জুলাই মাসের সেরা পাঁচটি চাকরির হদিশ ! বর্তমানে কি কি চাকরির ফরম ফিলাপ চলছে? 

বর্তমানে সরকারি চাকরির জন্য অনেকে চেষ্টা করছেন এই চাকরির মধ্যে রয়েছে ভবিষ্যতের নিশ্চয়তা শেষে পথে জুন মাস আর হাতে মাত্র দুটো দিন তারপরেই শুরু হবে জুলাই মাস। আজকের এই প্রতিবেদনে আমরা জানবো বর্তমানে কি কি ফরম ফিলাপ চলছে?

সিটি সিভিল কোর্ট(city civil court )

কলকাতায় সিভিল কোর্ট ইংলিশ টেলোগ্রাফার এবং গ্রুপ ডি পদে চাকরি নিয়োগ করা হচ্ছে যে সমস্ত ব্যক্তিরা এখানে আবেদন করতে চান তাদের ন্যূনতম বয়স অবশ্যই ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। যেকোনো বিদ্যালয় থেকে অবশ্যই অষ্টম শ্রেণী পাস করতে হবে চাকরিপ্রার্থীদের এখানে আবেদন চলবে ১৮ জুলাই অবধি। 

অফিসিয়ালি ওয়েবসাইটhttp://myapplonline.in.net/ccc/

বাঁকুড়া ডিসটিক কোর্ট  রিক্রুটমেন্ট (Bankura district recruitment Court )

এখানে ১০ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে ইউটিসি এলডিসি প্রসেস সার্ভার গ্রুপ ডি সীল বাই লিভ প্রভৃতি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে যারা যারা আবেদন করতে চান তাদের বয়স অবশ্যই ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। নূন্যতম মাধ্যমিক পাস করা থাকলে তবেই এই চাকরিতে আপনার আবেদন করতে পারবেন। 

অফিসিয়ালি ওয়েবসাইট http://bankura.dcourts.gov.in/

কটন কর্পোরেশন রিকুমেন্ট(Cotton Corporation recruitment)

এখানে আফগানি ২রা জুলাই অব্দি কর্মী নিয়োগ করা হবে জুনিয়র এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ করা হচ্ছে পৈত্রিক শিক্ষা যোগ্যতা থাকা বাঞ্ছনীয় যারা যারা এই পদে আবেদন করতে চান তাদের অবশ্যই সর্বনিম্ন ১৮ বয়স হতে হবে এবং সর্বোচ্চ ৩০বছর মধ্যে হতে হবে। 

অফিসিয়াল ওয়েবসাইটhttp://cotcorp.org.in/

হেলথ ডিপার্টমেন্ট রেক্রুটমেন্ট

 আগামী 5 জুলাই অব্দি এখানে কর্মী নিয়োগ করা হবে একাউন্টেন্ট কুক প্রভৃতি পদে নিয়োগ করা হচ্ছে যারা যারা এখানে আবেদন করতে চান তাদেরকে অবশ্যই দ্বাদশ শ্রেণী পাস হতে হবে এছাড়াও কিছু পদের ওপর ভিত্তি করে ANN,GNH,MBBS,GRADUATION ডিগ্রী থাকতে হবে। 

অফিসিয়ালি ওয়েবসাইট http://north24parganashealth.org/recruitment/

এনসিএসএম অ্যাসিস্ট্যান্ট রেক্রুটমেন্ট (NCSM assistant recruitment)

এখানে আগামী পাঁচ তারিখ অব্দি আবেদন চলবে ন্যূনতম অবশ্যই গ্রাজুয়েশন পাশ হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

অফিসিয়াল ওয়েবসাইট-http://ncsm.gov.in/notice/career

Leave a Comment