কি কি জিনিস মাথায় রাখতে হবে।

হোটেল বিল্ডিং

হোটেলের ব্যবসা শুরু করার সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি প্রথমেই আমাদের ফেস করতে হয় সেটি হলো হোটেল বিল্ডিং। এক্ষেত্রে আপনার যদি নিজস্ব কোনো ৪-৫ টি রুমওয়ালা বাড়ি থাকে তবে আপনি সেটাকে হোটেলে রুপান্তরিত করতে পারবেন। আর যদি তা না থাকে তবে রোড সাইডে একটি বাড়ি ভাড়া নিতে পারেন এবং অবশ্যই সেই বাড়ির মালিকের সাথে ৫-১০ বছরের জন্য এগ্রিমেন্ট করে নিতে হবে যাতে মাঝে কোনোরকম অসুবিধা না হয়। আপনাকে শুধু এটুকু মাথায় রাখতে হবে কাস্টমারের যাতে কোনোরকমের কোনো অসুবিধা না হয়।

Hotel Business 2024

হোটেলের ব্যবসায় কি কি লাইসেন্সের প্রয়োজন পড়ে?

সমস্ত ব্যবসার মতন হোটেল খুলতেও আপনাকে একাধিক সরকারি লাইসেন্সের প্রয়োজন পড়বে, যার মধ্যে প্রথমেই রয়েছে নগর নিগম লাইসেন্স। এটি নগর নিগম ওয়েবসাইটের থেকে অনলাইনে আবেদন করা সম্ভব। এরপর আসে পুলিশ লাইসেন্স এটি এরজন্য জরুরি যাতে ভবিষ্যতে আপনার হোটেলে কোনোরকম সমস্যা না হয়। এরপর আপনি যদি হোটেলের সাথে রেস্টুরেন্টও চালাতে চান, তবে FSSAI লাইসেন্স, ফায়ার সেফটি লাইসেন্স, GST এবং অবশেষে MSME লাইসেন্স যা আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। এই লাইসেন্সের মাধ্যমে আপনি ভবিষ্যতে আপনার ব্যবসার জন্য লোন নিতে পারবেন।

কাস্টমার ফিডব্যাক

কোনো ব্যাক্তি যখন হোটেলে থাকার জন্য আসবে তখন তাকে হাসি মুখে স্বাগত জাগান। তাকে বুঝতে দিলে চলবে না যে, সে একটি ছোটো হেটেলে এসেছে। সার্ভিস যতো তাড়াতাড়ি হোক দেবার চেষ্টা করবেন এবং কাস্টমার চলে যাবার সময় তার থেকে ফিডব্যাক অবশ্যই নেবেন। কাস্টমারকে সবসময় এটা মনে করানোর চেষ্টা করাবেন এটা তারই হোটেল। এতে সে দ্বিতীয়বার আপনার হোটেলে আসবে। হোটেল শুরুর প্রথমেই যত কম মানুষ রাখবেন তত ভালো। এতে করে আপনার খরচ কম হবে। তবে মাথায় রাখবেন আপনারা যতজনই হন না কেন কাস্টমারের যেন সামান্য রকম কোনো সমস্যা না হয়।

আরও পড়ুন:- শুরু করুন এগ্রি ট্যুরিজম এর ব্যবসা। অল্প ইনভেস্টে মাস শেষে কামান ভালো পরিমাণ টাকা।

হোটেলের মার্কেটিং

যেকোনো নতুন ব্যবসা শুরু করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটি মার্কেটিং। যার মাধ্যমে লোকের কাছে আপনার ব্যবসা ছড়িয়ে যায়। আপনার হোটেলকে প্রোমোট করার জন্য গুগল ম্যাপ ও গুগল স্টোর এ রেজিষ্ট্রেশন করুন এবং তারই সাথে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজে ক্যাম্পিং চালান এবং অবশেষে মেক মাই ট্রিপ এর মতো সংস্থার সঙ্গে আপনার হোটেল রেজিস্টার করান। এতে সমস্ত অনলাইন প্লাটফর্ম এ আপনার হোটেল শো করবে এবং যেকোনো কাস্টমারের জন্য আপনার হোটেল খুঁজে পাওয়া সহজ হবে।

হোটেলের ব্যবসায় ইনভেস্টমেন্ট

যদি আপনি নিজের বাড়িতে হোটেল শুরু করতে চান তবে সমস্ত কিছু দিয়ে আপনার ইনভেস্টমেন্ট হবে ৫ লাখ টাকার মতো। এখানে আপনি কিরকম সার্ভিস দিতে চাচ্ছেন সেটাও নির্ভর করবে। আপনি যতো ভালো সার্ভিস দিতে চান আপনার ইনভেস্টমেন্টও ততো বাড়বে। আর আপনি যদি রেন্টাল প্রপার্টিতে হোটেল খুলতে চান তবে তার ইনভেস্টমেন্ট রেন্টাল অ্যামাউন্ট এর ওপর নির্ভর করবে।

How to start Hotel Business

হোটেল ব্যবসায় লাভ

আপনি যদি প্রথম অবস্থায় ৫টি রুম দিয়ে হোটেল শুরু করেন এবং প্রত্যেক রুমের ভাড়া যদি ৮০০ টাকা থেকে ১০০০ টাকা রাখেন এবং দিনে যদি ৫ জন করে কাস্টমার পান তবে আপনার প্রতিদিনের আয় হবে সবোর্চ্চ ৫ হাজার টাকা। আর মাসে দেড় লাখ টাকা এখান থেকে আপনার মেইনটেইন খরচা বাদ দিলে ১ লাখ টাকার আশেপাশে আপনার হাতে থাকবে।

বর্তমান সময়ে সকলে ভালো চাকরির পেছনে দৌড়চ্ছে সেখানে দাঁড়িয়ে আপনি যদি হোটেলের মতো ব্যবসা শুরু করেন তবে আপনার সাকসেস রেট অনেকটাই বেশি হবে। তবে আর দেরি কিসের আজই প্রস্তুতি নিন নতুন ব্যবসার।

Leave a Comment