পুরোনো নোটের দিন শেষ, বাজারে আসবে নতুন ১০ টাকা ও ১০০ টাকার নোট।

সমগ্র ভারতের বিভিন্ন ক্ষেত্রে ১০ টাকার নোট বহুল প্রচলিত। কিন্তু বর্তমানে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে ১০ টাকার নোটের অবস্থা খুবই করুণ। যার ফলে বহু মানুষই বাজার চলতি এই সমস্ত ১০ টাকার নোট নিতে অস্বীকার করে, এমনকি অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় সাধারণ মানুষকে এই সমস্ত দুর্দশাগ্রস্ত ১০ টাকার নোটের বিনিময়ে জিনিস কিনতে গিয়ে যথেষ্ট নাজেহাল হতে হয়। আর তাই এবারে পুরোনো ১০ টাকার নোটের বদলে বাজারে আসতে চলেছে নতুন ধরনের ১০ টাকার নোট। তবে শুধুমাত্র ১০ টাকার নোটের ক্ষেত্রে নয় বদল আসতে চলেছে ১০০ টাকার নোটেও।

বাজার চলতি ১০ টাকার নোট কি অবৈধ: সমগ্র ভারতব্যাপী ১০ টাকার নতুন নোট কার্যকর করার নির্দেশিকা জারি করা হলে বহু মানুষই পুরোনো ১০ টাকার নোটের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আর এই প্রশ্নের উত্তরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে যে, বাজার চলতি প্রতিটি ১০ টাকার নোটই বৈধ। মূলত বাজার চলতি বেহাল অবস্থার ১০ টাকার নোট এবং তা সংক্রান্ত সমস্যা দূর করার জন্যই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

নোটের বদলে কয়েন: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে যে, যেহেতু ১০ টাকার নোটগুলি একেবারেই টেকসই নয় এবং তা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, তাই নোটের বদলে ১০ টাকার কয়েনের প্রচলন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মনে করা হচ্ছে আগামী দিনে ভারতের বাজারে ১০ টাকার নোটের জায়গা গ্রহণ করবে ১০ টাকার কয়েন। যার কারণে প্রত্যেক বছর ১০ টাকার নোট ছাপানোর পরিমাণ কমাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এমনকি বর্তমানে দশ টাকার নোটের উৎপাদন প্রায় বন্ধ হওয়ার মুখে। সুতরাং কারোর কাছে যদি কোনা পুরনো, দুর্দশাগ্রস্ত ১০ টাকার নোট থাকে এবং তা বাজারে চালানো প্রায় অসম্ভব হয়ে ওঠে তবে তারা ব্যাংকে গিয়ে অনায়াসেই তা বদলে নিতে পারেন।।

আরও পড়ুন: রাজ্য সরকারের নতুন প্রকল্পে মিলবে ৫,০০০ টাকার অনুদান, কারা পাবেন এই টাকা জেনে নিন।

সমস্যা ১০০ টাকার নোটেও: তবে শুধুমাত্র ১০ টাকার নোট নিয়েই যে অভিযোগ উঠেছে এমনটা নয়, জনসাধারণের তরফে বারংবার ১০০ টাকার নতুন নোট নিয়েও অভিযোগ তোলা হয়েছে। নোটবন্দির পর চালু হওয়া ১০০ টাকার নোট নিয়ে বহুবার বিপদে পড়েছেন সাধারণ জনগণ। দুদিন যেতে না যেতেই ব্যাংক থেকে তোলা নতুন নোট ভেজা কাগজের মত মিইয়ে যাচ্ছে, যার ফলে তা বাজারে চালানো প্রায় অসম্ভব হয়ে উঠছে। এমনকি অনেকক্ষেত্রেই অসাবধানতা বশত ১০০ টাকার নোট ছিঁড়েও যাচ্ছে, স্বভাবতই এর মাশুল সাধারণ জনগণকেই গুনতে হচ্ছে।

নতুন ১০০ টাকার নোট: সাধারণ জনগণকে ১০০ টাকার নোটের এই সমস্যা থেকে মুক্তি দিতে রিজার্ভ ব্যাংকের তরফে আরো এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, আর তা হলো বাজারে ১০০ টাকার নতুন নোট লঞ্চ করা। কিন্তু কেমন দেখতে হবে সেই নোট? এই প্রশ্নের উত্তরে জানানো হয়েছে যে, ১০০ টাকার নোটের আকার, আকৃতি, রং, গান্ধিজীর ছবি, অশোক স্তম্ভ, সই কোনো কিছুতেই পরিবর্তন আনা হবে না, শুধু নোটের উপর বার্নিশের প্রলেপ লাগানো হবে যাতে তা খুব সহজেই মিইয়ে না যায় এবং টেকসই হয়।

মূলত সাধারণ মানুষকে যাতে বারংবার সমস্যার সম্মুখীন না হতে হয় তা নিশ্চিত করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি যে, দৃষ্টিহীন ব্যক্তিদের সহায়তার জন্য ১০০ টাকার নোটে বেশ কিছু নতুন বৈশিষ্ট্য যোগ করার কথাও প্রকাশ্যে আনা হয়েছে। মনে করা হচ্ছে, নোটের মাঝের ১০০ লেখাটি আরো মোটা করা হবে যাতে দৃষ্টিহীনরা অত্যন্ত সহজেই বুঝতে পারে এটি ১০০ টাকার নোট।