অনলাইনে রিসেল বিজনেস করে ইনকাম করুন ভালো পরিমাণ টাকা। কিভাবে এই ব্যবসা শুরু করবেন জেনে নিন।

রিসেল কথার সাধারণ অর্থ একটি জিনিস কিনে সেটা আবার সেল করা। এই ছোট্ট ব্যাপারটিকে কাজে লাগিয়ে আজকের দিনে প্রচুর মানুষ মাসশেষে লাখ-লাখ টাকা ইনকাম করছে। কিন্তু আপনি যদি এই ব্যবসাটি শুরু করতে চান তবে কিভাবে করবে? এবং এই ব্যবসায় লাভ কিরকম? সমস্ত নীচে আলোচনা করা হলো।

রিসেল বিজনেস কি?

ধরুন, আপনি একটি জুতো আপনার শহরের কোনো মার্কেট থেকে ১০০০ টাকায় কিনলেন। কেনার পর আপনি লক্ষ্য করলেন অনলাইনে সেই একই জুতো ৮০০ টাকায় পাওয়া যাচ্ছে। আপনি আরেকটু ঘাটাঘাটির পর দেখলেন আরো একটি ই-কমার্স প্লাটফর্মে সেই একই জুতো ৬০০ টাকায় পাওয়া যাচ্ছে। অর্থাৎ একই জুতো বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে পাওয়া যাচ্ছে। আপনাকে সবচেয়ে কম দামে যে জুতোটা বিক্রি করছে তার কাছ থেকে কিনে সবচেয়ে বেশি দামে যেখানে বিক্রি হচ্ছে সেখানে ২০% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতে হবে। এটাই রিসেল বিজনেস।

আপনি কিভাবে রিসেল বিজনেস শুরু করবেন?

সবার প্রথমে আপনাকে কোনো বেস্ট সেলিং প্রোডাক্ট খুঁজে বের করতে হবে যার ডিমান্ড প্রচুর রয়েছে। এরপর আপনাকে সেই প্রোডাক্টের দাম বিভিন্ন প্লাটফর্মে যাচাই করতে হবে এতে করে আপনি সেটার মার্কেট প্রাইজ সম্বন্ধে একটি আন্দাজ পেয়ে যাবেন। এরপর আপনাকে সেই প্রোডাক্টটি সবচেয়ে কম দামে কে দিচ্ছে সেটা খুঁজে বের করতে হবে, সেটা কোনো হোলসেল মার্কেট হতে পারে বা কোনো অনলাইন ই-কমার্স সাইট হতে পারে বা প্রস্তুতকরণ সংস্থা হতে পারে।

আরও পড়ুন:- একাদশ ও দ্বাদশ শ্রেণীর সেমিস্টার সিস্টেম নিয়ে উঠে এলো কিছু গুরুত্বপূর্ণ আপডেট। এখনই জেনে নিন।

এরপর তাদের কাছ থেকে কতোটা কম দামে প্রোডাক্টটি সংগ্রহ করা যায় সেটা আলোচনার মাধ্যমে ঠিক করুন এবং সেই প্রোডাক্টটি সংগ্রহ করুন। এতে করে আপনাকে নিজের হাতে প্রোডাক্টটি তৈরি করতে হলো না, আপনি কম দামে জিনিসটি কিনে সেটিকে বেশি দামে বিক্রি করার জন্য প্রস্তুত করতে পারছেন।

অনলাইনে কোথায় বিক্রি করবেন?

বর্তমান সময়ে অনলাইন ই-কমার্সের জগতে ভারতে বিখ্যাত তিনটি কোম্পানি করছে, যথা:- অ্যামাজন, ফিল্পকার্ট এবং মিশো। আপনি যে প্রোডাক্টটি বিক্রি করবেন বলে ঠিক করেছেন সেটিকে ই-কমার্স সাইটে লিস্ট করবার আগে সেটার দাম বিবেচনা করুন এবং এমন একটা দাম ঠিক করুন যে দামে সাধারণ লোক প্রোডাক্টটি কিনবে। অবশ্যই এই দাম অন্যান্য সেলারদের থেকে ২০% কম হলে ভালো।

Resell Business in India

মার্কেটিং কিভাবে করবেন?

মার্কেটিংএর জন্য আপনি গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, ইন্সটাগ্রাম অ্যাড ব্যবহার করতে পারেন। এছাড়াও অনলাইন ই-কমার্স সাইটগুলো নিজের সাইটে লিস্ট করা প্রোডাক্টের ওপরেও অ্যাড রান করার সুবিধা দেয়।

অর্থাৎ ধীরে সুস্থে যদি আপনি এই ব্যবসা শুরু করতে পারেন তবে আপনার ভালো ইনকামের সুযোগ রয়েছে। আপনি মাস শেষে কতো টাকা ইনকাম করবেন সেটা নির্ভর করবে আপনার সেলের ওপর। সেল যত বাড়বে আপনার ইনকামও তত বাড়বে। আরেকটি যে বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো, প্রোডাক্ট কোয়ালিটি। প্রোডাক্টের কোয়ালিটি এক নাম্বার হওয়া উচিৎ, কারণ কাস্টমার যদি প্রোডাক্টটি নিয়ে সার্টিফাইড না হয় তবে সে সেটিকে রিটার্ন করে দেবে এবং এর ফলে আপনার ব্যবসায় ক্ষতি হবে।

Leave a Comment