এখন গাড়ি চালাতে লাগবেনা কোনো লাইসেন্স। নতুন নিয়ম জেনে নিন।

Follow Google News

ভারত সরকারের তরফে জারি করার নিয়ম অনুসারে বাইক হোক বা মোটর গাড়ি অথবা লরি, বাস যেকোন প্রকার যানবাহন চালানোর ক্ষেত্রেই ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হয়ে থাকে। রাস্তায় গাড়ি চালানোর ক্ষেত্রে যদি ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকে তবে গাড়ির ড্রাইভার সহ যাত্রীদের যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়। তবে বর্তমানে এমন এক বিশেষ নিয়ম কার্যকর করা হয়েছে যার মাধ্যমে আপনারা কোনোরকম সমস্যা ছাড়াই রাস্তায় যানবাহন চালাতে পারবেন। এমনকি এক্ষেত্রে আরটিও অফিসে গিয়ে গাড়ির রেজিস্ট্রেশন কিংবা নম্বর প্লেট নেওয়ারও প্রয়োজন পড়বে না।

হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন
টেলিগ্রাম গ্রুপ জয়েন

কি বলা হয়েছে এই নতুন নিয়মে: যানবাহন সংক্রান্ত এই নতুন নিয়মে বলা হয়েছে যে, যেকোন প্রকার ইলেকট্রিক্যাল ভেহিক্যাল বা EV চালানোর ক্ষেত্রে গাড়ির চালকরা কোনরকম রেজিস্ট্রেশন বা লাইসেন্স ছাড়াই রাস্তায় যানবাহন চালানোর সুবিধা পেয়ে যাবেন। তবে এক্ষেত্র এক বিশেষ শর্ত আরোপ করা হয়েছে। আর এই শর্ত অনুসারে, যে সমস্ত ইলেকট্রিক্যাল ভেহিক্যাল -এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ২৫ কিমি সেই সমস্ত গাড়ির চালকদের ক্ষেত্রেই কোনরূপ লাইসেন্স কিংবা রেজিস্ট্রেশন নম্বর ছাড়া রাস্তায় গাড়ি চালানোর অনুমতি মিলবে। তবে দ্রুতগামী ইলেকট্রিক্যাল ভেহিক্যালের ক্ষেত্রে কোনরকমের ছাড় মিলবে না।

গুরুত্বপূর্ণ খবর: এবার মাত্র ৫ মিনিটে তৈরি হবে প্যান কার্ড। পুরো পদ্ধতি জেনে নিন।

জনগণের প্রতিক্রিয়া: গাড়ির রেজিস্ট্রেশন নম্বর কিংবা লাইসেন্স করানোর ঝামেলা এড়ানোর জন্য বহু সংখ্যক মানুষ এমন ইলেকট্রিক্যাল টু হুইলার ও ফোর হুইলার গাড়ি কিনছেন যে সমস্ত গাড়ির ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ ২৫ কিলোমিটার। আর জনগণের এই চাহিদাকে মাথায় রেখে বাজারে বিভিন্ন নামিদামি কোম্পানি এরকম প্রচুর সংখ্যক ইলেকট্রিক্যাল স্কুটার ও ফোর হুইলার লঞ্চ করতে শুরু করেছে। যে সমস্ত ব্যক্তিরা নিজেদের প্রয়োজনে স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য স্কুটার কিংবা গাড়ি কিনে থাকেন তারা রেজিস্ট্রেশন এবং আরটিও অফিসে যাওয়ার ঝামেলা এড়াতে এই সমস্ত ইলেকট্রিক্যাল স্কুটি এবং গাড়ি কিনছেন।

জনপ্রিয় টু হুইলার: গ্রাহকের চাহিদা মেটাবার জন্য নানাবিধ নামিদামি কোম্পানির তরফে বিভিন্ন প্রকার ইলেকট্রিক্যাল টু হুইলার লঞ্চ করা হয়েছে। সরকারের তরফে নির্ধারিত মাত্রার গতিবেগের মধ্যে কিছু জনপ্রিয় টু হুইলার হল TVS XL 100, Hero Electric Dash, Okina Electric ও Hero Pleasure Plus।

জনপ্রিয় ফোর হুইলার : শুধুমাত্র টু হুইলার নয়, বাজারে এমন বেশ কতকগুলি ইলেকট্রিক্যাল ফোর হুইলার আনা হয়েছে যেগুলির চাহিদা রীতিমতো তুঙ্গে। বাজার চলতি কতগুলি জনপ্রিয় ফোর হুইলার হল – Tata Punch EV, Tata Tiago EV, Tata Nexon EV, Mahindra XUV400MG Comet EV

string(100) ""