১৪ ই জুনের পর পুরোনো সমস্ত আধার কার্ড বাতিল হবে? কি জানালো UIDAI

আধার কার্ড নিয়ে উঠে এলো বড় আপডেট, বিভিন্ন সূত্রের তরফে দাবী করা হয়েছে যে, আগামী ১৪ জুনের পর পুরোনো আধার কার্ড বাতিল হতে চলেছে। আপনিও যদি আধার কার্ডের বৈধতা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে চিন্তিত হয়ে থাকেন তবে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য। আজকের এই প্রতিবেদনটি পড়লে আপনি আগামী ১৪ ই জুনের পর থেকে আধার কার্ড বাতিল হচ্ছে কিনা তা সংক্রান্ত সমস্ত প্রকার তথ্য সম্পর্কে জানতে পারবেন।

সত্যি কি বাতিল হবে আধার কার্ড: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমগ্র দেশের সাধারণ জনগণের কাছে বার্তা পৌঁছেছে আগামী ১৪ ই জুন ২০২৪ তারিখের পর থেকে পুরোনো আধার কার্ড বাতিল হয়ে যাবে। যার জেরে আধার প্রদানকারী সংস্থা UIDAI -এর তরফে জানানো হয়েছে যে, ১৪ ই জুনের পর কোনো প্রকার আধার কার্ড বাতিল করা হবে না।

এক্ষেত্রে আরো জানানো হয়েছে যে, ১০ বছর পূর্বে যে সমস্ত আধার কার্ডগুলি জারি করা হয়েছিল এবং এখনো পর্যন্ত একবারও যে সমস্ত আধার কার্ডগুলিকে আপডেট করা হয়নি আগামী ১৪ ই জুনের পর সেই সমস্ত আধার কার্ডগুলিকে বাধ্যতামূলকভাবে আপডেট করতে হবে। সুতরাং ১৪ ই জুনের পর ১০ বছরের পুরোনো আধার কার্ডগুলিকে আপডেট না করা হলে সেটিকে পরিচয়পত্রের রূপে ব্যবহারের ক্ষেত্রে নাগরিকদের বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হতে হবে। এমনকি আধার কার্ড আপডেট না করা হলে নাগরিকরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফে কার্যকরী বিভিন্ন প্রকার প্রকল্পের আওতায় অনুদান পাওয়ার ক্ষেত্রেও নানাভাবে সমস্যার সম্মুখীন হবেন।

আরও পড়ুন: ২০১০ সালের পর ইস্যু করা সমস্ত OBC সার্টিফিকেট বাতিল ঘোষণা করলো হাইকোর্ট।

মিলবে না বিনামূল্যের আপডেটের সুযোগ: UIDAI -এর তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, সংস্থার তরফে সমগ্র দেশের সাধারণ জনগণের উদ্দেশ্যে জানানো হয়েছিল যে, যে সমস্ত আধার কার্ডগুলি ১০ বছর পূর্বে জারি করা হয়েছে এবং তার পরবর্তীতে যদি ওই আধার কার্ডগুলিকে আপডেট না করা হয়ে থাকে তবে আগামী ১৪ ই জুন ২০২৪ তারিখ পর্যন্ত এই সমস্ত আধার কার্ডগুলিকে সম্পূর্ণ বিনামূল্যে আপডেটের সুযোগ মিলবে। কিন্তু তারপর থেকে নাগরিকরা বিনামূল্যে আধার আপডেটের সুযোগ হারাবেন।

Aadhaar Card Cancelled (আধার কার্ড বাতিল)

সুতরাং আপনার আধার কার্ডটিও যদি ১০ বছরের পুরোনো হয়ে থাকে এবং আপনি এখনো পর্যন্ত আপনার আধার কার্ডটি আপডেট না করে থাকেন তবে আপনার হাতে এখনো প্রায় ২০ দিনেরও অধিক সময় রয়েছে, যত দ্রুত সম্ভব সম্পূর্ণ বিনামূল্যে আধার আপডেট করে নিন। এক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র জমা করার মাধ্যমে আপনি আধারের বায়োমেট্রিক আপডেট থেকে শুরু করে নিজের নাম, ঠিকানা, বয়সের মত বিষয়গুলি পরিবর্তন করতে পারবেন। পরবর্তীতে UIDAI -এর তরফে বিনামূল্যে আপডেটের সুযোগ বন্ধ করা হলে আপনাকে নির্ধারিত মূল্য দিয়ে আধার আপডেট করতে হবে।