এপ্রিল মাসে একদিন অতিরিক্ত ছুটি পেতে চলেছে রাজ্যের ছাত্র-ছাত্রীরা। কবে কি কারনে ছুটি জেনে নিন।

রাজ্যের ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে এক দারুণ সুখবর। বর্তমানে ঈদ এবং বাংলা নববর্ষের কারণে রাজ্যব্যাপী ছুটির আবহাওয়া, আর এর মধ্যেই রাজ্য সরকারের তরফে ছাত্র-ছাত্রীদের জন্য আরও এক নতুন ছুটি ঘোষণা করা হলো। ইতিমধ্যেই অর্থদপ্তর এবং মধ্য শিক্ষা পর্ষদের তরফে এই নতুন ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

নতুন ছুটি – রাজ্যের মধ্য শিক্ষা পর্ষদের তরফে সমগ্র পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে এক বিশেষ বিজ্ঞপ্তি মারফত জানানো হয়েছে যে, আগামী ১৭ ই এপ্রিল রমনবমী উপলক্ষ্যে রাজ্যের সমস্ত সরকারি, আধা সরকারি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় ছুটি থাকতে চলেছে। ইতিপূর্বে অর্থ দপ্তরের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে জানানো হয়েছিল যে, ১৭ই এপ্রিল রামনবমী উপলক্ষে রাজ্যের সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে, কিন্তু স্কুল বন্ধ থাকবে কিনা তা নিয়ে যথেষ্ট ধন্ধে ছিলেন রাজ্যের শিক্ষক এবং ছাত্র মহল। আর এবারে সেই টানাপোড়েন দূর করার জন্যই অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিকে সামনে রেখে মধ্য শিক্ষা পর্ষদের তরফে এক বিশেষ বিজ্ঞপ্তি মারফত ১৭ই এপ্রিল দিনটিতে ছুটি ঘোষণা করা হয়েছে।

Special holiday in April

নবান্নের বিজ্ঞপ্তি – বিগত মার্চ মাসের ৯ তারিখে নবান্নের তরফে রামনবমীর ছুটি সংক্রান্ত এক বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। নবান্নে পক্ষ থেকে জারি করা এই বিজ্ঞপ্তি মারফত সমগ্র রাজ্যের সাধারণ জনগণের উদ্দেশ্যে জানানো হয়েছিল যে, আগত ১৭ই এপ্রিল তারিখে সমস্ত রকম জরুরি পরিষেবা বাদ দিয়ে রাজ্যের স্কুল-কলেজ এবং সমস্ত রকম অফিস বন্ধ থাকতে চলেছে। ইতিপূর্বে রামনবমীর ছুটিকে কেন্দ্র করে যথেষ্ট জলঘোলা হলেও এই প্রথম রাজ্যব্যাপী রামনবমীর ছুটি কার্যকর করা হলো।

আরও পড়ুন – ইন্টারনেট ছাড়াই কলের মাধ্যমে UPI Payment করুন এক নিমেষে। রইলো পদ্ধতি।

নববর্ষের ছুটি – বাংলা নববর্ষ এগিয়ে আসা মানেই বাঙালির সাজো সাজো রর, আর এই পরিস্থিতিতে নববর্ষের জন্য আলাদা কোনো ছুটির দিন ঘোষণা করা হয়েছে কিনা তা জানতে রীতিমতো উৎসুক হয়ে উঠেছেন সমগ্র রাজ্যের আপামোর জনতা। তবে ক্যালেন্ডার অনুসারে চলতি বছরের পহেলা বৈশাখ দিনটি রবিবার। আর রবিবারে নতুন বছর শুরু হওয়ার কারণে চলতি বছরের বাংলা নববর্ষ উপলক্ষে আলাদা করে কোনোরকম ছুটি পাবেন না পশ্চিমবঙ্গের জনগণ, এমনটাই জানা গেছে রাজ্য সরকারের তরফে প্রকাশিত ছুটির তালিকা মারফত। সুতরাং, রামনবমীর জন্য একটি অতিরিক্ত দিন ছুটি পাওয়া গেলেও নববর্ষের দিনটি রবিবার হওয়ার বাংলা নববর্ষের জন্য আলাদা করে কোনোরূপ ছুটির দিন ঘোষণা করা হয়নি।