মাত্র তিন দিন বাকি বাজারে খরচ বাঁচাতে এডভান্স রিচার্জ করছেন ? বড় শর্ত রাখল জিও,এয়ারটেল, ভিআই।

রিচার্জের দাম বাড়তেই অনেকে অ্যাডভান্স রিচার্জ করার পরিকল্পনা করছেন। কেউ 3 মাস তো কেউ 1 বছরের রিচার্জ করছেন। কিন্তু, তা কি বৈধ হবে? সম্প্রতি অ্যাডভান্স রিচার্জ নিয়ে বড় শর্ত রেখেছে এয়ারটেল। 3 জুলাইয়ের আগে যাঁরা অ্যাডভান্স রিচার্জ করার কথা ভাবছেন, তাঁরা টেলিকম সংস্থাগুলির এই শর্তগুলি জেনে নিন।

রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া তিন কোম্পানিই রিচার্জের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। 3 জুলাই থেকে ট্যারিফ প্ল্যান বাড়াতে চলছে। সেই খরচ থেকে বাঁচতে অনেকেই অ্যাডভান্স রিচার্জ করতে শুরু করেছেন। কেউ কেউ এক বছরের রিচার্জও করে ফেলেছেন। কিন্তু, এই প্ল্যানগুলি বৈধ হবে? এই নিয়ে সম্প্রতি বড় ঘোষণা করেছে এয়ারটেল।

WhatsApp Image 2024 07 01 at 12.13.23 PM

এয়ারটেল অ্যাডভান্স রিচার্জের নিয়ম

এয়ারটেল ঘোষণা করেছে, 730 পর্যন্ত অ্যাডভান্স রিচার্জ করতে পারবেন গ্রাহকেরা। টেলকো’র তরফে জানানো হয়েছে, 155, 179, 289, 296, 455, 489, 509, 1799 প্ল্যান যাঁরা রিচার্জ করেছেন, তাঁরা অ্যাডভান্স রিচার্জ করতে পারবেন একই মূল্যের প্ল্যানের সঙ্গে। অর্থাৎ আপনি যদি 155 টাকার প্ল্যান রিচার্জ করেন, তাহলে সমস্ত অ্যাডভান্স রিচার্জ 155 টাকার হতে হবে।

তবে এমনও প্ল্যান রয়েছে যেখানে এই নিয়ম প্রযোজ্য নয়। 209, 239, 265, 319, 3589, 479, 499, 519, 666, 699, 719, 839, 869, 999, 1999, 1499 প্ল্যানের সঙ্গে অন্য যে কোনও প্ল্যান অ্যাডভান্স রিচার্জ করতে পারবেন। অর্থাৎ আপনি যদি 209 টাকার রিচার্জ করে থাকেন, তাহলে 719 টাকার প্ল্যান অ্যাডভান্স রিচার্জ করা যাবে।

WhatsApp Image 2024 07 01 at 12.15.16 PM

জিও অ্যাডভান্স রিচার্জ

অ্যাডভান্স রিচার্জ নিয়ে গ্রাহকদের জন্য কোনও নিয়ম রাখেনি জিও। গ্রাহক চাইলে যতখখুশি অ্যাডভান্স রিচার্জ করতে পারবেন। এই মুহূর্তে জিও বিনামূল্যে 5G দিয়ে থাকে। সেই সংক্রান্ত রিচার্জ নিয়েও বিভ্রান্তি ছড়িয়েছে। টেলিকম টকের রিপোর্ট অনুযায়ী, ব্যবহারকারীরা 3 জুলাইয়ের আগে আনলিমিটেড 5G প্ল্যানের রিচার্জ করতে পারেন। অর্থাৎ যেগুলিতে 5G সুবিধা পাওয়া যাবে।

তবে নিরাপদে থাকার জন্য জন্য 2 জিবি ডেটা রয়েছে এমন প্ল্যান অ্যাডভান্স রিচার্জ করতে পারেন। কারণ এই প্ল্যানগুলির সঙ্গেই 3 জুলাইয়ের পর আনলিমিটেড 5G ডেটা পাওয়া যাবে বলে জানিয়েছে সংস্থা।

WhatsApp Image 2024 07 01 at 12.08.39 PM 1

ভোডাফোন আইডিয়া রিচার্জ প্ল্যান

জিও, এয়ারটেল এই নিয়ে স্পষ্ট করলেও ভিআই এখনও অ্যাডভান্স রিচার্জ নিয়ে কিছু জানায়নি। গ্রাহক চাইলে যে প্ল্যানটি ব্যবহার করছেন, সেই একই প্ল্যানই অ্যাডভান্স রিচার্জ করে রাখতে পারেন। তবে নিরাপদে থাকার জন্য এর বেশি রিচার্জ না করাই ভালো। এক বছরের কম সময়ের প্ল্যান রিচার্জ করার কথা বলা হয়েছে। ভিআই যেহেতু 5G ডেটার অফার দেয় না, তাই এই সংক্রান্ত কোনও অ্যাডভান্স রিচার্জ করার ব্যাপার নেই।

Leave a Comment