এবার মোবাইল নম্বরের জন্য দিতে হবে এক্সট্রা ভাড়া। মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ।

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এক বিশাল আপডেট প্রকাশ্যে আনা হলো। এবার থেকে আপনার মোবাইল নম্বরটি ব্যবহার করার জন্যও দিতে হবে বিশেষ ভাড়া। অর্থাৎ এখন থেকে আর শুধুমাত্র রিচার্জ করলেই আপনি আপনার স্মার্টফোনের মাধ্যমে যেকোনো ব্যক্তিকে ফোন করার সুবিধা পাবেন না, তার জন্য আপনাকে নম্বরের ভাড়া বাবদ অতিরিক্ত টাকা খরচ করতে হবে। এমনই এক তথ্য প্রকাশ্যে আনা হয়েছে TRAI -এর তরফে।

কেন মোবাইল নম্বরের জন্য বিশেষ ভাড়া জারি করা হলো: TRAI -এর তরফে জারি করা তথ্য অনুসারে জানা গিয়েছে, সমগ্র ভারতের প্রচুর সংখ্যক মানুষের নিজস্ব ফোন রয়েছে, বহু মানুষ একের অধিক সিম ব্যবহার করে থাকেন। কিন্তু ফোন নম্বরের সংখ্যা তো সীমাহীন নয়। গ্রাহকদের প্রয়োজন অনুসারে রোজ নিত্যনতুন ফোন নম্বরের সিরিজ বের করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে TRAI -এর কর্মকর্তাদের। শুধু তাই নয়, ভারতব্যাপী ফাইভ জি ইন্টারনেট ব্যবস্থা সহ অন্যান্য প্রযুক্তিগত উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে নম্বর ব্যবস্থাতেও আমূল পরিবর্তন আনা আবশ্যক। আর তাই এবারে ফোন নম্বরের ওপরেও ভাড়া বসানোর বিষয়টি নিয়ে TRAI -এর তরফে ভাবনা চিন্তা করা হচ্ছে।

প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি যে, গত বছর ডিসেম্বর মাসে যে নতুন আইন পাস করা হয়েছিল সেখানেও ফোন নম্বরের উপর ভাড়া বসানোর কথা উল্লেখ করা হয়েছে। তবে শুধুমাত্র যে মোবাইল নম্বরের ক্ষেত্রেই ভাড়া বসানো হবে তা নয়, ল্যান্ডলাইন অর্থাৎ ল্যান্ড ফোনের ক্ষেত্রেও একইভাবে ভাড়া লাগু হতে চলেছে বলেই জানা গিয়েছে।ইতিমধ্যেই অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, বেলজিয়াম, ব্রিটেন, গ্রিস, হংকংয়ের -এর মতো প্রায় ১৮ টি দেশে ফোন নম্বরের উপর ভাড়া বসানোর প্রক্রিয়া কার্যকর করা হয়েছে, আর এবারে ভারতও এই দেশগুলির দেখানো পথে হাঁটবে।

আরও পড়ুন: বাতিল করা হল NEET পরীক্ষা, আগামী দিনে কবে পরীক্ষা নেওয়া হবে, জেনে নিন।

কিভাবে নেওয়া হবে এই ভাড়া: জানা গিয়েছে যে, সিমের জন্য প্রযোজ্য এই বিশেষ ভাড়া সিম কেনার সময়ে এককালীন টাকা হিসেবে নেওয়া হতে পারে অথবা গ্রাহকদের কাছ থেকে প্রতি বছর সিমের জন্য প্রযোজ্য ফি কেটে নেওয়া হতে পারে। তবে এখনও পর্যন্ত এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

Pay extra money for mobile number (মোবাইল নম্বরের জন্য এক্সট্রা ভাড়া)

ইতিমধ্যেই দেশের প্রত্যেকটি টেলিকম সার্ভিস প্রদানকারী সংস্থার কাছে মোবাইল নম্বরের উপর ভাড়া লাগু করার বিষয়টি নিয়ে এক বিশেষ নির্দেশিকা পাঠানো হয়েছে। শুধু তাই নয়, এর পাশাপাশি এই সংস্থাগুলিকে আরো নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যে এ বিষয়ে তাদের মতামত নিয়ামক সংস্থাকে জানিয়ে দেন। ফলত খুব শীঘ্রই সমগ্র ভারতের সাধারণ জনগণকে নিজেদের মোবাইল নম্বরটি জন্য বিশেষভাবে ভাড়া প্রদান করতে হবে বলেই দাবি জানানো হয়েছে, যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। আগামী দিনে মোবাইল নম্বরের ভাড়া লাগু করার বিষয়ে কি সিদ্ধান্ত গ্রহণ করা হবে তার দিকেই তাকিয়ে রয়েছে সমগ্র ভারতের সাধারণ জনগণ।