Blog

যত ইচ্ছা নোট ছাপানো সম্ভব নয় কেন, জেনে নিন এখনই।

করোনা মহামারীর পর থেকেই ভারতীয় অর্থনীতি যথেষ্ট টালমাটাল অবস্থার সম্মুখীন হয়েছে। এমনকি অর্থনৈতিক মন্দার কারণে সমগ্র ভারতের সাধারণ মানুষের পকেটেও টান পড়েছে। যার কারণে এই অর্থনৈতিক মন্দা এবং তার কারণে সৃষ্টি হওয়া আর্থিক এবং তার কারণে সৃষ্টি হওয়া আর্থিক সমস্যা কিভাবে কমানো যায় এই ভাবনাতেই মশগুল সমগ্র ভারতের সাধারণ জনগণ। এক্ষেত্রে যে বিষয়টি নিয়ে বারংবার আলোচনার সূত্রপাত ঘটেছে তা হল, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ভারত সরকারের তরফে যেহেতু প্রয়োজন অনুসারে টাকার নোট এবং কয়েন ছাপানো হয়ে থাকে তাহলে ভারতের অর্থনীতিকে দাঁড় করাতে প্রয়োজনীয় টাকা কেন ছাপানো হচ্ছে না? আপনার মনেও যদি এই একই প্রশ্ন থেকে থাকে তবে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য।

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং টাকা – ভারতীয় অর্থনীতির এবং টাকা ছাপানোর হিসাব বোঝার ক্ষেত্রে আপনাদের মূল যে বিষয়টি জানতে হবে তা হল, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ১০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকা পর্যন্ত সমস্ত ধরনের নোট প্রিন্ট করা হয়ে থাকে। অন্যদিকে, ভারতে প্রচলিত সমস্ত ধরনের টাকার কয়েন তৈরির দায়িত্ব রয়েছে ভারত সরকারের উপরে। যেকোনো অর্থনৈতিক বছরের শুরুতে RBI -এর তরফে তাদের প্রিন্টিং প্রেসকে একটি নির্দিষ্ট সিডিউল দেওয়া হয় এবং সেই সিডিউল অনুসারেই টাকা ছাপানো হয়ে থাকে। কয়েন তৈরির ক্ষেত্রে মিনিস্ট্রি অফ ফাইনান্স এবং RBI -এর আলাপ আলোচনা সাপেক্ষে নির্দিষ্ট পরিমাণ কয়েন তৈরি করা হয়ে থাকে। উভয় ক্ষেত্রেই মূল যে বিষয়টি রয়েছে তা হলো টাকার নোট হোক কিংবা কয়েন দুটি ছাপানোর জন্যই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে নিজস্ব অ্যাসেটের দিকে নজর দিতে হয়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যতটা অ্যাসেট রয়েছে তা অনুসারে কয়েন এবং নোট ছাপানো সম্ভব, তার বেশি ছাপানো সম্ভব নয়।

অ্যাসেট কি – অ্যাসেটের প্রসঙ্গে কথা বলতে গেলে প্রথমেই জানতে হবে মিনিমাম রিজার্ভ সিস্টেমের কথা। ১৯৫৭ সালে ভারত সরকারের তরফে মিনিমাম রিজার্ভ সিস্টেম কার্যকর করা হয়েছিল, যাতে বলা হয়েছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অধীনে অন্ততপক্ষে ২০০ কোটি টাকার সম্পত্তি থাকা আবশ্যক, যার মধ্যে ৮৫ কোটি টাকা ফরেন কারেন্সি রূপে এবং ১৫৫ কোটি টাকা স্বর্ণ বা সোনা রূপে গচ্ছিত রাখতে হবে। প্রতিবছর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে এই অ্যাসেট বজায় রাখতে হয় এবং তারপর ভারত সরকারের নির্দেশ অনুসারে RBI নোট ছাপানোর অনুমতি পায়। এক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে, যদি ২০০ কোটি টাকার অধিক মূল্যের সম্পত্তি থাকে তবে RBI ২০০ কোটি টাকার অধিক মূল্যের নোট ছাপাতে পারবে। কিন্তু সম্পত্তি অনুসারে যদি নোট না ছাপানো হয় তবে সেই নোটের কোন মূল্য থাকে না, কারণ ভারতের সমস্ত টাকাকে মূল্য দেওয়ার জন্য RBI -এর কাছে যে অ্যাসেট রয়েছে তার তুলনায় অধিকতর নোট ছাপালে সেই টাকাগুলিকে মূল্য দেওয়ার জন্য কোনরূপ সম্পত্তি থাকে না, আর তাতেই সেই নোটটি মূল্যহীন বলে গণ্য করা হয়।

আরও পড়ুন – কিভাবে বাড়াবেন মোমোর ব্যবসা, জেনে নিন মার্কেটিং স্ট্র্যাটেজি।

রয়েছে আরও একটি কারণ – যত ইচ্ছে টাকা ছাপানোর ক্ষেত্রে যেমনভাবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাসেট প্রয়োজনীয়, ঠিক তেমনভাবেই আরো একটি বিষয় এক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, আর তা হল মূল্যবৃদ্ধি। এবারে প্রশ্ন উঠতেই পারে কিসের মূল্যবৃদ্ধি বা কোন ক্ষেত্রের মূল্যবৃদ্ধি? আর সেই প্রশ্নের উত্তরে বলতে হয় যে, মানুষের চাহিদা পূরণের জন্য যদি RBI -এর তরফে অত্যধিক পরিমান নোট ছাপানো হয়ে থাকে তবে সেই টাকা ভারতের সাধারণ নাগরিকদের কাছে এসে পৌঁছোবে। আর মানুষের হাতে টাকা এলে তাদের প্রয়োজন অনুসারে নানাবিধ জিনিসের চাহিদা বাড়বে, তবে চাহিদা বাড়লেই তো হলো না চাহিদা পূরণ করার জন্য জিনিসের সরবরাহ থাকা প্রয়োজন। কিন্তু মানুষের হাতে অত্যধিক টাকা এসে পড়লে যে হারে জিনিসের চাহিদা বাড়বে তার তুলনায় জিনিসের সরবরাহ নিতান্তই কম থাকবে। আর তার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি ঘটবে। আর ক্রমান্বয়ে নানাপ্রকার জিনিসের মূল্যবৃদ্ধি ঘটলে সাধারণ মানুষের হাতে যতই টাকা আসুক না কেন এই সমস্ত জিনিসগুলি কিনতে গিয়ে তাদের যথেষ্ট নাজেহাল হতে হবে। যার ফলস্বরূপ সাধারণ মানুষের পাশাপাশি ভারতের অর্থনীতিও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হবে।

অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সমূহ – তবে উপরোক্ত বিষয়গুলি ছাড়াও আরো কতগুলো বিষয় রয়েছে যেগুলি ভারতীয় অর্থনীতি এবং টাকা ছাপার পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তা হলো ভারতের GDP, নষ্ট হয়ে যাওয়া টাকার পরিমাণ ইত্যাদি। সুতরাং, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চাইলেই ইচ্ছা মাফিক যথেষ্ট পরিমাণ নোট ছাপাতে পারবেন না। ভারতের অর্থনীতি সংক্রান্ত নানাবিধ বিষয়কে নজরের রেখে তবেই প্রত্যেক বছর নির্দিষ্ট পরিমাণ নোট ছাপানো হয়ে থাকে।

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Back to top button
Join Group Join Group