TrendingBusiness

জিও ও এয়ারটেল মিলে এবার আনলো ৪৯ টাকার রিচার্জ প্ল্যান, জানুন কি কি সুবিধা থাকবে এই প্যাকেজে ?

ভারতীয় টেলিকম বাজারে দুটি নামিদামি সংস্থা। জিও ও এয়ারটেল নিজেদের মধ্যে সব সময় প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে সংস্থা অপর সংস্থাকে টেক্কা দেওয়ার জন্য প্রতিদিন তাদের নতুন নতুন পরিকল্পনাগুলিকে বাস্তবায়িত করছে। তারা ফোরজি থেকে ফাইভ-জি রিচার্জ প্ল্যান শুরু করে ডাটা সবেতেই ২ টেলিকন সংস্থা একে অপরকে টেক্কা দিচ্ছে। 

সম্প্রতি তারা দুজনে মিলে ৪৯ টাকার রিচার্জ প্ল্যান আনতে চলেছে গ্রাহকদের সুবিধার জন্য সবদিক থেকে বিচার করলে কিছুটাও এগিয়ে চলেছে মুকেশ আম্বানি, একই টাকায় রিচার্জ প্ল্যান আনলেও এয়ারটেলকে কিছুটা পিছনে ফেলে রেখেছে মুকেশ আম্বানি। 

এয়ারটেল এ ৪৯ টাকা রিচার্জ করলে গ্রাহকরা পাবে আনলিমিটেড ইন্টারনেট করার সুবিধা তবে সংস্থার তরফ থেকে আনলিমিটেড ডাটা বলা সত্ত্বেও গ্রাহকরা শুধু পাবে কুড়ি জিবি হাই স্পিড ইন্টারনেটের সুবিধা। এই রিচার্জ প্লানের বৈধতা শুধুমাত্র ১ দিনের জন্য, এই সুবিধার সঙ্গে এয়ারটেল দিচ্ছে Wynk প্রিমিয়াম সাবস্ক্রিপশন। এয়ারটেলের তরফ থেকে দু দিনের জন্য ৭৯ টাকার ডেটা প্ল্যান আনা হয়েছে তবে এই রিচার্জ প্লানের সুবিধা পেতে হলে গ্রাহকদের নম্বরে একটি একটি প্ল্যান থাকতে হবে।

জিও তরফ থেকে ৪৯ টাকা রিচার্জ করলে আপনারা পাবেন হাই স্পিড ইন্টারনেট আনলিমিটেড ২৫ জিবি একদিনের জন্য আর এই সংস্থার তরফ থেকে অন্য কোন অফার আনা হচ্ছে না এই রিচার্জ প্ল্যানটির সঙ্গে মূলত ক্রিকেট অফার হিসেবে জিও এর রিচার্জ প্ল্যান লঞ্চ করছে এয়ারটেল এর মত জিও এই রিচার্জ প্ল্যান এর সুবিধা নিতে হলে গ্রাহকদের নম্বরে একটি সক্রিয় প্ল্যান থাকতে হবে। সমস্ত দিক থেকে বিচার করলে মুকেশ আম্বানির জিও কম্পানি এয়ারটেল কোম্পানি থেকে ৫ জিবি বেশি ডাটা ব্যবহার করার অনুমতি দিচ্ছে । 

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Back to top button
Join Group Join Group