রাজ্যের নাগরিকদের জন্য রয়েছে দারুণ সুখবর, লোকসভা নির্বাচনের আবহে রেশন কার্ড নিয়ে এক বড় আপডেট প্রকাশ্যে এলো। আজ্ঞে হ্যাঁ, রেশন কার্ড সংক্রান্ত নয়া ঘোষণা অনুসারে জানা গিয়েছে যে, এবার থেকে ভোটার কার্ড, আধার কার্ড -এর মতো রেশন কার্ডেও থাকবে নাগরিকদের ছবি। আর ভারতীয় নাগরিকরা কোনরকম সমস্যা ছাড়াই শুধুমাত্র আধার কার্ডের মাধ্যমেই নিজেদের নতুন রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। আজকের এই প্রতিবেদনটি পড়লেই আপনারা এই নতুন রেশন কার্ড ডাউনলোডের প্রক্রিয়া, ডাউনলোডের ক্ষেত্রে আবশ্যক নথি, কবে থেকেই নতুন নিয়ম কার্যকর হবে তা সংক্রান্ত তথ্য জেনে নিতে পারবেন।
আবেদনের প্রক্রিয়া: ছবি সমৃদ্ধ নতুন রেশন কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমেই গুগল প্লে স্টোর থেকে Mera Ration নামক একটি বিশেষ অ্যাপ ডাউনলোড করে করে নিতে হবে। এরপর অ্যাপটি ওপেন করে প্রথমেই নিজের পছন্দসই ভাষা নির্বাচন করে হোম পেইজের খানিকটা নিচের দিকে থাকা Aadhaar Seeding অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে Aadhaar Number অপশনটি সিলেক্ট করে আপনার আধার নম্বরটি সঠিকভাবে লিখুন এবং Submit অপশনে ক্লিক করুন। উপরোক্ত অপশনে ক্লিক করলে আপনি আপনার আধার নম্বরের সঙ্গে লিঙ্ক রেশন কার্ডের সমস্ত প্রকার তথ্য দেখে নিতে পারবেন।
এরপর আপনাকে গুগল ক্রোমে গিয়ে DigiLocker -এর ওয়েবসাইটটিতে যেতে হবে এবং হোম পেইজে থাকা Sign In অপশনে ক্লিক করতে হবে। পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে থাকা Sign Up অপশনে ক্লিক করে আপনার মোবাইল নম্বর, আধার নম্বর সহ অন্যান্য তথ্য সঠিকভাবে প্রদান করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন হলে ইউজার নেম এবং পাসওয়ার্ড -এর মাধ্যমে উক্ত ওয়েবসাইটে Sign In করতে হবে। এরপর হোম পেজের বাঁদিকে থাকা ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনার সামনে যে সমস্ত অপশনগুলি আসবে তার মধ্য থেকে আপনাকে Issued Documents অপশনটি নির্বাচন করে নিতে হবে।
আরও পড়ুন: অসুস্থ হলে আর দৌড়াতে হবে না ডাক্তারের কাছে। এবার প্রত্যেক বাড়িতে ডাক্তারের সুবিধা প্রদান করবে সরকার।
পূর্বোক্ত অপশনে ক্লিক করার পর More Issued Documents অপশনটিতে ক্লিক করুন এবং নিজস্ব রাজ্যের নামটি বেছে নিন। রাজ্যের নাম নির্বাচন করার পর আপনার রাজ্যের অধীনে যে যে নথিগুলি রয়েছে সে সমস্ত নথির লিস্টের মধ্যে থেকে রেশন কার্ড অপশনটি নির্বাচন করে নিন। রেশন কার্ড অপশনটিতে ক্লিক করলে আপনার সামনে রেশন কার্ড সম্পর্কিত যাবতীয় তথ্য চলে আসবে এবং Mera Ration App থেকে পাওয়া আপনার রেশন কার্ড নম্বর এবং ক্যাটাগরি সঠিকভাবে সিলেক্ট করে Get Documents অপশন ক্লিক করলেই আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
ডাউনলোডের পদ্ধতি: আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার কিছু সময় পর রেশন কার্ড অপশনের পাশে Download অপশনটি দেখা যাবে এবং এই অপশনে ক্লিক করে আপনি পিডিএফ রূপে আপনার নতুন রেশন কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। এক্ষেত্রে আপনার আধার কার্ডে যে ছবিটি রয়েছে সেই ছবিটি আপনার রেশন কার্ডেও দেখা যাবে।

কবে থেকে এই প্রক্রিয়া চালু হতে চলেছে: সমগ্র ভারতের অন্যান্য রাজ্যে ছবিসহ এই বিশেষ ধরনের রেশন কার্ড ডাউনলোডের প্রক্রিয়া কার্যকর করা হলেও পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত এই প্রক্রিয়া কার্যকর করা হয়নি। তবে আগামী দিনে খুব শীঘ্রই সমগ্র পশ্চিমবঙ্গ ব্যাপী ছবিসহ রেশন কার্ড ডাউনলোডের প্রক্রিয়া কার্যকর করা হবে বলেই আশা করা হচ্ছে।
অফিসিয়াল অ্যাপ: Link
ডিজিলকার ওয়েবসাইট: Link