ড্রাইভিং লাইসেন্স তৈরির নিয়মে বড়ো পরিবর্তন। আর আগের পদ্ধতিতে তৈরি হবেনা ড্রাইভিং লাইসেন্স।

ড্রাইভিং লাইসেন্সের জন্য RTO অফিসের সামনে লম্বা লাইনে দাঁড়ানোর দিন শেষ। ১ লা জুন থেকে বদলে যেতে চলেছে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত নিয়মগুলি। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য সমগ্র ভারতের সাধারণ জনগণকে একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া অনুসরণ করতে হয়। ফলত বহুক্ষেত্রেই ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত বিষয়গুলিকে নিয়ে দুর্নীতি ঘটে। আর এই দুর্নীতি দূর করার জন্যই ড্রাইভিং লাইসেন্স ইস্যু করানোর প্রক্রিয়াতে আনা হলো বড় বদল। আর আজকের এই প্রতিবেদনটি পড়লেই আপনারা ড্রাইভিং লাইসেন্সের নয়া নিয়মগুলি সম্পর্কে জানতে পারবেন। শুধু তাই নয়, নিয়ম ভাঙ্গলে ড্রাইভারদের কত টাকা জরিমানা দিতে হবে এবং পরিবেশ রক্ষার্থে পরিবহণ মন্ত্রকের তরফে গৃহীত আরো এক বিশেষ সিদ্ধান্তের কথা এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ড্রাইভিং লাইসেন্সের নয়া নিয়ম: পরিবহণ মন্ত্রকের তরফে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত যে নতুন নিয়ম কার্যকর করা হয়েছে তাতে বলা হয়েছে যে, আগামী ১ লা জুন ২০২৪ তারিখ থেকে RTO অফিসের পরিবর্তে ব্যক্তিগত ড্রাইভিং স্কুলগুলিতে ড্রাইভিং টেস্ট দিতে পারবেন সাধারণ নাগরিকরা। এই সমস্ত স্কুলগুলিকে ড্রাইভিং টেস্ট পরিচালনা এবং টেস্টে উত্তীর্ণ হলে ড্রাইভিং লাইসেন্স প্রদানের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে অনুমোদন দেওয়া হবে। অর্থাৎ এখন থেকে RTO অফিসের লম্বা লাইনে দাঁড়ানোর দিন শেষ, এবারে কেন্দ্রীয় সরকারের অনুমোদন প্রাপ্ত যে কোন ড্রাইভিং স্কুল থেকেই আপনি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে আবশ্যক পরীক্ষা দিতে পারবেন।

শর্ত পূরণ হলেই মিলবে অনুমোদন: যে সমস্ত স্কুলগুলি কেন্দ্রীয় সরকারের তরফে উল্লিখিত শর্তগুলি পূরণ করতে পারবে, কেবলমাত্র সেই সমস্ত স্কুলগুলিকেই কেন্দ্রীয় সরকারের তরফে অনুমোদন প্রদান করা হবে। সুতরাং কেন্দ্রীয় সরকারের তরফে নির্ধারিত কিছু বিশেষ ড্রাইভিং স্কুলের মাধ্যমেই সাধারণ জনগণ তাদের ড্রাইভিং টেস্ট দেওয়ার প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। এর পাশাপাশি আরও জানা গিয়েছে, আগামী দিনের ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনের প্রয়োজনীয় নথিপত্রের ক্ষেত্রেও বিশেষ পরিবর্তন করা হবে কেন্দ্রীয় সরকারের তরফে।

আরও পড়ুন: পয়লা জুন থেকে বন্ধ হবে গ্যাসের ভর্তুকি। ভর্তুকি পেতে সকলকে করতে হবে এই কাজ।

বাতিল হবে গাড়ি রেজিস্ট্রেশন: দূষণ কমাতে সমগ্র ভারতব্যাপী প্রায় ৯ লক্ষ গাড়ির রেজিস্ট্রেশন বাতিল করা হবে কেন্দ্রীয় সরকারের তরফে। মূলত যানবাহন যত পুরনো হয় যানবাহন থেকে দূষিত ধোঁয়া ছড়িয়ে পড়ার পরিমাণও ক্রমান্বয়ে বাড়তে থাকে, আর তাতেই পরিবেশ রক্ষার খাতিরে কেন্দ্রীয় সরকারের তরফে ৯ লক্ষ পুরোনো যানবাহনের রেজিস্ট্রেশন বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Driving Licence (ড্রাইভিং লাইসেন্স)

নিয়ম না মানলেই জরিমানা: পরিবহন মন্ত্রকের বেঁধে দেয়া গণ্ডির বাইরে অতি দ্রুত গতিতে গাড়ি চালালে ১ হাজার টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে। এক্ষেত্রে আরও উল্লেখ করা হয়েছে যে, কোনো নাবালককে যদি গাড়ি চালানোর সময় ধরা হয় তাহলে ২৫০০০ টাকা জরিমানা করা হবে। এখানেই শেষ নয়, এক্ষেত্রে গাড়িটি যে ব্যক্তির নামে রেজিস্টার্ড রয়েছে সেই ব্যক্তির রেজিস্ট্রেশন ক্যানসেল করা হবে এবং নাবালকটি ২৫ বছর বয়স পর্যন্ত ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন জানাতে পারবেন না।