আবাস যোজনা (Awas Yojana) নিয়ে এক বিশাল আপডেট প্রকাশ্যে আনা হলো, খুব শীঘ্রই আবাস যোজনার টাকা পেতে চলেছেন সাধারণ জনগণ। লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পর থেকেই আবাস যোজনার আওতায় পাকাবাড়ি তৈরির অনুদান কবে থেকে পাওয়া যাবে তা জানতে রীতিমতো উৎসুক হয়ে উঠেছিলেন সমগ্র ভারতের সাধারণ নাগরিকরা, আর এবারে এই প্রশ্নের উত্তর দেওয়া হলো খোদ সরকারের তরফে। আজকের এই প্রতিবেদনটি পড়লেই আপনারা কবে আবাস যোজনার আওতায় পাকাবাড়ি নির্মাণের অনুদান দেওয়া হবে, আবাস যোজনায় আবেদনের ক্ষেত্রে আবশ্যক যোগ্যতা, কারা এই অনুদানের টাকা পাবেন তা সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।
আবাস যোজনায় আবেদনের ক্ষেত্রে আবশ্যক শর্তাবলী
মূলত গৃহহীন নাগরিকদের সুরক্ষিত আবাসস্থল বা পাকাবাড়ি প্রদানের জন্যই আবাস যোজনা প্রকল্পটি লঞ্চ করা হয়েছে। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে প্রকাশিত তথ্য অনুসারে, বিপিএল তালিকাভুক্ত গৃহহীন নাগরিকরা এই প্রকল্পের আওতায় বাড়ি নির্মাণের অনুদানের আবেদন জানাতে পারবেন। এছাড়াও আপনার আয় যদি অত্যন্ত কম হয় কিংবা আবাসিক ইউনিট না থাকে তাহলেও আপনি এই যোজনার আওতায় আবেদন জানাতে পারবেন।
প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি, যে সমস্ত ব্যক্তিরা কর প্রদান করেন তারা কোনোভাবেই এই প্রকল্পের আওতায় আবেদন জানাতে পারবেন না। অন্যদিকে, যাদের সরকারি চাকরি আছে কিংবা যাদের পরিবারের কোনো সদস্যের সরকারি চাকরি রয়েছে অথবা যাদের নিজস্ব কোম্পানির রয়েছে কিংবা নিজস্ব বাড়ি রয়েছে তারাও এই যোজনার আওতায় আবেদন জানাতে পারবেন না। শুধু তাই নয়, সরকারের তরফে নির্ধারিত সীমার তুলনায় বেশি আয় করেন এমন ব্যক্তিরাও এই যোজনার আওতায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না।
স্টক মার্কেট কি? স্টক মার্কেট কিভাবে কাজ করে? জেনে নিন বেসিক ইনফরমেশন।
কত টাকা উপার্জন করলে এই যোজনার আওতায় অনুদান পাওয়া সম্ভব
কত টাকা উপার্জন করলে এইআবাস যোজনার আওতায় আবেদনের ক্ষেত্রে আবেদনকারী একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূলত আয়ের ওপর নির্ভর করেই কোনো আবেদনকারী এই প্রকল্পের আওতায় অনুদান পাবেন কিনা তা নির্ধারণ করা হয়ে থাকে। সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে, EWS -এর আওতাধীন যে সমস্ত আবেদনকারীর আয় ৩ লক্ষ টাকা বা তার তুলনায় কম তারা এই যোজনার আওতায় অনুদান পাবেন। যোজনার আওতায় অনুদান পাওয়া সম্ভব
অন্যদিকে LIG -এর আওতাধীন আবেদনকারীদের আয় ৩ লক্ষ টাকা থেকে ৬ লক্ষ টাকার মধ্যে তারাও আবাস যোজনা আওতায় বাড়ি নির্মাণের জন্য অনুদান পাবেন। MIG 1 বা মিডল ইনকাম গ্রুপ 1 -এর আওতাভুক্ত যে সমস্ত আবেদনকারীদের আয় ৬ থেকে ১২ লক্ষ টাকা তারা এই প্রকল্পের আওতায় অনুদান পাবেন বলেই জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। শুধু তাই নয়, MIG 2 বা মিডল ইনকাম গ্রুপ 2 -এর আওতাধীন যে সমস্ত আবেদনকারীদের বার্ষিক আয় ১২ থেকে ১৮ লক্ষ টাকা তারাও এই যোজনার আওতায় বাড়ি তৈরির জন্য অনুদান পাবেন বলেই জানানো হয়েছে।
কবে থেকে আবাস যোজনার আওতায় অনুদান পাওয়া যাবে
বিভিন্ন সূত্রের খবর অনুসারে, আগত জুলাই মাস থেকে আবাস যোজনার জন্য যারা আবেদন জানিয়েছেন তাদের সমীক্ষার পদ্ধতি শুরু করা হবে। ইতিমধ্যেই মহকুমা শাসকদের এ বিষয়ে সরেজমিনে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। দেশব্যাপী যে সমস্ত আবেদনকারীরা আবাস যোজনার আওতায় আবেদন জানিয়েছেন তারা প্রকৃত অর্থে গৃহহীন কিনা তা নিশ্চিত করার জন্যই এই সমীক্ষা করা হয়ে থাকে। শুধু তাই নয়, কোনো অসৎ ব্যক্তি যেন এই যোজনার আওতায় অনুদান না পান তা নিশ্চিত করার জন্যও এই সমীক্ষাটি করা হয়ে থাকে। পরবর্তীতে এই সমীক্ষার ফলাফলের উপর নির্ভর করেই আবাস যোজনার আওতায় অনুদান প্রদান করা হবে বলেই জানানো হয়েছে। মনে করা হচ্ছে, সমীক্ষার সমস্ত প্রক্রিয়াকরণ সম্পন্ন হলেই সরকারের তরফে আবাস যোজনার অনুদান দেওয়ার নির্দিষ্ট সময়সীমা প্রকাশ করা হবে।