Government Scheme

কেন্দ্র সরকার চালু করলো পিএম সন্নিধি প্রকল্প। এবার লোন পাওয়া হবে আরো সহজ।

সাধারণ জনগনের যখন চটজলদি টাকার প্রয়োজন হয় তখন বিভিন্ন বেআইনি অ্যাপের চক্করে পড়ে বিভিন্নরকম বিপদ ডেকে আনে। এই সমস্যা সমাধানের জন্য কেন্দ্র সরকার পিএম সন্নিধি প্রকল্প লঞ্চ করেছে। এই প্রকল্পের আওতায় লোন পাওয়া যাবে খুব সহজে। তাছাড়াও এই প্রকল্প থেকে লোন নিলে পাওয়া যাবে বিভিন্ন রকম বেনিফিট। একনজরে দেখে নেওয়া যাক আপনি কিভাবে এই প্রকল্পের আওতায় আবেদন করবেন? এবং এই প্রকল্প থেকে কি কি সুবিধা আপনি পেতে চলেছেন।

কারা এই লোনের জন্য আবেদন করতে পারবেন?

যে সমস্ত ব্যবসায়ীরা রাস্তায় বসে বা ঘুরে ঘুরে ব্যবসা করেন তারাই এই লোনের জন্য আবেদন করতে পারবেন।

পিএম সন্নিধি প্রকল্পে আবেদন করবেন কিভাবে?

এই প্রকল্পের আওতায় খুব সহজে ১০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আপনি লোন পেতে পারেন। লোনের জন্য আবেদন করতে হলে আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে PM Svanidhi, এরপর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে আপনার মোবাইল নাম্বার এবং আধার কার্ডের মাধ্যমে লগ ইন করে নিতে হবে। তারপর আপনার সামনে প্রকল্পের পুরো ফর্মটি চলে আসবে। আপনাকে সঠিক পদ্ধতিতে এবং সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ করে সাবমিট করতে হবে।

PM Svanidhi Scheme Apply

পিএম সন্নিধি প্রকল্পে আবেদনের জন্য কি কি ডকোমেন্সের প্রয়োজন?

যেহেতু আবেদনের সময়ে আপনি আপনার আধার কার্ডের মাধ্যমে KYC করবেন, সেহেতু আপনার কাছে শুধু আপনার পাসবই এর ফটোকপি অথবা ব্যাঙ্ক স্টেটমেন্ট চাওয়া হবে। যা আপনাকে আবেদন করার সময়ে ডকোমেন্স হিসাবে আপলোড করতে হবে। ব্যাঙ্কের পাসবুক অথবা স্টেটমেন্ট আপনাকে ১ এমবি সাইজের মধ্যে আপলোড করতে হবে।

আরও পড়ুন:- অনলাইনে রিসেল বিজনেস করে ইনকাম করুন ভালো পরিমাণ টাকা। কিভাবে এই ব্যবসা শুরু করবেন জেনে নিন।

আবেদন করার কতোদিন পর লোন পাবেন?

আবেদন পূরণ হলে আগামী ৭ দিনের মধ্যে ব্যাঙ্ক থেকে আপনার কাছে ফোন আসবে এবং আপনাকে ব্যাঙ্কে গিয়ে ডকোমেন্স ভেরিফাই করাতে হবে। এরপর ব্যাঙ্ক আপনাকে লোন দিয়ে দেবে। এছাড়াও আবেদনের শেষে যে রেজিষ্ট্রেশন নাম্বারটি আপনি পাবেন সেটা দিয়ে আপনি আপনার লোনের স্ট্যাটাস চেক করতে পারবেন।

পিএম সন্নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটLink

পিএম সন্নিধি প্রকল্পের সুবিধাগুলি কি কি?

অন্যান্য লোনের তুলনায় এই লোনে আপনি বিশেষ কিছু অতিরিক্ত সুবিধা পেয়ে যাবেন। যার মধ্যে প্রথম আপনি যতো টাকাই লোন নেন না কেনো, আপনাকে তার ওপর কোনোরকম সুদ দিতে হবে না। দ্বিতীয়ত, এই প্রকল্পে আবেদনের জন্য আপনার প্যানকার্ড ও সিভিল স্কোরের প্রয়োজন পড়ে না। আর সবচেয়ে বড়ো ব্যাপার যেটা এই প্রকল্পের আওতায় লোন নিতে আপনাকে কোনোরকম গ্যারান্টার জমা দেবার প্রয়োজন হয় না।

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Back to top button
Join Group Join Group