জুন মাসের রেশন নিয়ে নতুন আপডেট। গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন।

সমগ্র দেশের দরিদ্র অসহায় মানুষের খাদ্যের জোগান দেওয়ার খাতিরে কেন্দ্রীয় সরকারের তরফে বিনামূল্যে রেশন কার্যকর করা হয়েছে। যার জেরে প্রত্যেক মাসে পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতের বিভিন্ন রাজ্যের সাধারণ জনগণ রেশন দোকান থেকে চাল, ডাল সহ একাধিক দ্রব্যসামগ্রী সম্পুর্ণ বিনামূল্য পেয়ে থাকেন। আর ইতিমধ্যেই এই চলতি মাসে অর্থাৎ জুন মাসে রেশন থেকে কি কি সামগ্রী পাওয়া যাবে তা নিয়ে উঠে এল নতুন আপডেট। আজকের এই প্রতিবেদনটি পড়লেই আপনারা জুন মাসে রেশন থেকে কোন কোন দ্রব্য সামগ্রী পাবেন তা সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।

AAY কার্ডের জন্য নির্ধারিত দ্রব্যসামগ্রী: অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ড -এর আওতাধীন প্রতিটি পরিবার এই চলতি মাসে ২১ কেজি করে চাল এবং ১৪ কেজি করে গম অথবা ১৩.৩ কেজি আটা পাবেন। এক্ষেত্রে চাল ও গমের পাশাপাশি AAY কার্ডের আওতাধীন পরিবারগুলি চিনিও পাবেন, তবে ন্যূনতম মূল্যের বিনিময়ে তাদের চিনি কিনে নিতে হবে।

PHH কার্ডের জন্য নির্ধারিত দ্রব্যসামগ্রী: যেসমস্ত নাগরিকদের PHH রেশন কার্ড রয়েছে তারা এই জুন মাসে মাথাপিছু ৩ কেজি করে চাল পাবেন। এর পাশাপাশি ২ কেজি করে গম অথবা ১.৯ কেজি করে আটা পাবেন।

আরও পড়ুন:

ভারত সরকার জারি করলো ডিজিটাল আধার কার্ড। ডাউনলোড করুন এই সহজ পদ্ধতিতে।

SPHH কার্ডের জন্য নির্ধারিত দ্রব্যসামগ্রী: পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফে প্রকাশিত তালিকা অনুযায়ী, PHH কার্ডধারী নাগরিকরা এই জুন মাসে মাথাপিছু ৩ কেজি করে চাল পাবেন। এর পাশাপাশি মাথাপিছু ২ কেজি করে গম অথবা ১.৯ কেজি করে আটা পাবেন।

RKSY I কার্ডের জন্য নির্ধারিত দ্রব্যসামগ্রী: RKSY I কার্ডের আওতাধীন নাগরিকরা মাথাপিছু ৫ কেজি করে চাল পাবেন।

Important update about ration (রেশন নিয়ে নতুন আপডেট)

RKSY II কার্ডের জন্য নির্ধারিত দ্রব্যসামগ্রী: পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের তালিকা অনুযায়ী, RKSY II কার্ডের আওতাভুক্ত নাগরিকরা এই চলতি মাসে মাথাপিছু ২ কেজি করে চাল পাবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now