বাতিল করা হল NEET পরীক্ষা, আগামী দিনে কবে পরীক্ষা নেওয়া হবে, জেনে নিন।

সুপ্রিম কোর্টের আদেশে পুনরায় অনুষ্ঠিত হতে চলেছে NEET পরীক্ষা। আজ্ঞে হ্যাঁ, এমনটাই জানানো হয়েছে সর্বভারতীয় NEET পরীক্ষা আয়োজনকারী ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA -এর তরফে। আজকের এই প্রতিবেদনটি পড়লেই কেন পুনরায় নিয়ে পরীক্ষা গ্রহণ করা হবে, কবে পরীক্ষা গ্রহণ করা হবে, কাদের পুনরায় NEET পরীক্ষা দিতে হবে, কবে ফলাফল প্রকাশ করা হবে তা সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনারা জেনে নিতে পারবেন।

কেন পুনরায় আয়োজিত হতে চলেছে NEET পরীক্ষা: NEET ২০২৪ শুরু হওয়ার পর থেকেই পরীক্ষাকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়। সমগ্র দেশব্যাপী NEET পরীক্ষা আয়োজিত হলেও বেশ কয়েকটি রাজ্যে NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলেই দাবি তোলা হয়। তবে প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয় শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের দাবিতে থেমে থাকেনি, এই বিষয়টিকে কেন্দ্র করে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়। ইতিমধ্যেই প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয়টি NTA -এর তরফে জল্পনা বলে উড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু সমগ্র ভারত জুড়ে ৬৭ জন ছাত্র-ছাত্রীর পরীক্ষার পূর্ণমান পাওয়ার বিষয়টি প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিতর্কের আগুনে ইন্ধন জোগাচ্ছে। শুধু তাই নয়, এর সঙ্গে গ্রেস মার্ক দেওয়ার বিষয়টি নিয়েও একাধিকবার প্রশ্ন তোলা হয়েছে। আর তাতেই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে যে সমস্ত NEET পরীক্ষার্থীদের গ্রেস মার্ক দেওয়া হয়েছে তাদের পুনরায় পরীক্ষা নেওয়ার জন্য আবারও NEET -এর ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন: আবেদন করুন জগদীশ বোস ন্যাশনাল স্কলারশিপে এবং পেয়ে যান ল্যাপটপ সহ পড়াশোনার সমস্ত খরচ।

কাদের পুনরায় NEET পরীক্ষা দিতে হবে: NTA -এর তরফে জানানো হয়েছে যে সমস্ত পরীক্ষার্থীদের অতিরিক্ত মার্কস অর্থাৎ গ্রেস মার্কস দেওয়া হয়েছিল তাদের পুনরায় NEET পরীক্ষা দিতে হবে, অথবা তাদের গ্রেস নম্বর বাদ দিয়ে মোট নম্বর গণনা করা হবে। NEET ২০২৪ -এর ক্ষেত্রে ১৫৬৩ জন ছাত্র-ছাত্রীকে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল এই সমস্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা পুনরায় পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের আগামী দিনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বলেই জানানো হয়েছে সুপ্রিম কোর্ট এবং NTA -এর তরফে। এর পাশাপাশি আরো জানানো হয়েছে যে, NTA এর তরফে যত দ্রুত সম্ভব এই ১৫৬৩ জন ছাত্র-ছাত্রীদের সঙ্গে ইমেইল মারফত যোগাযোগ করা হবে।

NEET Exam Retaken (NEET পরীক্ষা)

কবে আয়োজিত হতে চলেছে NEET পরীক্ষা: NTA -এর তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে আগামী ২৩ শে জুন তারিখে পরীক্ষা গ্রহণ করা হবে।

কবে রেজাল্ট প্রকাশ করা হবে: ৩০ শে জুনের মধ্যেই রেজাল্ট প্রকাশ করা হবে বলেই জানানো হয়েছে NTA -এর পক্ষ থেকে। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি যে, সুপ্রিমকোর্টের তরফ থেকে জানানো হয়েছে যে, পুনরায় NEET পরীক্ষা আয়োজন করার কারণে কোনভাবেই কাউন্সিলিংয়ের পদ্ধতিতে বাধা আসবে না। ফলত পূর্ব নির্ধারিত সময়ে অর্থাৎ ৬ ই জুলাই থেকে এমবিবিএস, বিডিএস এবং অন্যান্য পাঠক্রমের কাউন্সেলিং -এর প্রক্রিয়া শুরু হবে।