Government Scheme

অসুস্থ হলে আর দৌড়াতে হবে না ডাক্তারের কাছে। এবার প্রত্যেক বাড়িতে ডাক্তারের সুবিধা প্রদান করবে সরকার।

নাগরিকদের সুবিধার্থে নতুন প্রকল্প কার্যকর করল কেন্দ্রীয় সরকার, এবার থেকে বাড়িতে বসেই মিলবে ডাক্তারি পরামর্শ। সমগ্র ভারত জুড়ে এমন প্রচুর প্রত্যন্ত গ্রামাঞ্চল সহ পার্বত্য অঞ্চল রয়েছে যেখানে অত্যন্ত দ্রুত সুচিকিৎসা পাওয়া সম্ভব নয়। যার জেরে এই সমস্ত অঞ্চলের মানুষের কাছে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা এবং ডাক্তারের পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে ই-সঞ্জীবনী যোজনা বা ই-সঞ্জীবনী ওপিডি নামে এক বিশেষ প্রকল্প কার্যকর করা হয়েছে। আর আজকের এই প্রতিবেদনটি পড়লেই আপনারা ই-সঞ্জীবনী ওপিডি সংক্রান্ত সমস্ত প্রকার তথ্য জেনে নিতে পারবেন।

ই-সঞ্জীবনী ওপিডি কি: কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী এই বিশেষ যোজনার মাধ্যমে আপনারা বাড়িতে বসে নিজস্ব মোবাইল ফোনের মারফত সরকারি সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট ডাক্তারদের পরামর্শ নিতে পারবেন। শুধু তাই নয়, এই অ্যাপের মাধ্যমে আপনারা ডাক্তারের লেখা প্রেসক্রিপশনও পাবেন যার মাধ্যমে আপনারা সমগ্র ভারতের যেকোনো ওষুধের দোকান থেকে ওষুধ কেনার সুবিধা পেয়ে যাবেন। সুতরাং এবার থেকে ডাক্তারের ভিজিট নিয়ে চিন্তার কোনো কারণ নেই, বাড়িতে বসেই অ্যাপ মারফত ডাক্তারি পরামর্শ থেকে শুরু করে প্রেসক্রিপশন সমস্তই মিলবে বিনামূল্যে।

আরও পড়ুন: টাকা দিয়ে ইন্টারনেট কেনার দিন শেষ। এবার বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দিতে নতুন প্রকল্প আনলো কেন্দ্র সরকার।

কিভাবে পাওয়া যাবে ডাক্তারের পরামর্শ: সম্পূর্ণ বিনামূল্যে ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য আপনাকে প্রথমেই কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী ই-সঞ্জীবনী অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। পরবর্তীতে অ্যাপটির হোম পেজে থাকা Patient অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরের মাধ্যমে Login -এর প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তারপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে থাকা Consult Now অপশনে ক্লিক করতে হবে এবং পরবর্তী পেজে থাকা Chief Complaints অপশনে ক্লিক করুন।

eSanjeevani (ই-সঞ্জীবনী)

এরপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে থাকা অপশনগুলির মধ্যে থেকে আপনার সমস্যা নির্বাচন করুন অথবা আপনার যে যে সমস্যা রয়েছে তা সঠিকভাবে লিখে Save and Next অপশনে ক্লিক করুন। তারপর Active medication নামক অপশনে ক্লিক করে আপনি বর্তমানে যে ওষুধ খাচ্ছেন তা সংক্রান্ত তথ্য এবং Health Records -এর আওতায় আপনার পূর্বের ওষুধ ও অসুস্থতা সংক্রান্ত তথ্য উল্লেখ করুন। পরবর্তীতে আপনাকে আপনার রাজ্য, ওপিডি এবং ডাক্তার নির্বাচন করলেই আপনি ভিডিও কলের মাধ্যমে ডাক্তারের পরামর্শ নিতে পারবেন।

অফিসিয়াল অ্যাপ: Link

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Back to top button
Join Group Join Group