Bangla Hub

গুরুত্বপূর্ণ খবর পড়ুন এবার বাংলায়

পাসপোর্ট সেবা পোর্টাল পাঁচ দিন বন্ধ থাকবে। আর অনলাইনে আবেদন করা যাবে না।

WhatsApp Image 2024 08 31 at 1.07.19 AM

বৃহস্পতিবার রাত 8 থেকে সোমবার সকাল 6 টা পর্যন্ত বন্ধ থাকবে পাসপোর্ট সেবা পোর্টাল,এমনটাই জানালেন বিদেশ মন্ত্রক ।জানানো হয়েছে প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের জন্য সাময়িকভাবেই বন্ধ রাখা হচ্ছে পোর্টাল ।তবে এই পাঁচ দিনের জন্য যাতে সাধারণ মানুষের কোন অসুবিধায় পড়তে না হয় সেদিকে বিশেষ নজর দিচ্ছেন কেন্দ্র সরকার। 

বৃহস্পতিবার রাত 8 থেকে সোমবার সকাল 6 টা পর্যন্ত বন্ধ থাকে পাসপোর্ট সেবা পোর্টাল। বৃহস্পতিবার সকাল থেকে এমনটাই জানালেন বিদেশ মন্ত্রক। জানার জন্য হয়েছে প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে পোটালটি। , এই সময়  মধ্যে কেউ পোর্টালটির মাধ্যমে কোন রকম অস্থায়ী আবেদন কিংবা আপয়েন্টমেন্ট বুকিং করতে পারবে না।

সব ঠিকঠাক থাকলে আগামী 2 সেপ্টেম্বর ফির খুলতে চলেছে পোর্টালটি । তবে এই পাঁচ দিনের জন্য যাতে সাধারণ মানুষকে অফিসে বিদায় পড়তে না হয় সেদিকেও নজর দিয়েছেন কেন্দ্রীয় সরকার। ৩০ আগস্ট আগে থেকেই যেসব আবেদন জমা পড়েছিল সেগুলির জন্য শীঘ্রই নতুন সময়সূচী জানাবেন বিদেশ মন্ত্রক। 

আরোও পড়ুন:Rose Valley Refund On:রোজভ্যালি চিটফান্ডের টাকা ফেরত দেওয়া শুরু,জেনে নিন কারা কিভাবে পাবে?

 কেবল সাধারন মানুষই নয় ওই পাঁচদিন পোর্টাল পরিষেবা পাবে না বিদেশ মন্ত্রক আঞ্চলিক পাসপোর্ট অফিসে ইমিগ্রেশন ব্যুরো ইন্ডিয়ান সিকিউরিটি প্রেস ডাক বিভাগ এবং পুলিশও।  বিদেশ মন্ত্রক জানাচ্ছে ,উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই।  এটি একটি  স্বাভাবিক প্রক্রিয়া।  সাধারণ মানুষের পরিষেবার সঙ্গে সম্পর্কযুক্ত প্রতিটি বিষয় নির্দিষ্ট হওয়ার অন্তর রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়।  এটিও সেই রকমই একটি ঘটনা । বরং এই জন্য কোন সমস্যাতেও পড়তে হবে না পরিষেবা ব্যবহারকারীদের।  বিদেশ মন্ত্রক আশ্বাস দিয়েছেন এই পাঁচ দিন পূর্ব নির্ধারিত আপয়েন্টমেন্ট গুলি নতুন সময়সূচী জানিয়ে দেয়া হবে। 

পাসপোর্ট সেবা পোর্টাল বন্ধ থাকলে সমস্যার মুখে পড়তে হবে অনেককেই নতুন পাসপোর্ট এর আবেদন করা কিংবা পাসপোর্ট এর পুরো নেতা করার জন্য রোজ পোর্টালটি ব্যবহার করেন। বহু মানুষ।  অনলাইনে আপয়েন্টমেন্ট বুকিং এর পর নির্ধারিত দিনে নিকটবর্তী পাসপোর্ট অফিসে পৌঁছাতে হয় যাবতীয় গুরুত্বপূর্ণ নথি সহ সেইসব নদী যাচাইয়ের পরেই পাসপোর্ট হাতে পান অধিকারীরা 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *