গ্যাস সিলিন্ডারের দিন শেষ, এবার থেকে পাইপলাইন মারফত বাড়ি বাড়ি পৌঁছে যাবে গ্যাস।

লোকসভা নির্বাচনের আবহে বাড়িতে রান্নার ক্ষেত্রে ব্যবহৃত গ্যাসের দাম স্থির থাকলেও নির্বাচনের পর এলপিজি গ্যাসের দাম বাড়বে বলেই আশঙ্কা রয়েছে। আর তাতেই সাধারণ মানুষের চিন্তা বাড়ছে। ফলত সাধারণ মানুষের চিন্তা দূর করার জন্য যথেষ্ট কম মূল্যে রান্নার ক্ষেত্রে আবশ্যক গ্যাস সরবরাহের দায়িত্ব নিতে চলেছে GAIL বা গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। আর আজকের এই প্রতিবেদনটি পড়লেই আপনারা GAIL -এর নতুন উদ্যোগ, এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ কি কি সুবিধা পাবেন, কোন কোন জেলার মানুষ এই সুবিধা পাবেন তা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।

GAIL -এর নয়া উদ্যোগ: GAIL -এর ঘোষণা অনুসারে, GAIL এবং বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড (বিজিসিএল) -এর যৌথ উদ্যোগে আগামী দিনে খুব শীঘ্রই দক্ষিণবঙ্গের ছ’টি জেলায় ঘরে ঘরে পাইপের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হবে। আজ্ঞে হ্যাঁ, GAIL -এর ঘোষণা মারফত জানা গিয়েছে, রাজ্যের গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই কর্পোরেশনের সাথে যৌথ উদ্যোগে রাজ্যবাসীর ঘরে ঘরে পাইপ লাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় আগামী ৫ বছরে সমগ্র পশ্চিমবঙ্গব্যাপী ১ লক্ষ গ্যাস সংযোগ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে।

কি কি সুবিধা মিলবে: সমগ্র ভারতব্যাপী রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মানুষের পকেটে রীতিমতো টান পড়ছে, আর মূল্যবৃদ্ধির ফলে প্রতিনিয়ত লাভবান হচ্ছেন মধ্যস্বত্বভোগীরা। কিন্তু পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস সরবরাহ করা হলে গ্যাসের দাম অনেকাংশেই কমে যাবে বলে দাবি করা হচ্ছে। শুধু তাই নয়, পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি প্রাকৃতিক গ্যাস পৌঁছে গেলে তা পরিবেশের জন্যেও অধিক উপকারী হবে বলেই মনে করা হচ্ছে। এক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে রান্না করা হলে তা থেকে বায়ুদূষণও কম হবে।

আরও পড়ুন: মহিলাদের জন্য পোস্ট অফিস নিয়ে এলো নতুন স্কিম। অল্প টাকা জমিয়ে পাওয়া যাবে লক্ষাধিক টাকা।

কোন ছ’টি জেলার পাইপের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হবে: GAIL -এর তরফে প্রকাশিত তথ্য মারফত জানা গিয়েছে যে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলাতে পাইপের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হবে। আগামী দিনে এই ছ’টি জেলার ৪০ টি পৌরসভা এলাকায় পাইপ লাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হবে। শুধু তাই নয়, ইতিমধ্যেই গ্যাস সরবরাহ করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

Gas Pipeline in West Bengal (পাইপলাইন মারফত গ্যাস)

কোন কোন জেলার কাজ সম্পন্ন হয়েছে: প্রাথমিকভাবে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, প্রথম ধাপে মগরার রাজারামবাটি এবং নদিয়ার গয়েশপুরে দুটি গ্যাস সরবরাহ কেন্দ্র তৈরি করা হয়েছে। বর্তমানে মগরারগ্যাস সরবরাহ কেন্দ্র থেকে থেকে দিল্লি রোড হয়ে গ্যাস সরবরাহের পাইপ লাইন হাওড়ার উলুবেড়িয়া পুরসভা পর্যন্ত নিয়ে যাওয়ার কাজ শুরু করা হয়েছে। এক্ষেত্রে আরো জানা গিয়েছে যে, দিল্লি রোডের নিকটবর্তী হুগলি জেলার যে সমস্ত পুরসভা আছে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সে সমস্ত পুরসভার সমস্ত বাড়িতে গ্যাস পৌঁছে যাবে। অন্যদিকে গয়েশপুরের গ্যাস সরবরাহ কেন্দ্র থেকে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর, বারাসত হয়ে কলকাতার নিউটাউন, বিধাননগর হয়ে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর পর্যন্ত পাইপলাইন বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সমস্ত কাজ সম্পন্ন হলে গ্যাসের মূল জোগান আসবে GAIL -এর দুর্গাপুরের প্লান্ট থেকে।