বাড়িতে বসেই ভোট দিতে পারবেন এই সমস্ত ব্যাক্তি। আপনি বাড়িতে বসে ভোট দিতে পারবেন কিনা জেনে নিন।

এই লোকসভা ভোট উপলক্ষ্যে সাধারণ নাগরিকদের জন্য এক বিশেষ ব্যবস্থা কার্যকর করা হলো কমিশনের তরফে। সমগ্র রাজ্যের সাধারণ জনগণের সুবিধার্থে জানানো হয়েছে যে, আগামী দিনে পশ্চিমবঙ্গের নাগরিকরা বাড়িতে বসেই ভোটদান করতে পারবেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই তথ্য প্রকাশ্যে আনার পর থেকেই আগামী দিনে কারা বাড়িতে বসে ভোটদান করতে পারবেন এবং কবে থেকে ভোটদানের প্রক্রিয়া শুরু করা হবে তা নিয়ে সমগ্র বাংলার সাধারণ মানুষের মধ্যে নানাবিধ চর্চার সূত্রপাত ঘটেছে।

কবে থেকে শুরু হবে বাড়িতে বসে ভোটদান – রাজ্য সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, যে সমস্ত নাগরিকরা বাড়িতে বসে ভোটদান করবেন তাদের প্রথম দফার ভোটগ্রহণ চলবে ৫ ই এপ্রিল ২০২৪ তারিখ থেকে ১৪ ই এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত।

কারা বাড়িতে বসে ভোটদান করতে পারবেন – সমগ্র বাংলার সাধারণ জনগণের সুবিধার্থে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক -এর দপ্তর থেকে জানানো হয়েছে যে, রাজ্যজুড়ে ৮৫ বছরের বেশি বয়সি যে সমস্ত নাগরিকরা রয়েছেন তারা বাড়িতে বসে ভোটদানের সুবিধা পাবেন। এছাড়াও দৃষ্টিহীন নাগরিকরা, ৪০ শতাংশেরও বেশি প্রতিবন্ধী নাগরিকরা এবং করোনা আক্রান্ত নাগরিকরা বাড়িতে বসে ভোটদানের সুবিধা পাবেন। ১৯ শে এপ্রিল পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোট রয়েছে আর ওইদিন কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভোট গ্রহণ করা হবে। বাড়িতে বসে ভোটদান প্রসঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক -এর তরফে জানানো হয়েছে যে, রাজ্যব্যাপী ৮৫ বছরের বেশি বয়সি ভোটার রয়েছেন ৪ লক্ষ ৭৮ হাজার ৭১৯ জন।

আরও পড়ুন – লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করবেন কিভাবে? জেনে নিন সমস্ত পদ্ধতি।

এই সমস্ত ভোটারের মধ্যে ১০১ বছরের বেশি বয়সি ভোটারের সংখ্যা ৩,৫৪১। এক্ষেত্রে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ১০১ বছর বয়সী ভোটারের সংখ্যা সর্বাধিক, এই কেন্দ্রে ৩০৯ জন ১০১ বছর বয়সে ভোটার রয়েছেন। অন্যদিকে কলকাতাতে ১০১ বছর বয়সে ভোটারের সংখ্যা সর্বনিম্ন। পরিসংখ্যান অনুসারে, কলকাতায় মাত্র ১১ জন ১০১ বছর বয়সে ভোটার রয়েছেন। শুধু তাই নয় এর পাশাপাশি আরো জানা গিয়েছে যে, সমগ্র রাজ্যে ৭২ হাজার ৩০৯ জন দৃষ্টিহীন প্রতিবন্ধী ভোটার রয়েছে। আর এই সমস্ত ভোটারদের ভোটদানের সুবিধার্থেই বাড়িতে বসে ভোটদানের এই বিশেষ সুবিধা কার্যকর করা হয়েছে।

কিভাবে ভোট দান সম্পন্ন করা হবে – অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী -এর তরফে জানানো হয়েছে যে, ৮৫ বছরের বেশি বয়সী ব্যক্তি কিংবা যারা ৪০ শতাংশেরও বেশি প্রতিবন্ধী ব্যক্তি অথবা দৃষ্টিহীন প্রতিবন্ধী ব্যক্তিরা যদি বাড়িতে বসেই ভোটদানে ইচ্ছুক হয়ে থাকেন তবে তাদের আবেদন জানাতে হবে। আর তাদের আবেদন মঞ্জুর হলে এক বিশেষ প্রক্রিয়া মারফত বাড়িতে বসে ভোটদানের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। উপরোক্ত ব্যক্তিদের বাড়িতে বসেই ভোটদানের আবেদন মঞ্জুর করা হলে তাদের বাড়িতে ২ জন নির্বাচনী আধিকারিক, একজন ভিডিওগ্রাফার এবং নিরাপত্তা রক্ষীর দল যাবে এবং নির্দিষ্ট নিয়ম মেনেই ভোটদানের প্রক্রিয়া সম্পন্ন করবেন তারা। এর পাশাপাশি আরো জানানো হয়েছে যে, যারা বাড়িতে বসে ভোটদান করবেন তাদের তালিকা থাকবে কেন্দ্রের প্রার্থীর কাছে। মূলত স্বচ্ছতা বজায় রাখার জন্যই এইরূপ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেই জানা গিয়েছে।