LPG নিয়ে নয়া নির্দেশিকা, এবার থেকে বাড়ি বাড়ি গিয়ে হবে গ্যাস পরীক্ষা।

Follow Google News

ভোটের আবহে এলপিজি নিয়ে আরো এক বড় ঘোষণা সামনে আনা হলো। LPG সরবরাহকারী সমস্ত রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থার তরফে জানানো হয়েছে যে, আগামী দিনে দেশের বিভিন্ন প্রান্তের সমস্ত LPG গ্রাহকের বাড়ি ঘুরে ঘুরে গ্যাস পরীক্ষা করা হবে। ইতিমধ্যেই বাড়ি বাড়ি ঘুরে গ্যাস পরীক্ষার এই বিষয়টি সমগ্র দেশের জনসাধারণের চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন
টেলিগ্রাম গ্রুপ জয়েন

কিভাবে এই প্রক্রিয়া কার্যকর করা হবে: রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থাগুলির তরফে জানানো হয়েছে যে, যেসমস্ত ডেলিভারিম্যান বাড়ি বাড়ি গিয়ে গ্যাস সরবরাহ করে থাকেন, তারাই গ্যাস পরীক্ষা করবেন। তারা গ্রাহকের বাড়িতে গিয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারের সেফটির সমস্ত দিক খতিয়ে দেখবেন। এলপিজি গ্যাস পরীক্ষা করার পাশাপাশি তিনি গোটা রান্না ঘরের নিরাপত্তার দিকটিও খতিয়ে দেখবেন। তেল সংস্থাগুলির তরফে জানানো হয়েছে যে, গ্যাস সংক্রান্ত মোট ৪ টি নিরাপত্তার বিষয় খতিয়ে দেখবেন ডেলিভারিম্যান। এক্ষেত্রে গ্যাস ওভেনের পাইপের লিকেজ রয়েছে কিনা তা খুঁটিয়ে দেখার পাশাপাশি গ্যাস ওভেন, সিলিন্ডার কিংবা রেগুলেটরে কোনরকম সমস্যা রয়েছে কিনা তাও পরীক্ষা করে দেখবেন ডেলিভারি ম্যান।

শুধু তাই নয় এর পাশাপাশি এলপিজি গ্যাস সিলিন্ডারের ব্যবহার সম্পর্কে গ্রাহককে সতর্কও করবেন ডেলিভারি ম্যান। প্রসঙ্গত জানিয়ে রাখি যে, সেফটি টেস্ট করার সময় যদি গ্যাস ওভেনের পাইপে লিকেজ ধরা পড়ে তবে তা বদলে দেওয়ার দায়িত্বও ডেলিভ্যারিম্যানের। এক্ষেত্রে ডেলিভারি ম্যান -এর কাছ থেকে যথেষ্ট স্বল্পমূল্যে পাইপ কিনে নিতে পারবেন গ্রাহক। রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলির তরফে প্রকাশিত রিপোর্ট অনুসারে, ডেলিভারি ম্যানের কাছ থেকে মাত্র ১৫০ টাকায় দেড় মিটার পাইপ কিনতে পারবেন গ্রাহক। যদিও এক্ষেত্রে ডেলিভারি ম্যানের কাছ থেকেই পাইপ কিনতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই।

গুরুত্বপূর্ণ খবর: ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের পর স্কুলের পড়াশোনা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের বড়ো আপডেট।

লাগবে না কোন মূল্য: তেল সংস্থাগুলির তরফে জানানো হয়েছে যে, গ্যাস পরীক্ষা করার ক্ষেত্রে ডেলিভারিম্যান কোনরকম মূল্য চার্জ করবেন না অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে সমগ্র দেশের ৩০ কোটি এলপিজি গ্রাহকের বাড়ির গ্যাস পরীক্ষা হতে চলেছে খুব শীঘ্রই।

কবে থেকে গ্যাস পরীক্ষা শুরু হবে: অল ইন্ডিয়া LPG ডিস্ট্রিবিউশন ফেডারেশন সভাপতি চন্দ্র প্রকাশ জানিয়েছেন, বাড়ি বাড়ি ঘুরে গ্যাস পরীক্ষা শুরু হবে রাজধানী দিল্লি থেকে। পরবর্তীতে আগামী তিন থেকে চার মাসের মধ্যে সমগ্র দেশের বিভিন্ন ক্ষেত্রের মোট ৩০ কোটি এলপিজি গ্রাহকের বাড়িতে পৌঁছে যাবে এই সুবিধা।

কেন এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে: মূলত এলপিজি গ্রাহকদের সুরক্ষা সুনিশ্চিত করতেই এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রায়শই দেশের বিভিন্ন প্রান্তে এলপিজি গ্যাস দুর্ঘটনায় প্রচুর সংখ্যক মানুষ প্রাণ হারান। আর এই সমস্ত দুর্ঘটনা বন্ধ করার জন্যই রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থাগুলির তরফে এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন সমীক্ষায় প্রকাশিত রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, এলপিজি গ্যাসের পাইপে কিংবা রেগুলেটরের সমস্যা থাকার কারণেই অধিকাংশ ক্ষেত্রে গ্যাস দুর্ঘটনাগুলি হয়ে থাকে।

এমনকি বহু সংখ্যক এলপিজি গ্রাহক ছেঁড়াফাটা পাইপ ওভেনের সঙ্গে যুক্ত করে রান্না করেন, রেগুলেটর সমস্যা থাকলেও তা বদলানো হয় না এমন নজির বারংবার উঠে এসেছে। শুধু তাই নয়, বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে যে, গ্যাস শেষ হয়ে যাওয়ার পর গ্রাহকরা গ্যাস সিলিন্ডার উল্টো করে তা দিয়ে রান্না করেন। এই সমস্ত কারণেই সারা দেশ জুড়ে এলপিজি দুর্ঘটনা ঘটছে বলেই মনে করা হচ্ছে। আর তাতেই রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থাগুলির তরফে গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাড়ি বাড়ি গিয়ে গ্যাস পরীক্ষা করার এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

string(128) ""