SBI তাদের গ্রাহকদের জন্য জারি করলো দুইটি নতুন নিয়ম। আপনার অ্যাকাউন্ট SBI তে থাকলে জেনে নিন এখন‌ই।

ভারতের সবচেয়ে বড়ো ব্যাঙ্ক SBI অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রায় ৪০ কোটি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই ব্যাঙ্কে রয়েছে। তাই এই ব্যাঙ্কের কোনো নিয়মে সামান্য পরিবর্তন হলে কোটি কোটি গ্রাহকদের ওপর তার প্রভাব পড়ে। আজকের প্রতিবেদনে আমরা SBI এর তিনটি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করবো।

SBI has issued two new rules

প্রথম নিয়ম:-

আপনাদের যাদের SBI তে অ্যাকাউন্ট রয়েছে তারা অনেকেই হয়তো জানেন SBI এর সেভিংস অ্যাকাউন্টে আপনাদের নূন্যতম একটি টাকা রাখতে হয়। SBI এর মতে আপনার সেভিংস অ্যাকাউন্ট সচল রাখতে আপনাকে ৩০০০ টাকা এবং ১০০০ টাকা অ্যাকাউন্টে রাখতে হতো। আপনার বাড়ি যদি শহরাঞ্চলে হয়ে থাকে তবে আপনার ব্যাঙ্কে ৩০০০ টাকা এবং আপনার বাড়ি যদি গ্রামাঞ্চলে হয়ে থাকে তবে আপনার অ্যাকাউন্টে মিনিমাম ১০০০ টাকা রাখতে হতো। যদি কোনো গ্রাহক এই নিয়ম না মানতো তবে তার ওপর পেনাল্টি লাগানো হতো এবং বিভিন্ন রকমের চার্জ কাটা হতো। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী কোনো সেভিংস অ্যাকাউন্ট গ্রাহক যদি নূন্যতম টাকাও না রাখে তবুও SBI সেই গ্রাহকের ওপর কোনোরকম পেনাল্টি বসাবে না।

এরপরও যদি কোনো কারণে আপনার অ্যাকাউন্ট থেকে নূন্যতম ব্যালেন্স না থাকার জন্য টাকা কাটা হয় তবে আপনি ব্যাঙ্কের বিরুদ্ধে RBI এর ওয়েবসাইটে গিয়ে অভিযোগ জানাতে পারেন।

আরও পড়ুন:- Paytm Payments Bank এ অ্যাকাউন্ট থাকলে পাওয়া যাবেনা কোনো প্রকল্পের টাকা। কি করতে হবে গ্রাহকদের জেনে নিন।

দ্বিতীয় নিয়ম:-

অনেক ব্যাক্তি এরকম রয়েছে যারা SBI তে অ্যাকাউন্ট খোলার পর সেটা কোনো কারণবসত বন্ধ করতে চান। এই অ্যাকাউন্ট বন্ধ করার ক্ষেত্রে SBI নতুন নিয়ম লাগু করেছে। SBI এর নতুন নিয়ম অনুযায়ী কোনো ব্যাক্তি যদি অ্যাকাউন্ট খোলার ১৪ দিনের মধ্যে তার নতুন অ্যাকাউন্ট বন্ধ করতে চায় তবে তার কোনোরকম এক্সট্রা চার্জ লাগবে না। সে ব্যাঙ্কে গিয়ে অনায়াসে তার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারবে। কিন্তু যদি ১৪ দিন পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করতে যান তবে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। এখানে আরো একটি কথা বলে রাখা উচিৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের বয়স ১ বছর হয়ে গেলে তারপর যদি আপনি অ্যাকাউন্ট ক্লোজ করাতে চান তবুও আপনাকে কোনোরকম পেনাল্টি দিতে হবে না।

SBIState Bank of India
SBI অফিসিয়াল ওয়েবসাইটwww.onlinesbi.sbi
RBI অফিসিয়াল ওয়েবসাইটwww.rbi.org.in
YONO SBIলিঙ্ক

এই দুটি নিয়ম সাধারণ মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ বহু সময় সাধারণ মানুষ তার দরকারি টাকা ওঠায় না এই ভেবে যে অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হবে। অ্যাকাউন্টে কোনোরকম সমস্যা হলে আপনি সরাসরি ব্যাঙ্কে ভিজিট করতে পারেন বা আপনি যদি ব্যাঙ্কের ভীড় এড়াতে চান তবে SBI YONO অ্যাপ ব্যবহার করে ব্যাঙ্কের সমস্ত পরিষেবা নিতে পারেন।

Leave a Comment