কম খরচে বাড়িতেই বানিয়ে নিন কুলার। প্রতিবেশিরা দেখে হা করে থাকবে।

Follow Google News

নববর্ষ শুরু হতে না হতেই গরমে বাঙালির প্রাণ ওষ্ঠাগত। আর এই গরমের কারণে এসি কিংবা কুলারের দাম যথেষ্ট বেশি, ফলত গরম থেকে রেহাই পেতে এসি কিংবা কুলারের ঠান্ডা হাওয়া সাধারণ মধ্যবিত্তের নাগালের বাইরে। আবার অনেক বাড়িতে এসি থাকলেও ইলেকট্রিক বিলের ধাক্কায় এসির ঠান্ডা হাওয়া রীতিমতো বিলাসিতার সমান হয়ে দাঁড়িয়েছে। আর তাই আজকের এই প্রতিবেদনে আমরা গরম থেকে বাঁচার উপায় নিয়ে হাজির হয়েছি। আজ্ঞে হ্যাঁ, আজকের এই প্রতিবেদনে আমরা এমন এক বিশেষ উপায় নিয়ে আলোচনা করতে চলেছি যার মাধ্যমে আপনি বাড়িতে বসে নিজেই কুলার বানিয়ে নিতে পারবেন।

হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন
টেলিগ্রাম গ্রুপ জয়েন

বাড়িতে কুলার বানানোর জন্য কি প্রয়োজন: কুলার বানানোর জন্য আপনার বেশ খানিকটা ইলেকট্রিক্যাল স্কিল থাকা প্রয়োজন। এছাড়াও ঘরে বসে কুলার বানানোর জন্য আপনার আর যে যে উপকরণগুলি প্রয়োজন হতে চলেছে তা হলো, একটা ফ্যান, কিছুটা বরফ, একটা কন্টেনার (আইস বক্স হলে সবথেকে ভাল) এবং একটি আউটলেট পাইপ।

আরও পড়ুন: ৪৫২ টি শূন্যপদে RPF সাব ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগ। বেতন ৩৫ হাজার ৪০০ টাকা।

প্রক্রিয়া: কুলারটিকে তৈরি করার জন্য প্রথমেই কনটেইনার কিংবা আইস বক্সটির উপরে দুটো ফুটো করে নিন। এক্ষেত্রে এই পাইপ এবং ফ্যানের মাপ অনুসারে কন্টেইনারের উপরের ফুটো দুটি তৈরি করাই বাঞ্ছনীয়। মূলত ওই দুটো ফুটোর একটিতে পাইপ এবং অন্যটিতে ফ্যান লাগাতে হবে। এক্ষেত্রে কন্টেইনার বা আইস বক্সের পিছনের ছিদ্রটিতে ফ্যান ফিট করুন এবং সামনের ছিদ্রটিতে পাইপ ফিট করুন।

এরপর ওই আইস বক্স বা কনটেইনারটিতে একটি বড় আকারের বরফের টুকরো রাখতে হবে এবং আইস বক্স থেকে বন্ধ করে ফ্যানটিকে চালাতে হবে। এবার আপনি ফ্যানটি চালালেই ঠান্ডা বাতাসে শরীর ও মন জুড়িয়ে যাবে। যদিও আপনার ফ্যানের হাওয়া কত ঠান্ডা হবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে আপনি কত বড় বরফের টুকরো বাক্সটির ভেতরে রাখছেন তার উপরে। এক্ষেত্রে আপনি যদি যথেষ্ট বড় বরফের টুকরো রেখে থাকেন তবে কুলারের মতোই ঠান্ডা হাওয়া পাওয়া সম্ভব।

Low cost cooler

কত টাকা খরচ হবে: বাড়িতে বসে এই কুলারটিকে বানানোর জন্য আপনার ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে। বর্তমান সময়ে দাঁড়িয়ে যেখানে একটি ভালো কুলরের দাম অন্ততপক্ষে 10 থেকে 15 হাজার টাকা, অন্যদিকে যেকোনো ভালো মানের এসির দাম ৩০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকায় দাঁড়িয়েছে, সেখানে মাত্র ৫০০ থেকে ১০০০ টাকার বিনিময়ে এই কুলার আপনি নিজেই তৈরি করে নিতে পারেন। তাতে এই গরমে একদিকে যেমন ঠান্ডা বাতাস পাওয়া যাবে, অন্যদিকে ঠিক তেমনভাবেই আপনার পকেটেও টান পড়বে না।

string(117) ""