রেশন কার্ডের ভুল সংশোধন করার নতুন পদ্ধতি জেনে নিন। দু মিনিটেই হবে সমস্ত সমস্যার সমাধান।

বর্তমান সময়ে পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের নাগরিকদের কাছেই আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ডের মতন রেশন কার্ডও এক অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে। তবে বহুক্ষেত্রেই দেখা যায় নাগরিকদের রেশন কার্ডে বিভিন্ন প্রকার তথ্যে ভুল রয়ে যায়, আর এই ভুল সংশোধন না করলেই নাগরিকদের সরকারি বা বেসরকারি যেকোনো প্রকার কাজের ক্ষেত্রেই নানাভাবে সমস্যার সম্মুখীন হতে হয়। এখন আপনিও চাইলে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটের মারফত বাড়িতে বসেই নিজের রেশন কার্ডের ভুল তথ্য সংশোধন করে নিতে পারবেন।

ভুল সংশোধনের পদ্ধতি – রেশন কার্ডের যেকোনো ভুল তথ্য সংশোধনের জন্য আপনাকে প্রথমেই পশ্চিমবঙ্গ সরকারের তরফে কার্যকারী ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট -এ যেতে হবে। পরবর্তীতে উক্ত ওয়েবসাইটের হোম পেজের একেবারে বাঁদিকে থাকা সমস্ত অপশনগুলির মধ্য থেকে আপনাকে CITIZEN’S HOME অপশনটি নির্বাচন করে নিতে হবে। উপরোক্ত অপশনে ক্লিক করলেই আপনার সামনে পুনরায় একটি নতুন পেজ আসবে, এই পেজে থাকা অপশনগুলির মধ্যে থেকে আপনি Ration Card Related Corner অপশনটিতে ক্লিক করুন।

ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটLink

পূর্বোক্ত অপশনে ক্লিক করলে আপনার সামনে পুনরায় একটি নতুন পেজ আসবে এবং ওই পেজে থাকা দুটি অপশনের মধ্যে থেকে আপনাকে Self Service through Aadhaar অপশনটি নির্বাচন করে নিতে হবে। এরপর আপনার সামনে আসা পেজটিতে থাকা অপশন গুলির মধ্যে থেকে আপনাকে Rectify /Update অপশনটি নির্বাচন করে নিতে হবে এবং পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনার রেশন কার্ডের নম্বরটি সঠিকভাবে লিখে Search অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনি আপনার নাম, ঠিকানা সহ যে তথ্যটি আপডেট করতে চান সেটি নির্বাচন করে নিয়ে আপনার মোবাইল নম্বরে আসা OTP টি সঠিকভাবে প্রদান করুন। এরপর আধার থেকে আসা তথ্যে Verify and Submit অপশনে ক্লিক করুন।

Ration Card Correction online

এই পদ্ধতিতে মূলত আধার কার্ডে থাকা তথ্যের ভিত্তিতে আপনার রেশন কার্ডের ভুল সংশোধন করা হবে। তাই এই নিদিষ্ট পেজে আপনি কোন তথ্যটি আপডেট করতে চান সেটা সিলেক্ট করলে অটোমেটিক আপনার আধার কার্ডে থাকা সঠিক তথ্যটি ভুল তথ্যের জায়গায় আপডেট হয়ে যাবে। আপনাকে শুধু আধার কার্ডের তথ্যের জন্য অনুমতি দিতে হবে। সমস্ত প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন করা হলে আপনার ফোন স্ক্রিনে Your data successfully updated লেখা একটি ফ্ল্যাশ মেসেজ আসবে এবং রেশন কার্ডের তথ্য সংশোধনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

আরও পড়ুন – কারেন্ট অ্যাকাউন্ট নাকি সেভিংস অ্যাকাউন্ট কোনটি আপনার জন্য সুবিধাজনক, জানেন কি?

কেন এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে – রেশন কার্ডের বিভিন্ন তথ্যে ভুল থাকার কারণে রাজ্যবাসীকে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়। মূলত বিভিন্ন সরকারি কিংবা বেসরকারি কাজের ক্ষেত্রে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডের মতো নথিগুলি প্রয়োজন হয়ে থাকে, আর এই সমস্ত নথির তথ্যে কোন রকম ভুল থাকলে নাগরিকদের বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হতে হয়। আর তাই রাজ্যবাসীর সুবিধার দিকটি মাথায় রেখেই পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফে এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।