ওয়েটিং লিস্ট ট্রেনের টিকিট কনফার্ম হবে কিনা বুঝবেন কিভাবে, জেনে নিন এখনই।

ট্রেনের টিকিট বুক করার সময় বহুক্ষেত্রেই দেখা যায় টিকিট ওয়েটিং লিস্টে চলে যায়, যার জেরে প্রয়োজনের সময় সাধারণ নাগরিকদের যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ওয়েটিং লিস্টে টিকিট থাকার সময়ে যাত্রীরা নির্ধারিত সময় তাদের গন্তব্যে পৌঁছোতে পারেন না, আপনিও যদি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তবে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। আজকের এই প্রতিবেদনে আমরা টিকিট বুকিং সংক্রান্ত এই সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি। আজ্ঞে হ্যাঁ, আজকের এই প্রতিবেদনটি পড়লেই ওয়েটিং লিস্টে থাকা টিকিটের মাধ্যমে কিভাবে যাত্রা করা সম্ভব, ওয়েটিং লিস্টে থাকা টিকিট কনফার্ম হবে কিনা তা সংক্রান্ত সমস্ত প্রকার তথ্য আপনারা জেনে নিতে পারবেন।

ওয়েটিং লিস্টে থাকা টিকিটের মাধ্যমে যাত্রা করবেন কিভাবে: ট্রেনের মাধ্যমে যাত্রার ক্ষেত্রে টিকিট মূলত অনলাইন অর্থাৎ IRCTC অ্যাপ এবং অফলাইনের মাধ্যমে অর্থাৎ রেলওয়ে স্টেশন থেকে বুক করা হয়ে থাকে। তবে আপনি যদি অনলাইনের মাধ্যমে অর্থাৎ রেলওয়ের IRCTC অ্যাপের মাধ্যমে টিকিট বুক করেন তবে আপনি ওয়েটিং লিস্টে থাকা টিকিটের মাধ্যমে যাত্রা করতে পারবেন না। কিন্তু আপনি যদি রেলওয়ে স্টেশন থেকে টিকিট বুক করেন এবং ওই টিকিটটি ওয়েটিং লিস্টে চলে যায় তা সত্ত্বেও আপনি ওই টিকিটের মাধ্যমে যাত্রা করার সুযোগ পাবেন। তাই যেকোনো প্রয়োজনে ট্রেনে যাত্রার ক্ষেত্রে সবসময়েই রেলওয়ে স্টেশন থেকে টিকিট বুক করার চেষ্টা করুন, এক্ষেত্রে টিকিট ওয়েটিং লিস্টে থাকলেও আপনি আপৎকালীন সময়ে যাত্রা করার সুযোগ পাবেন।

আরও পড়ুন: পিএম কিষাণের ১৭ তম কিস্তির টাকা দেওয়া শুরু হলো, আপনি কবে পাবেন জেনে নিন।

ওয়েটিং লিস্টে থাকা টিকিট কনফার্ম হবে কিনা বুঝবেন কি করে: ওয়েটিং লিস্টে থাকা টিকিট কনফার্ম হবে কিনা তা জানার আগে বুঝতে হবে রেলওয়ে কিভাবে ওয়েটিং লিস্টের টিকিট দেয়। যেকোনো ট্রেনের টিকিট অনলাইনে অ্যাভেলেবেল করার ক্ষেত্রে রেলওয়ে সবসময় ৫ টি কোটার টিকিট পৃথক রেখে বাকি ৭ টি কোটার টিকিটের সংখ্যা শো করে। এক্ষেত্রে মূল যে সাতটি কোটার টিকিট আপনি অ্যাপে দেখতে পাবেন তা হল- জেনারেল কোটা, লেডিস কোটা, তৎকাল কোটা, প্রিমিয়াম তৎকাল কোটা, সিনিয়র সিটিজেন কোটা, শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নির্ধারিত কোটা এবং ডিউটি পাস কোটা।

সুতরাং, আপনি যদি উপরোক্ত যেকোনো একটি কোটার টিকিট বুক করেন এবং আপনার টিকিট যদি ওয়েটিং লিস্টে থাকে তবে IRCTC অনলাইন অ্যাপ্লিকেশন -এর মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন আপনার টিকিট কনফার্ম হবে কিনা। এর জন্য আপনাকে IRCTC -এর অনলাইন অ্যাপ্লিকেশনে যেতে হবে এবং আপনি যে ট্রেনের যে কোটার টিকিট বুক করেছেন সেই ট্রেনের সমস্ত কটি কোটা নির্বাচন করে দেখতে হবে কটি সিট খালি রয়েছে। যদি ওয়েটিং লিস্টে থাকা টিকিটের সংখ্যার তুলনায় সিটের সংখ্যা বেশি হয় তবে আপনার ওয়েটিং লিস্টে থাকা টিকিট অবশ্যই কনফার্ম হবে। কিন্তু যদি তা না হয় তবে আপনার টিকিট কনফার্ম হবে এমনটা দৃঢ়ভাবে বলা সম্ভব নয়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now