কবে হবে Miscellaneous and Clerkship Exam, জেনে নিন আজই।

নববর্ষের শুরুতেই সমগ্র রাজ্যে চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে এক বিশেষ সুখবর। ফুড এসআই -এর পরীক্ষাটি সম্পন্ন হওয়ার পর থেকেই সমগ্র রাজ্যের চাকরিপ্রার্থীদের মধ্যে Miscellaneous and Clerkship exam কবে আয়োজিত হবে তা নিয়েই নানা ধরনের আলাপ আলোচনা চলছিল। আর এমতাবস্থায় পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে এক বিশেষ বিজ্ঞপ্তি মারফত মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষার তারিখ প্রকাশে আনা হল।

কবে মিসেলেনিয়াস পরীক্ষা নেওয়া হবে : ইতিপূর্বে পাবলিক সার্ভিস কমিশনের তরফে মিসেলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করার পাশাপাশি ফর্ম পূরণের প্রক্রিয়া কার্যকর করা হয়েছিল এবং নির্দিষ্ট সময়ে তা সম্পন্নও করা হয়েছিল। তবে বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে ফরম পূরণের সমগ্র প্রক্রিয়াটিতে আগামী দিনে কবে পরীক্ষা গ্রহণ করা হবে তা সম্পর্কিত কোনো তথ্য উল্লেখ করা হয়নি। যার জেরে এই পরীক্ষা দুটি কবে আয়োজিত হতে চলেছে তা নিয়ে রাজ্যের চাকরিপ্রার্থীদের মধ্যে যথেষ্ট জল্পনা চলছিল। আর এবার এই সমস্ত জল্পনার উত্তরে পাবলিক সার্ভিস কমিশনের তরফে সরাসরি পরীক্ষার তারিখ ঘোষণা করা হলো। পাবলিক সার্ভিস কমিশনের তরফে প্রকাশিত তথ্য অনুসারে, আগত ২৮ শে জুলাই তারিখে Miscellaneous Exam গ্রহণ করা হবে।

Miscellaneous and Clerkship Exam

ক্লার্কশিপ পরীক্ষার তারিখ সমূহ : পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে আরো জানা গিয়েছে যে, ৭ ই আগস্ট থেকে ১৯ শে আগস্ট পর্যন্ত Clerkship Exam গ্রহণ করা হবে। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি যে, ২০১৯ সালে শেষবারের মতো ক্লার্কশিপ -এর পরীক্ষা নেওয়া হয়েছিল। বর্তমানে পুনরায় এই পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ্যে আনলে আবেদনকারী চাকরিপ্রার্থীর সংখ্যা যথেষ্ট পরিমাণে বেড়েছে, যার কারণে আগস্ট মাসের ৭ তারিখ থেকে শুরু করে ১৯ তারিখ পর্যন্ত একটি দীর্ঘ সময় ধরে ধাপে ধাপে পরীক্ষাটি গ্রহণ করা হবে।

লোকসভা নির্বাচন : এদিন মিসলেনিয়াস ও ক্লার্কশিপ পরীক্ষার তারিখ ঘোষণার পাশাপাশি পাবলিক সার্ভিস কমিশনের তরফে আরো জানানো হয়েছে যে, মূলত লোকসভা নির্বাচনকে সামনে রেখেই পরীক্ষা দুটি যথাক্রমে জুলাই এবং আগস্ট মাসে রাখা হয়েছে।

আরও পড়ুন : ভোটের আবহে দাম বাড়তে চলেছে রিচার্জ প্যাকের। কত খরচ বাড়বে?

প্রতিযোগিতা : প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি যে, ২০২৩ সালের ডিসেম্বর মাসে মিসেলেনিয়াস এবং ক্লার্কশিপ এই দুটি পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এবং আবেদনের প্রক্রিয়াও কার্যকর করা হয়েছিল। দুটি পোস্টেই অনলাইনের মাধ্যমে আবেদনের প্রক্রিয়া কার্যকর করা হয়েছিল এবং তাতে প্রচুর সংখ্যক ছাত্র-ছাত্রী আবেদন জানিয়েছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, ক্লার্কশিপ পদের জন্য প্রায় ৮ লক্ষেরও বেশি আবেদনপত্র জমা পড়েছে। যার জেরে আগামী দিনে বাংলার চাকরিপ্রার্থীদের জন্য চাকরি ক্ষেত্রের প্রতিযোগিতা যথেষ্ট পরিমাণে বাড়তে চলেছে বলেই মনে করা হচ্ছে শিক্ষাক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদের তরফে।