Tech News

প্যান আধার লিঙ্ক নিয়ে নতুন নির্দেশিকা জারি আয়কর দপ্তরের। এখনই জেনে নিন।

লোকসভা নির্বাচনের আবহে আয়কর দপ্তরের তরফে সমগ্র দেশের সাধারণ জনগণের জন্য প্যান এবং আধার সংযুক্তি সংক্রান্ত এক বিশেষ নির্দেশিকা সামনে আনা হলো। ইতিপূর্বে আয়কর দপ্তরের তরফে বারংবার আধার এবং প্যান নম্বর সংযুক্তি নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু বারংবার সময়সীমা বাড়ানোর পরেও বহু সংখ্যক সাধারণ জনগণ নিজেদের প্যান এবং আধার নম্বর সংযুক্ত করেননি। আর তাতেই এবারে এই নতুন আর্থিক বছরের শুরুতে আয়কর দপ্তরের তরফে প্যান কার্ড এবং আধার কার্ড সংক্রান্ত এক বিশেষ নির্দেশিকা কার্যকর করা হলো। চলুন তবে জেনে নেওয়া যাক আয়কর দপ্তরের তরফে জারি করা এই বিশেষ নির্দেশিকায় কি বলা হয়েছে –

কেন জারি করা হয়েছে এই নির্দেশিকা: আয়কর দপ্তরের তরফে প্রকাশিত রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, যে সমস্ত ব্যক্তিরা আধার ও প্যান নম্বর লিঙ্ক করেননি তাদের ভবিষ্যতে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে তা জানাতেই আয়কর দপ্তরের তরফে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। তবে এর পাশাপাশি আরো একটি বিশেষ বিষয় এক্ষেত্রে উল্লেখ করা হয়েছে আর তা হলো আধার এবং প্যান কার্ড সংযুক্তির নতুন সময়সীমা। ইতিপূর্বে আয়কর দপ্তরের তরকে বলা হয়েছিল যে ৩১শে মার্চ ২০২৪ তারিখ পর্যন্তই আধার কার্ড এবং প্যান কার্ড লিংক করার শেষ সময়সীমা, কিন্তু বর্তমানে আয়কর দাতাদের সুবিধার একটি মাথায় রেখে আধার ও প্যান নম্বর সংযুক্তির সময়সীমা পুনরায় বৃদ্ধি করা হলো।

সময়সীমা বৃদ্ধি: সমগ্র ভারতব্যাপী বহু সংখ্যক আয়কর প্রদানকারী ব্যক্তি এখনো পর্যন্ত আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করেননি, তাদের প্যান কার্ড অকেজো হয়ে পড়ে রয়েছে। অন্যদিকে প্যান কার্ড সংক্রান্ত এই সমস্যার কারণে তারা আয়কর মেটাতে পারেননি এবং স্বভাবতই আয়কর দপ্তরের তরফে নোটিশ পেয়েছেন। আর এই সমগ্র বিষয়টি নিয়ে তারা কর পর্ষদের কাছে অভিযোগও জানিয়েছেন, ফলত এই সমস্ত করদাতাদের সুবিধা প্রদানের খাতিরেই আয়কর দপ্তরের তরফে প্যান এবং আধার কার্ড সংযুক্তির নয়া সময়সীমা ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার নতুন সময়সীমা ৩১শে মে, ২০২৪ করা হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর: YES ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে সাবধান হয়ে যান। এই নিয়ম ফলো না করলে গুনতে হবে বড়ো জড়িমানা।

আধার ও প্যান লিংক করলে কোন ক্ষেত্রে ছাড় মিলবে: জারি করা বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে যে, এই বর্ধিত সময়সীমা অর্থাৎ ৩১শে মে, ২০২৪ তারিখের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করবেন তাদের অতিরিক্ত হারে টিডিএস বা টিটিএস জমা করতে হবে না।

আধার ও প্যান লিঙ্ক না করলে কি কি সমস্যা হবে: সম্প্রতিকালে আয়কর আইন সংশোধন করা হয়েছে, আর এই সংশোধিত আয়কর আইন অনুসারে, প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক না করা হলে দ্বিগুণ হারে টিডিএস বা টিসিএস জমা করতে হবে। অর্থাৎ ইতিপূর্বে যদি কোন ব্যক্তি ১০ শতাংশ হারে টিডিএস কিংবা টিটিএস জমা করে থাকেন, তবে আগামী দিনে তাকে ২০ শতাংশ হারে টিডিএস এবং টিটিএস জমা করতে হবে।

প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি যে, ডিরেক্টর এবং কালেক্টরে পদে যারা রয়েছেন তাদের এই নতুন নিয়ম অনুসারে টিডিএস বা টিটিএস কেটে আয়কর দপ্তরে জমা করার দায়িত্ব প্রদান করা হয়েছিল, কিন্তু বহু ক্ষেত্রেই এই নতুন নিয়ম অনুসারে টিডিএস বা টিটিএস কাটা হয়নি। যার কারণে প্রচুর সংখ্যক মানুষকে নোটিশ পাঠানো হয়েছে। আর এই নোটিসের পরিপ্রেক্ষিতেই আয়কর দাতাদের তরফে অভিযোগ তোলা হলে আধার কার্ড এবং প্যান কার্ড সংযুক্তির সময়সীমা বাড়িয়ে ৩১শে মে, ২০২৪ করা হয়েছে বলেই জানা গিয়েছে।

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Back to top button
Join Group Join Group