Trending

লোনের EMI দিতে দেরি হলেও দিতে হবে না অতিরিক্ত চার্জ, RBI -এর নতুন নিয়ম।

সারা ভারতে এমন প্রচুর সংখ্যক মানুষ রয়েছেন যারা নিজেদের প্রয়োজনের খাতিরে ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন। তবে বহু ক্ষেত্রেই ব্যাংক লোনের EMI মেটাতে গিয়ে ভারতের আমজনতাকে রীতিমতো হিমশিম খেতে হয়। আর এবারে আমজনতার সুবিধার দিকটি মাথায় রেখে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে লোন সংক্রান্ত এক বিশেষ নিয়ম কার্যকর করা হলো। ফলত আগামী দিনে লোনের ক্ষেত্রে আপামর ভারতবাসীর বোঝা খানিকটা কমবে বলেই মনে করা হচ্ছে।

কি বলা হয়েছে এই নতুন নিয়মে – রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে কার্যকরী নতুন নিয়ম অনুসারে, যেসমস্ত গ্রাহকরা ব্যাংক থেকে লোন নিয়েছেন মাসিক ইএমআই দিতে দেরি হলেও তারা লোনের অতিরিক্ত সুদের চাপ থেকে মুক্তি পাবেন। RBI -এর তরফে প্রকাশিত নির্দেশিকা আরো জানানো হয়েছে যে, নির্দিষ্ট সময়ে ইএমআই জমা না দেওয়ার কারণে ঋণ গ্রহণকারী ব্যক্তিকে জরিমানা দিতে হবে কিন্তু সুদের ওপর অতিরিক্ত সুদ ধার্য করতে পারবেনা ব্যাংক। ইতিমধ্যেই এই বিষয়ে এক বিশেষ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে এবং সেই নির্দেশিকা মারফত ভারতের সমস্ত ব্যাংকগুলিকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কার্যকরী লোন এবং EMI সংক্রান্ত এই বিশেষ নিয়মটি জানানো হয়েছে।

কত টাকা জরিমানা ধার্য করা হলো – রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে লোন সংক্রান্ত এই বিশেষ নির্দেশিকা প্রকাশ্যে আনার পর থেকে যে বিষয়টি নিয়ে বারংবার কথা উঠছে তা হলো দেরিতে ইএমআই দেওয়া হলে কত টাকা জরিমানা ধার্য করা হবে। অর্থাৎ লোনের ভাষায় বলতে গেলে দেরিতে ইএমআই দেওয়ার কারণে কত টাকার পেনাল চার্জ জমা করতে হবে। আর এই প্রশ্নের উত্তরে বলতে হয় যে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে পেনাল চার্জ -এর ক্ষেত্রে কোনোরূপ ঊর্ধ্বসীমা কার্যকর করা হয়নি।

আরও পড়ুন – লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করবেন কিভাবে? জেনে নিন সমস্ত পদ্ধতি।

যদিও ব্যাংকগুলিকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে পেনাল চার্জ আরোপ করার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত কোন গ্রাহক কত টাকার লোন নিচ্ছেন তার উপর নির্ভর করবে এই পেনাল চার্জ। শুধু তাই নয়, এর পাশাপাশি আরো জানানো হয়েছে যে, নিজেদের আর্থিক মুনাফা বৃদ্ধির জন্য কোনো ব্যাংক যাতে কোনো গ্রাহকের উপর অত্যাধিক হারে পেনাল চার্জেস আরোপ না করে তার দিকেও বিশেষ ভাবে নজর দেওয়া হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে।

কবে থেকে চালু হবে নয়া নিয়ম – প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি যে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ প্রকাশিত এই নির্দেশিকায় জানানো হয়েছে যে, নতুন আর্থিক বছরের প্রথম দিন অর্থাৎ ১ লা এপ্রিল, ২০২৪ তারিখ থেকে তাদের এই নতুন নিয়মটি কার্যকর করা হয়েছে। অর্থাৎ সাধারণ জনগণের সুবিধার্থে ইতিমধ্যেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে এই বিশেষ নিয়মটি কার্যকর করা হয়েছে।

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Back to top button
Join Group Join Group