Bangla Hub

গুরুত্বপূর্ণ খবর পড়ুন এবার বাংলায়

জেনে নিন LIC এই প্ল্যানের :এককালীন টাকা জমা করেই পাবেন ১ লাখ টাকা পেনশন!

WhatsApp Image 2024 08 10 at 9.29.06 PM

 LIC Jeevan Shanti Plan: প্রতিটি মানুষকেই তার  অবসর জীবন নিয়ে আগে থেকে নানা পরিকল্পনা করে রাখতে হয়। সরকারি ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা নির্দিষ্ট বয়সে  অবসর গ্রহণ করার পর সরকারের পক্ষ থেকে পেনশনের সুবিধা পান। বেসরকারি ক্ষেত্রে কর্মরত বা অন্যান্য কোনো জীবিকাতে নিযুক্ত থাকা ব্যক্তিদের এমন কোনো সুবিধা থাকে না। এই কারণে বৃদ্ধ বয়সে উপার্জনের জন্য আগে থেকেই কোন একটি ক্ষেত্রে বিনিয়োগ করে রাখতে হয়। বর্তমানে আর্থিক বিনিয়োগের জন্য ব্যাংক এবং পোস্ট অফিস ছাড়াও আরো বিভিন্ন ধরনের অপশন রয়েছে। তার মধ্যে অন্যতম একটি হলো এলআইসি বা ভারতীয় জীবন  বীমা নিগম। LIC-র তরফ থেকে এমন অনেক প্ল্যান পরিচালনা করা হয় যার মাধ্যমে সারা জীবনের নির্ভরযোগ্য পেনশনের সুবিধা পাওয়া যায়। আজ এই প্রতিবেদনের মাধ্যমে এলআইসির এমন একটি পেনশন প্ল্যান এর কথা আপনাদের জানাবো যার মাধ্যমে সারা জীবন ১ লক্ষ টাকা পর্যন্ত পেনশন পেয়ে যেতে পারেন। বিশেষ এই প্রকল্পটির নাম হলো এলআইসি জীবনশান্তি প্ল্যান। এই প্ল্যানে কি কি বিশেষ সুবিধা পাবেন দেখে নিন।

AD 4nXcsqdaJGHETVu0 bZG9JKWG9T GSDbbl0zQTrtAv WJKbE87wX3t3ulNXzotyRRvlA dkMdH0wB8qMtGaspqI8cb9D6x9wCJxAnnSUWT8b68 OyHhLoBzT0pZiKEKz5L6bvbr8Bl0EfG07oN linKeadl5N?key=Q3lPPC1BdIICF4l1dj gaQ

সারা জীবনের নিশ্চিত পেনশন পাবেন এই প্ল্যানে

ভারতীয় জীবন  বীমা নিগমের দ্বারা পরিচালিত নতুন জীবন শান্তি প্ল্যান আসলে একটি সিঙ্গেল প্রিমিয়াম প্ল্যান। এখানে গ্রাহকদের কেবলমাত্র একবার মোটা টাকা বিনিয়োগ করতে হয়। আর একবার মোটা টাকা বিনিয়োগ করলেই সারাজীবন নিশ্চিত রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। রিটার্ন পেনশন পাওয়ার পরিমাণটি নির্ভর করে বিনিয়োগ করা অর্থের ওপর। সঠিক পরিমাণ অনুসারে বিনিয়োগ বিনিয়োগ করলে গ্রাহক বার্ষিক ১ লক্ষ টাকা পর্যন্ত ও পেনশন পেতে পারেন।

AD 4nXewVP6uNI7ZV6tqXoIrrYbEAyRU3qAJ8pxMDF4JlmuRdPJQk4rkPUviJxLHe1 98iDSCDyoPXaQ T9QitDm8tk7LQma HqSgnd9fBjXQ62KVJjPRh5ZX fyAvRXR8PQ5CF7b3ttbqgI5vYGWmG7TsaYTOH?key=Q3lPPC1BdIICF4l1dj gaQ

কত বছর বয়সে পেনশনের সুবিধা পাওয়া যায়?

এলআইসি তরফ থেকে এই পেনশন প্রকল্পের সুবিধা পাওয়ার একটি নির্দিষ্ট বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। মূলত ৩০ থেকে ৭৯ বছর বয়স পর্যন্ত এই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকতে পারবেন গ্রাহকরা। গ্রাহকরা চাইলে এই সময়সীমার মধ্যে একক বিলম্বিত বার্ষিকী এবং যৌথ বিলম্বিত বার্ষিকী বিকল্প বেছে 

নিতে পারেন।

আরোও পড়ুন:

Rose Valley Refund On:রোজভ্যালি চিটফান্ডের টাকা ফেরত দেওয়া শুরু,জেনে নিন কারা কিভাবে পাবে?

AD 4nXdh1foOZoJz4yfbmwxmu8F dv4CM5UDyP9bT2NtyIo6ezLRCn

পেনশন ছাড়াও এই প্রকল্পে কি কি সুবিধা পাবেন?

এই পরিকল্পনার মাধ্যমে সারাজীবন নিশ্চিত পেনশন এর সুবিধা তো রয়েছে, সঙ্গে এই প্রকল্পে পেয়ে যাবেন ডেথ কভারের সুবিধা। নির্দিষ্ট মেয়াদের মধ্যে যদি হঠাৎ বিনিয়োগকারীর মৃত্যু হয় সেক্ষেত্রে তার একাউন্টে জমা থাকা সমস্ত টাকা নমিনির অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। বিনিয়োগকারী যদি বিনিয়োগ পরিকল্পনাটি চালিয়ে যেতে না চান সে ক্ষেত্রে এটি সারেন্ডার করতে পারেন যে কোনো সময়।

কিভাবে এই পরিকল্পনা থেকে এক লক্ষ টাকা পেনশন পাবেন?

এই প্ল্যানটিতে বিনিয়োগের ন্যূনতম সীমা হল ১.৫ লক্ষ টাকা। বিনিয়োগের সর্বোচ্চ সীমা এলআইসির তরফ থেকে নির্ধারণ করে দেওয়া হয়নি। কোন গ্রাহক যদি তার ৫৫ বছর বয়সে এই প্ল্যানে ১১ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তবে সেই বিনিয়োগের মেয়াদ হবে পাঁচ বছর। এক্ষেত্রে 60 বছর বয়সে ওই ব্যক্তি বার্ষিক ১,০২,৮৫০ টাকা পেতে শুরু করবেন। গ্রাহক চাইলে এই টাকাটি বার্ষিক বা অর্ধ বার্ষিক ভিত্তিতে তুলে নিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *