এই ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে মিলবে না লক্ষ্মীর ভান্ডারের টাকা।

রাজ্য সরকারের পক্ষ থেকে যে সমস্ত জনহিতকর প্রকল্পগুলি কার্যকর করা হয়েছে তার মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি বরাবরই জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। আর তাতেই রাজ্যের গৃহলক্ষ্মী থেকে শুরু করে সাধারণ জনগণের মধ্যে বরাবরই এই প্রকল্পের নিত্যনতুন আপডেট রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠেছে। তবে লোকসভা নির্বাচনের ঠিক পূর্বে রাজ্য সরকারের তরফে লক্ষ্মীর ভান্ডার সম্পর্কিত এমন এক বিশেষ আপডেট প্রকাশ্যে আনা হয়েছে যা আরো একবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটিকে রাজ্যের সাধারণ জনগণের চর্চার কেন্দ্রবিন্দু করে তুলেছে।

কোন অ্যাকাউন্টের আওতায় মিলবে না টাকা : বিভিন্ন সূত্রের মাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, আগত এপ্রিল মাস থেকে পেটিএম পেমেন্টস ব্যাংকের অধীনস্ত অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের অনুদান প্রদান বন্ধ করা হবে রাজ্য সরকারের তরফে। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি যে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতাধীন যে সমস্ত মহিলার পেটিএম পেমেন্টস ব্যাংকের অধীনে অ্যাকাউন্ট রয়েছে তারা আগত এপ্রিল মাস থেকে অনুদান পাবেন না, এমনটাই জানা গিয়েছে রাজ্য সরকারের তরফে প্রকাশিত নির্দেশিকা অনুসারে।

Lakshmir Bhandar

কেন এই আপডেট : প্রসঙ্গত উল্লেখ্য, ইতিপূর্বেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া -এর তরফে পেটিএম পেমেন্টস ব্যাংকটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফে আরো জানানো হয়েছে যে, ১৫ ই মার্চ ২০২৪ তারিখের পর পেটিএম পেমেন্টস ব্যাংকের অ্যাকাউন্টে নতুনভাবে কোনোরকম টাকা জমা করা সম্ভব নয়। এমনকি এই ব্যাংকের অধীনস্থ অ্যাকাউন্টে কোনোরূপ প্রকল্প, স্কলারশিপ কিংবা অন্য কোনোপ্রকার টাকা ট্রান্সফার করা সম্ভব নয়। সুতরাং এই ব্যাংকের অধীনে যে সমস্ত মহিলার অ্যাকাউন্ট রয়েছে তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের অনুদানের টাকা পাঠানো সম্ভব নয়, আর তাই লক্ষ্মীর ভান্ডারের অধীনস্থ সমস্ত মহিলার অ্যাকাউন্টে যাতে এই প্রকল্পের অনুদান সঠিকভাবে পৌঁছায় তা নিশ্চিত করতেই রাজ্য সরকারের তরফে এই নয়া উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সমস্যার সমাধান কি : এক্ষেত্রে রাজ্যের জনসাধারণের মধ্যে থেকে মূল যে প্রশ্নটি উঠে এসেছে তা হল, কি করলে পুনরায় লক্ষ্মীর ভান্ডারের অনুদান পাওয়া সম্ভব হবে? আর এই প্রশ্নের উত্তরে জানিয়ে রাখি যে, রিজার্ভ ব্যাংকের তরফে পেটিএম পেমেন্টস ব্যাংকের গ্রাহকদের সুবিধার্থে অন্য যেকোনো ব্যাংকের অধীনে একটি অ্যাকাউন্ট ওপেন করার এবং প্রয়োজন অনুসারে সর্বক্ষেত্রে সেই অ্যাকাউন্টের তথ্য সাবমিট করার পরামর্শ প্রদান করা হয়েছে। সুতরাং একইভাবে লক্ষ্মীর ভান্ডারের অধীনে অনুদান পেতে গেলেও আপনাকে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক ব্যতীত অন্য কোনো ব্যাংকের অধীনে থাকা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সাবমিট করতে হবে। তবেই আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় অনুদান পাবেন।

আরও পড়ুন : উচ্চমাধ্যমিক পাশে রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ। জেনে নিন বিস্তারিত।

অতিরিক্ত টাকা কবে থেকে পাওয়া যাবে : প্রসঙ্গক্রমে আরো জানিয়ে রাখি যে, আগামী দিনে সমগ্র রাজ্যব্যাপী লক্ষ্মী ভান্ডারের আওতাধীন মহিলারা ১০০০ এবং ১২০০ টাকার অনুদান পাবেন, এমনটাই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। আগত এপ্রিল মাস থেকেই লক্ষ্মীর ভান্ডারের আওতাধীন মহিলারা এই বর্ধিত অনুদান পাবেন বলেই জানা গিয়েছে। ইতিপূর্বে জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির আওতাধীন মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের অধীনে ৫০০ টাকার অনুদান এবং তপশিলি জাতি ও উপজাতির আওতাধীন মহিলাদের ১০০০ টাকার অনুদান দেওয়া হত। তবে লোকসভা নির্বাচনে ঠিক পূর্বেই তা বাড়িয়ে জেনারেল এবং মহিলাদের জন্য ১০০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলাদের জন্য ১২০০ টাকা করা হয়েছে। সুতরাং আপনিও যদি লক্ষ্মীর ভান্ডার আওতাধীন গ্রাহক হয়ে থাকেন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনরূপ সমস্যা না থেকে থাকে তবে আগত এপ্রিল মাস থেকেই আপনি লক্ষ্মীর ভান্ডারের আওতায় ১০০০ কিংবা ১২০০ টাকার অনুদান পেয়ে যাবেন।

Leave a Comment