আবেদন করুন জগদীশ বোস ন্যাশনাল স্কলারশিপে এবং পেয়ে যান ল্যাপটপ সহ পড়াশোনার সমস্ত খরচ।

রাজ্যের ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান শিক্ষায় উৎসাহী করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে জগদীশ বোস ন্যাশনাল সাইন্স ট্যালেন্ট সার্চ বা JBNSTS স্কলারশিপ কার্যকর করা হয়েছে। এই স্কলারশিপের আওতায় ছাত্র-ছাত্রীদের বার্ষিক অনুদান প্রদানের পাশাপাশি ল্যাপটপও প্রদান করা হয়ে থাকে। ইতিমধ্যেই এই স্কলারশিপের আওতায় আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই প্রতিবেদনে আমরা JBNSTS স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে আবশ্যক যোগ্যতা, আবেদনের প্রক্রিয়া, আবেদনের ক্ষেত্রে আবশ্যক নথি সহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করতে চলেছি।

আবশ্যক যোগ্যতা: এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া, পরীক্ষা পদ্ধতি এবং অনুদান প্রদানের বিষয়টিকে আরো সহজ করে তোলার জন্য স্কলারশিপের মূলত ২ টি ভাগে ভাগ করা হয়েছে, আর তা হলো –
১. সিনিয়র ট্যালেন্ট সার্চ এবং সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি
২. জুনিয়র ট্যালেন্ট সার্চ এবং জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি।

১. সিনিয়র ট্যালেন্ট সার্চ এবং সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি: যে সমস্ত শিক্ষার্থীরা ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সাইন্স অনার্স অথবা BS-MS কিংবা ইঞ্জিনিয়ারিং অথবা মেডিসিনের অধীনে পড়াশোনা করছেন তারা এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন। আবেদনকারী শিক্ষার্থীকে পশ্চিমবঙ্গ থেকে পড়াশোনা করতে হবে। এক্ষেত্রে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা বিএসসি পাস কোর্স, ডিপ্লোমা কোর্স এবং বিএসসি নার্সিং নিয়ে পড়াশোনা করছেন তারা আবেদন জানাতে পারবেন না।

আরও পড়ুন: ছাত্র-ছাত্রীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। এবার থেকে জেনারেল ছাত্র-ছাত্রীরাও যোগ্যশ্রী প্রকল্পের সুবিধা পাবেন।

২. জুনিয়র ট্যালেন্ট সার্চ এবং জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি: যে সমস্ত শিক্ষার্থীরা চলতি বছরে নূন্যতম ৭৫ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিকের উত্তীর্ণ হয়ে বর্তমানে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছেন তারা এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন। যে সমস্ত ছাত্র-ছাত্রীরা ২০২৪ সালের পূর্বে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন তারা উপরোক্ত দুটি স্কলারশিপে আবেদন জানাতে পারবেন না।

অনুদানের পরিমাণ: সিনিয়র ট্যালেন্ট সার্চ এবং সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তির আওতাধীন ছাত্র-ছাত্রীদের প্রতিমাসে ৪,০০০ টাকার অনুদান প্রদান করা হয়ে থাকে। এর পাশাপাশি বই কেনার জন্য এই স্কলারশিপের আওতাধীন ছাত্র-ছাত্রীদের প্রত্যেক বছরে ৫০০০ টাকার অনুদান দেওয়া হয়। এক্ষেত্রে আরও জানিয়ে রাখি যে, সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট -এর প্রথম ১০ জন ছাত্র এবং সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তির প্রথম ১০ জন ছাত্রীকে পুরস্কার হিসেবে ল্যাপটপ দেওয়া হয়ে থাকে। অন্যদিকে জুনিয়র ট্যালেন্ট সার্চ এবং জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তির আওতাধীন ছাত্র-ছাত্রীদের প্রতি মাসে ১২৫০ টাকার অনুদান প্রদান করা হয়ে থাকে এবং বই কেনার জন্য বার্ষিক ২৫০০ টাকার অনুদান প্রদান করা হয়ে থাকে।

আবেদনের প্রক্রিয়া: JBNSTS -এর আওতায় আবেদনের ক্ষেত্রে আপনাকে প্রথমেই JBNSTS -এর অফিসিয়াল ওয়েবসাইট https://jbnsts.ac.in/ -এ যেতে হবে। পরবর্তীতে হোম পেইজে থাকা অপশনগুলির মধ্যে থেকো Senior Talent Search Test & Senior Bigyani Kanya Medha Britti 2024 অথবা Junior Talent Search Test & Junior Bigyani Kanya Medha Britti 2024 অপশনে ক্লিক করতে হবে। পরবর্তীতে আপনার সামনে যে পেজটির আসবে তাতে স্কলারশিপ সম্পর্কিত সমস্ত প্রকার তথ্য উল্লেখ করা থাকবে।

সমস্ত তথ্য পড়ে নিয়ে নিচে থাকা Apply Online for Senior Talent Search Test / Senior Bigyani Kanya Medha Britti 2024 অথবা Apply Online Junior Talent Search Test & Junior Bigyani Kanya Medha Britti 2024 অপশনে ক্লিক করতে হবে। উপরোক্ত অপশনে ক্লিক করলে আপনার সামনে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্মটি চলে আসবে। এরপর ফর্মে উল্লেখিত সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে আবশ্যক নথিগুলি সঠিকভাবে আপলোড করে আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

আবেদনের ক্ষেত্রে অবশ্যক নথি:
১. শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
২. শিক্ষার্থীর স্বাক্ষর।

JBNSTS Scholarship 2024 (জগদীশ বোস ন্যাশনাল স্কলারশিপ)

আবেদনের ক্ষেত্রে আবশ্যক ফি: সিনিয়র ট্যালেন্ট সার্চ এবং সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তির আওতায় আবেদনের ক্ষেত্রে ২০০ টাকা আবেদন ফি জমা করতে হবে। অন্যদিকে জুনিয়র ট্যালেন্ট সার্চ এবং জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তির আওতায় আবেদনের ক্ষেত্রে ১০০ টাকা আবেদন ফি জমা করতে হবে।

নির্বাচনের প্রক্রিয়া: এই স্কলারশিপের জন্য আবেদনকারী ছাত্র-ছাত্রীদের ট্যালেন্ট সার্চ টেস্টে অংশগ্রহণ করতে হয় এবং সেই টেস্টের রেজাল্টের ভিত্তিতেই ছাত্র-ছাত্রীদের স্কলারশিপের অনুদান প্রদান করা হয়ে থাকে।

আবেদনের সময়সীমা: এই স্কলারশিপের আওতায় আবেদনের প্রক্রিয়া ১ লা জুন ২০২৪ তারিখে শুরু হয়েছে এবং ৩১ শে জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া বহাল থাকবে।

Official Website: Link