ইন্টারনেট ছাড়াই কলের মাধ্যমে UPI Payment করুন এক নিমেষে। রইলো পদ্ধতি।

বর্তমানে ক্যাশ পেমেন্টের জায়গা দখল করেছে UPI Paymentইলেকট্রিক বিল হোক বা লোনের EMI কিংবা স্কুল-কলেজের ফি অথবা যেকোনো রেস্টুরেন্টের বিল পেমেন্ট সমস্ত ক্ষেত্রেই ইউপিআই পেমেন্ট যেন অপরিহার্য হয়ে উঠেছে। কিন্তু বহুক্ষেত্রেই দেখা যায় ইন্টারনেট কানেকশনের সমস্যার কারণে ইউপিআই পেমেন্ট করা সম্ভব হয়না। শুধু তাই নয়, সমগ্র ভারতের পার্বত্য অঞ্চল সহ এমন অনেক জায়গা রয়েছে যেসমস্ত স্থানগুলিতে 4G নেটওয়ার্ক কানেকশন -এর সুবিধা পাওয়া যায় না, এমনকি কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র 2G কানেকশনের সুবিধা মেলে। আর এইরূপ সমস্যার কারণে ইউপিআই পেমেন্ট করা খুবই মুশকিল হয়ে ওঠে। যার কারণে মানুষকে নানাভাবে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।

কিভাবে মিলবে সমাধান – বর্তমানে এমন এক বিশেষ ব্যবস্থা কার্যকর করা হয়েছে যার মাধ্যমে আপনারা কোনোরকম ইন্টারনেট কানেকশন ছাড়াই শুধুমাত্র ফোন কলের মাধ্যমে UPI Payment করতে পারবেন। আর এজন্য আপনাকে শুধুমাত্র একটি নম্বরে (08045163666) ফোন করতে হবে। ওই নির্দিষ্ট নম্বরে ফোন করে আপনি যে ব্যক্তিকে টাকা পাঠাতে চাইছেন তার অ্যাকাউন্ট ডিটেইলস, টাকার অ্যামাউন্ট এবং আপনার মোবাইলে আসা ওটিপি নম্বরটি প্রদান করলেই পেমেন্টের প্রক্রিয়াটি সম্পন্ন হবে। আর এভাবেই কোনোরকম ইন্টারনেট কানেকশন ছাড়াই শুধুমাত্র একটি কলের মাধ্যমে আপনি দেশের যেকোনোক্ষেত্র থেকে কোনোরকম সমস্যা ছাড়াই ইউপিআই পেমেন্ট করতে পারবেন।

Without internet UPI payments

রেজিস্ট্রেশনের প্রক্রিয়া – উপরোক্ত প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য আপনাকে প্রথমেই রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তবে প্রতিবার ইউপিআই পেমেন্ট করবার পূর্বে রেজিস্ট্রেশন করবার কোন প্রয়োজন নেই, শুধুমাত্র একবার রেজিস্ট্রেশন করলেই আপনি কোনোরকম সমস্যা ছাড়াই নির্দ্বিধায় যেকোনো সময়ে ইউপিআই পেমেন্ট করতে পারবেন। রেজিস্ট্রেশন -এর প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য আপনাকে 08045163666 নম্বরটিতে ফোন করতে হবে এবং নিজের ভাষা নির্বাচন করে নিতে হবে। এরপর 1 প্রেস করতে হবে এবং নিজস্ব ব্যাংকের নাম বলতে হবে, তাহলেই আপনার রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে।

ইউপিআই লাইট – তবে ইন্টারনেট কানেকশন ছাড়া শুধুমাত্র সেই ফোন কলের মাধ্যমে ইউপিআই পেমেন্ট করা সম্ভব তা নয়, বর্তমানে NPCI -এর তরফে UPI LITE নামক এক বিশেষ ফিচার কার্যকর করা হয়েছে যার মাধ্যমে আপনারা ইন্টারনেট কানেকশন ছাড়াও ইউপিআই পেমেন্টের সুবিধা পেয়ে যাবেন। এমনকি ইউপিআই লাইটের মাধ্যমে পেমেন্ট করার ক্ষেত্রে কোনোরকম পিনেরও প্রয়োজন হবে না। যদিও এক্ষেত্রে ইন্টারনেট ছাড়া সর্বোচ্চ ৫০০ টাকার পেমেন্ট করা সম্ভব হবে।

আরও পড়ুন – প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়ি বানাতে চান? জেনে নিন বিস্তারিত।

কেন এই বিশেষ পদক্ষেপ – বহুক্ষেত্রেই ইন্টারনেটে কানেকশনের সমস্যার জন্য গ্রাহকদের ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে বারংবার বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। আর সেই সমস্যা দূরীকরণের জন্যই এই বিশেষ ফোন নম্বর কার্যকর করা হয়েছে, যার মাধ্যমে গ্রাহকরা কোনোরকম ইন্টারনেট কানেকশন ছাড়াই পেমেন্টের সুবিধা পেয়ে যাবেন। অন্যদিকে, গ্রাহকদের সুবিধার্থে NPCI এর তরফে ইউপিআই লাইট লঞ্চ করা হয়েছে, যার মাধ্যমে আপনি যেকোনো আপৎকালীন পরিস্থিতিতে ইন্টারনেট কানেকশন ছাড়া ছোটখাটো পেমেন্ট করার সুবিধা পেয়ে যাবেন। সুতরাং, এবার থেকে শুধু অনলাইনে নয় অফলাইনেও UPI Payment রয়েছে হাতের মুঠোয়।