৩০০ টাকা কমলো গ্যাসের দাম, LPG সিলিন্ডারের নতুন দাম জেনে নিন।

নতুন আর্থিক বছর শুরু হওয়ার পর থেকেই ভারতের সাধারণ জনগণের জন্য একের পর এক চমকের আয়োজন করেছে কেন্দ্রীয় সরকার। আর এবারে এলপিজি গ্যাসের দামে রাখা হয়েছে আরও এক বিশেষ চমক। লোকসভা নির্বাচনের ঠিক পূর্বেই আবারও কমানো হলো রান্নার ক্ষেত্রে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দাম। কেন্দ্রীয় সরকারের তরফে এই তথ্য প্রকাশের পর থেকেই কত টাকা গ্যাসের দাম কমানো হলো কিংবা কবে থেকে কম দামে গ্যাস পাওয়া যাবে তা জানতে রীতিমতো উৎসুক হয়ে উঠেছে সমগ্র ভারতের আপামর জনতা।

এলপিজি গ্যাসের নতুন দাম কত – কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জারি করা তথ্য অনুসারে জানা গিয়েছে যে, রান্নার ক্ষেত্রে ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩০০ টাকা কমানো হয়েছে। ইতিপূর্বে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ৮২৯ টাকা কিন্তু বর্তমানে তার ৩০০ টাকা কমে ৫২৯ টাকায় দাঁড়িয়েছে, যদিও দেশের সমস্ত প্রান্তে এই দাম সমান নয়। কলকাতার রান্নার ক্ষেত্রে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দাম ছিল ৮২৯ টাকা বর্তমানে ৩০০ টাকা, কমে তা ৫২৯ টাকায় দাঁড়িয়েছে।

কারা এই সুবিধা পাবেন – কেন্দ্রীয় সরকারের তরফে গ্যাসের দাম সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনার পর থেকেই কারা এই বিশেষ সুবিধা পাবেন এ সংক্রান্ত প্রশ্ন বারংবার উঠে এসেছে ভারতীয় জনসাধারণের মধ্যে থেকে। আর এই প্রশ্নের উত্তরে জানিয়ে রাখি যে, উজ্জ্বলা যোজনার আওতাধীন মহিলারাই এই বিশেষ দামে গ্যাস কেনার সুবিধা পাবেন। অর্থাৎ উজ্জ্বলা যোজনার অধীনে থাকা মহিলাদের জন্যই এই বিশেষ ভর্তুকি ব্যবস্থা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে।

Price of LPG cylinder

কবে থেকে গ্যাসের এই নতুন দাম কার্যকর হতে চলেছে – বিগত ১ লা এপ্রিল, ২০২৪ তারিখ থেকে অর্থাৎ নতুন আর্থিক বছর শুরু হওয়ার সাথে সাথেই উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত সাধারণ জনগণের জন্য এই নতুন দাম কার্যকর করা হয়েছে। সুতরাং, এই চলতি মাস থেকেই উজ্জ্বলা যোজনার অধীনস্থ মহিলারা মাত্র ৫০০ টাকার বিনিময়ে এলপিজি সিলিন্ডার ক্রয় করতে পারবেন।

কমেছে বাণিজ্যিক গ্যাসের দামও – শুধুমাত্র রান্নার ক্ষেত্রে ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমেছে এমনটা নয়, সমগ্র ভারতব্যাপী বাণিজ্যিক গ্যাসের দামও কমানো হয়েছে। কেন্দ্র সরকারের তরফ থেকে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, সমগ্র দেশব্যাপী কোথাও বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩০ টাকা, কোথাও আবার ৩১.৫ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ১ লা এপ্রিল থেকে কলকাতাতে বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দাম ১৯১১ টাকা থেকে কমিয়ে ১৮৭৯ টাকা করা হয়েছে।

আরও পড়ুন – বাড়িতে বসেই ভোট দিতে পারবেন এই সমস্ত ব্যাক্তি। আপনি বাড়িতে বসে ভোট দিতে পারবেন কিনা জেনে নিন।

সাধারণ জনগণের উদ্দেশ্যে আরো জানিয়ে রাখি যে, শুধুমাত্র বাড়িতে ব্যাবহৃত এলপিজি সিলিন্ডারের দাম নয়, ৫ কেজি ওজনের ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের দামও কমানো হয়েছে। এএনআই রিপোর্ট অনুসারে, ১ লা এপ্রিল থেকে ৫ কেজি ওজনের ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের দাম ৭.৫ টাকা কমানো হয়েছে এবং বর্তমানে সমগ্র দেশব্যাপী তা ৩০১ টাকায় বিকোচ্ছে। বর্তমানে ভারত জুড়ে বেড়ে চলা মূল্যবৃদ্ধির কারণে সাধারণ জনগণের পকেটে রীতিমতো টান পড়েছে, আর এমতাবস্থায় সমগ্র ভারতের সাধারণ নাগরিকদের পাশে দাঁড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের গৃহীত এই বিশেষ সিদ্ধান্ত রীতিমতো মন জিতেছে আমজনতার।