লোকসভা ভোট কবে হতে চলেছে? তারিখ জানিয়ে দিলো নির্বাচন কমিশন। আপনার নাম নতুন ভোটার তালিকায় চেক করুন।

এবছর লোকসভা ভোট আছে সেকথা সকলেরই জানা কিন্তু কবে ভোট হবে তা জানতে সকলেই উৎসুক। আজ এই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবং তারই সঙ্গে নতুন ভোটার লিস্টে কিভাবে নিজের নাম চেক করবেন তাও জেনে নেব।

লোকসভা ভোট কবে হবে?

গত ১৯ শে জানুয়ারি নির্বাচন কমিশনের এর তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। যে নোটিফিকেশনে বলা হয়েছে আগামী ১৬ই এপ্রিল, ২০২৪ তারিখে লোকসভা ভোট হতে পারে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি যে, এই ডেটটা ফাইনাল ডেট নয়। লোকসভা ভোটের জন্য গোটা দেশকে প্রস্তুতি করতে হয় এবং সেই প্রস্তুতি যাতে সঠিক সময়ের মধ্যে শেষ করা যায় সেজন্যই এই ডেট ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

এই নোটিফিকেশন থেকে আমরা এটুকু বলতে পারি যে, লোকসভা ভোট এপ্রিল মাসের শেষ বা শুরুর দিকে হতে পারে। এই ভোট যেহেতু গোটা দেশের জন্য গুরুত্বপূর্ণ তাই আগাম এই নোটিফিকেশন জারি করেছে নির্বাচন কমিশন।

ভোটার লিস্ট ২০২৪

প্রতিবছরের মতো এবছর‌ও প্রচুর যুবক-যুবতী তাদের নাম ভোটার লিস্টে তুলবার জন্য আবেদন করেছিলেন এবং ২০২৪ সালের নতুন ভোটার লিস্ট ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে ২২শে জানুয়ারি, ২০২৪ এ। আপনি কিভাবে সেই লিস্ট ডাউনলোড করবেন বা কিভাবে নিজের নাম চেক করবেন তা জেনে নেওয়া যাক:-

আরও পড়ুন:- UPI তে হতে চলেছে ৫ টি বড়ো পরিবর্তন। UPI ব্যবহার করলে এখনই জেনে নিন।

ভোটার লিস্ট ডাউনলোড

নতুন ভোটার লিস্ট ডাউনলোড করতে আপনাকে সবার প্রথমে ভোটার সার্ভিস পোর্টালে যথা https://voters.eci.gov.in/ এ যেতে হবে এবং তারপর ভোটার লিস্ট ডাউনলোড করতে হবে। আপনাদের সুবিধার্থে সরাসরি ভোটার লিস্ট ডাউনলোড করবার পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা নীচে থাকা লিঙ্কে ক্লিক করে সরাসরি ভোটার লিস্ট ডাউনলোড পেজে চলে আসবে।

ভোটলোকসভা ভোট ২০২৪
ভোটের সম্ভাব্য তারিখ১৬ই এপ্রিল, ২০২৪
অফিসিয়াল ওয়েবসাইটলিঙ্ক
ভোটার লিস্ট ডাউনলোডলিঙ্ক

এই পেজে আপনার কাছে কিছু তথ্য চাওয়া হবে, যেমন:- আপনি কোন রাজ্যের, কোন জেলার, কোন শহরের, কোন এলাকার ভোটার লিস্ট দেখতে চান। সমস্ত সঠিক তথ্য পূরণ করলে নীচে আপনার সামনে সেই অঞ্চলের যতোগুলো ভোটার লিস্ট রয়েছে সমস্ত চলে আসবে। আপনাকে নিজের ভোটার লিস্ট ডাউনলোড করতে হলে সার্চ বাটনে ক্লিক করে আপনার ভোটার ক্যাম্পের নাম লিখতে হবে তবেই আপনার ভোটার লিস্ট দেখতে পাবেন। এবার ডাউনলোড করতে হলে ক্যাপচা পূরণ করে পাশে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করুন।

New voter list download

ভোটার লিস্টে নিজের নাম খুঁজবেন কিভাবে?

ভোটার লিস্ট ডাউনলোড করলে সেটা আপনার মোবাইলে পিডিএফ আকারে সেভ হবে। সেই পিডিএফ ফাইলটি ওপেন করে নিজের নাম সার্চ করলেই আপনাকে আপনার নাম দেখিয়ে দেবে।

Leave a Comment