ভারতের নির্বাচন কমিশন জারি করলো সবেতন ছুটির বিজ্ঞপ্তি। গোটা ভারতের প্রত্যেক কর্মী এই ছুটি পাবে।

আগামী ১৯শে এপ্রিল, ২০২৪ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে লোকসভা ভোট। ভোট চলবে পয়লা জুন, ২০২৪ শনিবার পর্যন্ত। ভোটের দিনক্ষন প্রকাশ হতেই সরকারি ও বেসরকারি কর্মীদের মধ্যে ভোটের দিন ছুটি নিয়ে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছিল। সেই সমস্ত প্রশ্নের উত্তরে ভারতের নির্বাচন কমিশন ১৬ই মার্চ, ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তি জারি করে। কি সেই বিজ্ঞপ্তি? কারা কারা ছুটি পেতে চলেছেন?

বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে : বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে গোটা ভারতের সমস্ত সরকারি ও বেসরকারি কর্মীরা ভোটের দিন সবেতন ছুটি পেতে চলেছেন। সবেতন ছুটি অর্থাৎ ভোটের দিন কর্মী ভোট দিতে যাবার জন্য ছুটি পাবেন এবং সেদিন অফিস না যাবার জন্য তার কোনো বেতন কাটা যাবেনা। যদি কোনো কোম্পানির মালিক তার কর্মীদের সেদিন ছুটি না দেন বা ছুটি নেবার জন্য বেতন কেটে নেন তবে সেই কোম্পানির মালিকের ৫০০০ টাকা পর্যন্ত ফাইন হতে পারে।

আরও পড়ুন : মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট মোবাইল দিয়ে চেক করবেন কিভাবে? জেনে নিন সহজ পদ্ধতি।

বিজ্ঞপ্তির ব্যাতিক্রম : বিজ্ঞপ্তিতে একটি পয়েন্টে উল্লেখ রয়েছে, যদি এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয় যে কোনো কোম্পানিতে নির্দিষ্ট সেই কর্মী না গেলে কোম্পানির বড়ো কোনো ক্ষতি হতে পারে তবে সেই কর্মীর ক্ষেত্রে এই বিজ্ঞপ্তি লাগু হবে না।

অফিসিয়াল নোটিফিকেশন,

Phase wise paid holiday notification

অর্থাৎ আপনার এলাকায় যেদিন ভোট রয়েছে সেদিন আপনি কাজের ছুটি পেতে চলেছেন, সে আপনি কেন্দ্রীয় সরকারের কর্মী হতে পারেন, রাজ্য সরকারের কর্মী হতে পারেন বা বেসরকারি কোনো সংস্থার কর্মী হতে পারেন। আপনার কোম্পনির মালিক কোনোভাবেই আপনার বেতন কাটতে পারবেন না সেদিন ছুটি নেওয়ার জন্য।

Leave a Comment