রাজ্য সরকারের কর্মীদের ছুটির জন্য করতে হবে অনলাইনে আবেদন। বিজ্ঞপ্তি জারি অর্থ দপ্তরের।

বহুদিন যাবৎ রাজ্য সরকারের কর্মীদের ছুটি বিষয়ক জটিলটা দেখা যাচ্ছিল, যা নিয়ে রাজ্য সরকার সহ অর্থ দপ্তর চিন্তায় ছিলেন। অবশেষে এই সমস্যার পুরোপুরি সমাধান করবার জন্য রাজ্য সরকার সরকারি কর্মীদের জন্য অনলাইনে ছুটি আবেদনের পদ্ধতি চালু করলো। এবার রাজ্য সরকারের কর্মীরা ছুটির প্রয়োজন হলে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে।

বিজ্ঞপ্তি:- এই নতুন পদ্ধতি নিয়ে অর্থ দপ্তর একটি নোটিফিকেশন জারি করেছে। যেখানে বলা হয়েছে সরকারি কর্মীদের ছুটির বিষয়ে স্বচ্ছতা আনতে এই পদ্ধতি চালু করা হয়েছে। বর্তমানে এই পদ্ধতি একটি নির্দিষ্ট ডিপার্টমেন্ট এর জন্য কার্যকরী করা হলেও ভবিষ্যতে এই পদ্ধতিতেই সরকারি কর্মীদের ছুটি মঞ্জুর করা হবে বলে জানা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে।

কেন এই পদক্ষেপ:- বিজ্ঞপ্তি অনুযায়ী অফলাইনে ছুটির আবেদন করা হলে তার মধ্যে স্বচ্ছতার অভাব থেকে যায়। অনেক সময় ছুটির আবেদনের সমস্যার কারণে ছুটির পাশাপাশি আবেদনকারী সেই দিনের বেতনও পেয়ে যায়। এই সমস্ত সমস্যা থেকে বেরোনোর জন্য এবং ছুটির ব্যাপারটিকে সিস্টেমেটিক পদ্ধতিতে নিয়ে আসার জন্যই রাজ্য সরকারের এই উদ্যোগ।

আরও পড়ুন:- ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিনা কিভাবে চেক করবেন? জেনে নিন সহজ পদ্ধতি।

কবে থেকে এই নিয়ম লাগু হবে:- অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী এপ্রিল মাস থেকেই এই নতুন নিয়মে ছুটির আবেদন করতে পারবে সরকারি কর্মীরা এবং সেই নিদির্ষ্ট ডিপার্টমেন্টের কর্মীরা এই নতুন নিয়ম লাগু হবার পর থেকে আর অফলাইন ছুটির আবেদন করতে পারবেন না। অনলাইন ছুটির আবেদনই বাধ্যতামূলক হবে।

কিভাবে অনলাইনে ছুটির জন্য আবেদন করবে কর্মীরা:- অনলাইনে ছুটির আবেদন করবার জন্য রাজ্য সরকার চালু করেছে নতুন একটি পোর্টাল। HRMS নামের এই নতুন পোর্টালে সরকারি কর্মীরা নিজেদের ছুটির জন্য আবেদন করতে পারবেন এবং তার ছুটি মঞ্জুর হলো কি না সেটা সেই পোর্টালের মাধ্যমেই জানতে পারবেন।

Leave a Comment