প্রকাশিত হলো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার নতুন রুটিন। বদলে গেল টাইম-টেবল।

১৬ই ফেব্রুয়ারী অর্থাৎ সরস্বতী পুজোর ঠিক দুদিন বাদেই শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। কিন্তু পরীক্ষা শুরু হতে যখন আর মাস খানেক বাকি তখনই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে উঠে এলো একটি নোটিশ। সেই নোটিশে অনুযায়ী পাল্টে ফেলা হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার টাইম টেবল। আজকের এই প্রতিবেদনে আমরা দেখবো নোটিফিকেশনে কি বলা হয়েছে।

নতুন নোটিফিকেশনে কি বলা হয়েছে।

উচ্চমাধ্যমিক পরীক্ষা রাজ্যের ছাত্র-ছাত্রীদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। নতুন নোটিশ জারি করার পর থেকে রাজ্যের ছাত্র-ছাত্রীদের মধ্যে নোটিশ সংক্রান্ত কৌতুহল সৃষ্টি হয়েছে। এই নোটিফিকেশনে বলা হয়েছে, উচ্চমাধ্যমিক পরীক্ষা যে দিন শুরু হবার কথা ছিল অর্থাৎ ১৬ই ফেব্রুয়ারী, ২০২৪ সেদিন থেকেই শুরু হবে। বদলে গিয়েছে যা তা হলো পরীক্ষার সময় সূচি। পুরোটো নোটিফিকেশন অনুযায়ী পরীক্ষা শুরু হবার কথা দুপুর ১২ টায় এবং পরীক্ষা শেষ হবার কথা ৩ টা বেজে ১৫ মিনিটে কিন্তু নতুন নোটিশ অনুযায়ী পরীক্ষা শুরু হবে ৯ টা বেজে ৪৫ মিনিটে এবং পরীক্ষা শেষ হবে দুপুর ১ টায় এবং অন্যান্য সাবজেক্ট যেগুলোর পরীক্ষা ২ ঘন্টা হয় সেই পরীক্ষা গুলোও ৯ টা বেজে ৪৫ মিনিটেই শুরু হবে এবং শেষ হবে দুপুর ১১ টা বেজে ৪৫ মিনিটে।

পরীক্ষাউচ্চমাধ্যমিক
বোর্ডওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন
অ্যাডমিট কার্ড বিলি২২ এ জানুয়ারি
অফিসিয়াল ওয়েবসাইটলিঙ্ক

মাধ্যমিক পরীক্ষার সময়সূচি পরিবর্তন?

উচ্চমাধ্যমিক পরীক্ষার টাইম টেবল পরিবর্তন হবার সাথে সাথে মাধ্যমিক পরীক্ষার টাইমটেবলও পরিবর্তন হয়েছে বলে জানা গিয়েছে। আগের বছরগুরোতে মাধ্যমিক পরীক্ষা শুরু হতো সকাল ১১ টা বেজে ৪৫ মিনিটে এবং পরীক্ষা শেষ হতো দুপুর ৩ টায়। সেই সময় পরিবর্তন করে পরীক্ষা সকাল ৯ টা বেজে ৪৫ মিনিটে শুরু হবে এবং পরীক্ষা চলবে দুপুর ১ টা পর্যন্ত। উচ্চমাধ্যমিকের মতো মাধ্যমিকেও পরীক্ষার ডেটের কোনো পরিবর্তন করা হয়নি।

আরও পড়ুন:- উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে নতুন আপডেট। এগিয়ে আসতে পারে ফল প্রকাশের তারিখ।

অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড

মাধ্যমিক পরীক্ষার অফিসিয়াল নোটিফিকেশনলিঙ্ক
উচ্চমাধ্যমিক পরীক্ষার অফিসিয়াল নোটিফিকেশনলিঙ্ক
Madhyamik and Higher Secondary examination new routines

Leave a Comment