Indian Railways Senior Seat: সিনিয়র সিটিজেনদের টিকিটের নিয়মে বদল রেলের, এবার মিলবে আরো বেশি সুবিধা

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন দেশে প্রায় দু’কোটি মানুষ রেল পরিষেবার উপর ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। রেল পরিষেবার এমন ব্যাপক চাহিদার কথা মাথায় রেখেই ভারতীয় রেলকে (Indian Railways) বলা হয় গণপরিবহনের লাইফ লাইন। গণ পরিবহনের এই লাইফ লাইন ব্যবস্থায় আগে প্রবীণ নাগরিক অর্থাৎ সিনিয়র সিটিজেনদের জন্য টিকিটের দামে ছাড় থেকে শুরু করে নানান সুযোগ সুবিধা দেওয়া হতো। ইদানিংকালে বেশ কিছু সুযোগ সুবিধা কমিয়ে দেওয়া হয়েছে।

রেলের তরফ থেকে প্রবীণ নাগরিকদের জন্য এবার বয়স্ক মানুষদের জন্য নতুন একটি নিয়ম লাগু করল। কেননা সাধারণদের মতো প্রবীণ নাগরিকদেরও ট্রেনে সফর করতে হয়। কিন্তু সাধারণদের মতো তারা তো আর ট্রেনের সব বার্থে থেকে সমানভাবে সফর করতে পারেন না। বয়স বেড়ে যাওয়ার কারণে প্রবীণ নাগরিকদের অধিকাংশরাই ট্রেনের মিডিল বার্থ ও আপার বার্থে সফর করতে সক্ষম নন। এই সব দিক বিচার বিবেচনা করে এবার রেল নতুন এক নিয়ম (Indian Railways Senior Seat) জারি করল।

WhatsApp Image 2024 06 29 at 10.10.12 PM

রেলের তরফ থেকে যা এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রবীণ নাগরিকদের সবসময় তাদের সুবিধা মত লোয়ার বার্থ দেওয়ার চেষ্টা করা হবে। লোয়ার বার্থ দেওয়া হলে আর বয়স্কদের ঝুঁকি নিয়ে মিডিল অথবা আপার বার্থে চড়তে হবে না। তবে যেহেতু ট্রেনের টিকিট বুকিং ব্যবস্থা অটোমেটেড সার্ভিস তাই সবসময়ই তাদের লোয়ার বার্থ দেওয়া সম্ভব হয় না। তবে রেল জানিয়েছে, লোয়ার বার্থ পাওয়ার জন্য টিকিট বুকিং করার সময় কিছু পদ্ধতি মেনে চলতে হবে।

জেনারেল কোথায় ট্রেনের টিকিট বুকিং করার ক্ষেত্রে লোয়ার বার্থের সিট ফাঁকা থাকলে তবেই তা দেওয়া হয় যাত্রীদের। এক্ষেত্রে রেলের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী যিনি আগে বুকিং করবেন তিনি আগে সুবিধা পাবেন। আর এই কারণেই বয়স্ক ব্যক্তিদের লোয়ার বার্থ প্রয়োজন হলে টিকিট বুকিং করার সময় জেনারেল কোটা না বেছে রিজার্ভেশন চয়েস অপশন বেছে নিতে হবে। রিজার্ভেশন অপশন চয়েস বেছে নিলে যাত্রীরা বয়স্কদের জন্য লোহার বার্থ পেয়ে যেতে পারেন যদি তা ফাঁকা থাকে।

Indian Railways Senior Seat.jpg

লোয়ার বার্থ পাওয়ার জন্য যাত্রীদের টিকিট বুকিং করার সময় নিজেদের গন্তব্য এবং ট্রেন বেছে নেওয়ার পর প্যাসেঞ্জার ডিটেলস দিতে হবে। মেসেঞ্জার ডিটেলস দিয়ে পরবর্তী পেজেই রিজার্ভেশন চয়েস অপশন পাওয়া যাবে। সেখানে ক্লিক করে আপনার কতগুলি লোয়ার বার্থ প্রয়োজন তা জানাতে হবে। এক্ষেত্রে অবশ্য সবচেয়ে বেশি দুটি লোয়ার বার্থ দেওয়া হয়। রেলের এই নতুন নিয়মের ফলে প্রবীণ নাগরিকরা ট্রেনে সফর করার সময় অনেক সহজেই পেয়ে যাবেন লোয়ার বার্থ

আরো ও পড়ুন :Indian Railways Good News: যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে কম সময়েই কাজ শেষ, তাও বাতিলের তালিকায় বহু লোকাল এবং দূরপাল্লার ট্রেন, রইল লিস্ট

Leave a Comment