সমগ্র রাজ্যব্যাপী লোকসভা নির্বাচনের আবহে রাজ্যের ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে পাওয়া যাবে তা নিয়ে বেশ খানিকটা অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল। শুধু তাই নয়, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশিত হবে তা নিয়েও ধোঁয়াশায় ছিলেন রাজ্যের শিক্ষকমহল থেকে শুরু করে অভিভাবক এবং শিক্ষার্থীরা। আর এবারে উচ্চমাধ্যমিক এবং মাধ্যমিকের রেজাল্ট সংক্রান্ত সমস্তরকম অনিশ্চয়তার মেঘ কাটিয়ে দিয়ে, উভয় পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে তার দিনক্ষণ ঘোষণা করলেন স্বয়ং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
কবে প্রকাশিত হবে মাধ্যমিকের রেজাল্ট: চলতি বছরে ২ রা ফেব্রুয়ারি তারিখে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল এবং তার শেষ হয়েছিল ১২ ই ফেব্রুয়ারি তারিখে। পর্ষদের নিয়ম অনুসারে পরীক্ষার তিন মাসের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশ আবশ্যক। হিসেব অনুসারে আগত ১২ ই মে তারিখে তিন মাসের সময়সীমা শেষ হবে, কিন্তু তিন মাস শেষ হবার পূর্বেই মাধ্যমিকের ফলপ্রকাশ হতে চলেছে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সমগ্র রাজ্যের ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের উদ্দেশ্যে জানিয়েছেন যে, আগত ২ রা মে তারিখে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।
মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট চেক করুন – Link
উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ কবে: এই চলতি বছরে অর্থাৎ ২০২৪ সালের ২৯ শে ফেব্রুয়ারি তারিখে উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল। আর মাধ্যমিকের মতোই উচ্চমাধ্যমিক পরীক্ষার শেষ হবার তিন মাসের মধ্যেই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করার নিয়ম রয়েছে। তবে এবারে মাধ্যমিকের ফল প্রকাশের প্রায় এক সপ্তাহের মাথায় উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে এমনটাই জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী রাজ্যবাসীর উদ্দেশ্যে জানিয়েছেন যে, আগত ৮ ই মে ২০২৪ তারিখে সমগ্র রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশিত হতে চলেছে।
উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট চেক করুন – Link
কবে মিলবে রেজাল্ট: ইতিপূর্বে বিভিন্ন সূত্রের তরফে দাবী করা হয়েছিল যে, লোকসভা নির্বাচন চলাকালীন মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করা হলেও ছাত্র-ছাত্রীরা হাতে মার্কশিট হাতে পাবেন না। কোন কোন ক্ষেত্রে এও দাবি করা হয়েছিল যে, রেজাল্ট প্রকাশের প্রায় ১৫ দিন পরে মিলবে মার্কশিট। কিন্তু এই সমস্ত দাবিকে উড়িয়ে দিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করেছেন যে, যেদিন পরীক্ষার ফলাফল ঘোষণা হবে সেই দিনই ছাত্র-ছাত্রীরা হাতে মার্কশিট পেয়ে যাবেন। এক্ষেত্রে তিনি ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে জানিয়েছেন যে, সংসদের ওয়েবসাইটের মাধ্যমে তারা রেজাল্ট দেখতে পারবেন।

আগামী বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের দিনক্ষণ: এদিন মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশের দিনক্ষণ ঘোষণার পাশাপাশি আগামী বছরে কবে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে তা সম্পর্কেও তথ্য প্রকাশ করা হয়েছে। শিক্ষামন্ত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি তারিখে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে এবং তা শেষ হবে ২৪ ফেব্রুয়ারি তারিখে। অন্যদিকে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৩ মার্চ এবং শেষ হবে ১৮ ই মার্চ তারিখে।